বিষয়বস্তুতে চলুন

রাজাকীলবক্কম

স্থানাঙ্ক: ১২°৫৫′২২″ উত্তর ৮০°০৯′০৬″ পূর্ব / ১২.৯২২৭৪৪° উত্তর ৮০.১৫১৭৪৪° পূর্ব / 12.922744; 80.151744
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজাকীলবক্কম
ராஜகீழ்பாக்கம்
চেন্নাইয়ের অঞ্চল
রাজাকীলবক্কম চেন্নাই-এ অবস্থিত
রাজাকীলবক্কম
রাজাকীলবক্কম
রাজাকীলবক্কম তামিলনাড়ু-এ অবস্থিত
রাজাকীলবক্কম
রাজাকীলবক্কম
স্থানাঙ্ক: ১২°৫৫′২২″ উত্তর ৮০°০৯′০৬″ পূর্ব / ১২.৯২২৭৪৪° উত্তর ৮০.১৫১৭৪৪° পূর্ব / 12.922744; 80.151744
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেঙ্গলপট্টু জেলা
মহানগরচেন্নাই
পৌরনিগমতাম্বরম
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি ৫:৩০)
পিন৬০০০৭৩

রাজাকীলবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে অবস্থিত একটি ঘনবসতিপূর্ণ শহর। চেন্নাই মহানগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত তাম্বরম মনোনয়ন শ্রেণীর পুরনিগমের পূর্ব তাম্বরমে এটি অবস্থিত৷ এই লোকালয়ের ডাক সংখ্যা ৬০০০৭৩৷[]

বেলাচেরি থেকে আগত মাসমবক্কম মহাসড়ক রাজাকীলবক্কমে এসে বেলাচেরি-তাম্বরম মূল সড়কে এসে মিলিত হয়,[] যা নূতনচেরিকেও সড়কপথে যুক্ত করেছে। মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে ৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লোকালয়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সহাবস্থান রয়েছে৷ এই লোকালয়ে রয়েছে একটি শিব মন্দির ও একটি মহামেরু মন্দির৷ এখানে বল্লাল সৈয়দ ইউসুফ নগরে রয়েছে একটি পুরাতন মসজিদ৷[]

অবস্থান

[সম্পাদনা]

রাজকীলবক্কমের উত্তর দিকে সেমবক্কম ও গৌরীবক্কম, দক্ষিণ দিকে মাসমবক্কম, পূর্ব দিকে সন্তোষপুরম ও পশ্চিম দিকে রয়েছে চেলায়ুর৷

তথ্যসূত্র

[সম্পাদনা]