রচিতা রাম
রচিতা রাম | |
---|---|
জন্ম | বিন্দিয়া রাম |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
আত্মীয় | নিথ্যা রাম (বড় বোন) |
রচিতা রাম (জন্মঃ বিন্দিয়া রাম; ৩ অক্টোবর, ১৯৯২) হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রথম কন্নড় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জগৎ আরম্ভ করেন। বিভিন্ন টেলিভিশন শো'তে উপস্থিত হওয়ার পর, ২০১৩ সালের বুলবুল চলচ্চিত্রে তার অভিষেক হয় যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন যেটি ছিলো একটি কন্নড় সিনেমা। এছাড়াও তিনি সাউথ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং তিনটি সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস সাইমা অ্যাওয়ার্ড সহ বিভিন্ন চলচ্চিত্র অ্যাওয়ার্ডস জিতেছেন।[১]
রচিতা রান্না (২০১৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার - দক্ষিণ কন্নড়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। তিনি চক্রব্যূহ (২০১৬), পুষ্পকা বিমান (২০১৭), এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ভারজরী (২০১৭), নাটসারভৌম (২০১৯), লাভ ইউ রাচ্চু (২০২১), বর্ষা রাগা (২০২২) এবং ক্রান্তি (২০২৩)। রচিতা অভিনীত সফল চলচ্চিত্র গুলোর মধ্যে রান্না (২০১৫), আয়োগ্য (২০১৮) এবং আয়ুষ্মান ভাব (২০১৯) এর জন্য তিনটি শ্রেষ্ঠ অভিনেত্রী-কন্নড়ের জন্য সাইমা পুরস্কার জিতেছেন।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]তিনি একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় ভারত নাট্যম নৃত্যশিল্পী যিনি ৫০টিরও বেশি পারফরম্যান্স এ অংশ নিয়েছেন। রচিতার বাবা রাম, যিনি একজন ভারত নাট্যম নৃত্যশিল্পীও যিনি ৫০০টির অধিক পাবলিক পারফরমেন্সে অংশ নিয়েছেন। তার নিথ্যা রাম নামে একজন বোন রয়েছে, যিনি একজন টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রীও।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]সিনেমায় প্রাথমিক কাজ এবং সাফল্য (২০১০-২০১৭)
[সম্পাদনা]২০১২ সালে, তিনি ২০০ জন অংশগ্রহণকারীর সাথে বুলবুল সিনেমা -এর প্রধান ভূমিকার জন্য অডিশন দেন এবং নির্বাচিত হন। এর আগে তিনি তার বোন নিথ্যা রাম এর সাথে কন্নড় টেলিভিশন শো বেনকিয়াল্লি আরালিদা হুভু-এ কাজ করেছিলেন।[৪] তিনি চলচ্চিত্রে দর্শন এর বিপরীতে জুটি বেঁধেছিলেন যেটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল।[৫] তার অভিনয় সম্পর্কে দ্য টাইমস অফ ইন্ডিয়া-এর জি এস কুমার লিখেছেন, রচিত রাম তার প্রথম সিনেমায় একটি চমৎকার অভিনয় উপস্থাপন করেছেন এবং তিনি এও বলেছেন যে, রচিতা রাম তার সংলাপ, বডি ল্যাঙ্গুয়েজ এবং অভিব্যক্তি আরো চমৎকার ।[৬] ২০১৪ সালে তার প্রথম রিলিজ ছিল দিল রঙ্গেলা, যেখানে তিনি গণেশ এর বিপরীতে জুটিবদ্ধ হয়েছিলেন। ডেকান হেরাল্ড এর বি এস শ্রীবাণী। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এই ছবিতে একটি সুন্দর পারফরম্যান্স উপহার দিয়েছেন যা দর্শকদের নজর কাড়ে৷[৭] একই বছরে তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি ছিলো দক্ষিণ সিনেমার অভিনেতা দর্শন এর বিপরীতে অম্বরীশা সিনেমা যেটি তারা জুটিবদ্ধ হয়ে ছিলেন ৷[৮] ফিল্ম এবং তার অভিনয় এর জন্য তিনি সমালোচকদের কাছ থেকে নেতিবাচক সমালোচিত হয়েছিলেন।[৯] তিনি সুদীপ-এর বিপরীতে রান্না চলচ্চিত্রে এক প্রেমের আগ্রহের রুক্মিণী চরিত্রে অভিনয় করেছিলেন, এটি ছিলো একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভিনয়।[১০] রাথাভারা সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন যেখানে তিনি ছিলেন শ্রীমুরালি-এর প্রেমের আগ্রহ, যিনি একজন গ্যাংস্টার এবং একজন এম এল এ এর মূল সহযোগীর ভূমিকায় অভিনয় করেন। দ্য টাইমস অফ ইন্ডিয়া-এর সুনয়না সুরেশ লিখেছেন, রচিত রাম দেখতে অত্যন্ত সুন্দর এবং প্রতিটি বিট তার সুন্দর অভিনয়ের জন্য তার প্রশ্ংসা করেছে।[১১]
রচিতা ২০১৬ সালের কন্নড় চলচ্চিত্র চক্রব্যূহ এ জনপ্রিয় দক্ষিণ সিনেমা অভিনয় শিল্পী পুনীত রাজকুমার এর বিপরীতে অভিনয় করেছিলেন এবং তিনি প্রশ্ংসিত হয়েছিলেন। তিনি জগ্গু দাদা সিনেমায় অভিনেতা দর্শন এর বিপরীতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি মুকুন্দ মুরারি সিনেমায় অভিনেতা সুদীপ এর বিপরীতে একটি গানে অভিনয় করেছিলেন। ২০১৭ সালে রচিতার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল পুষ্পকা বিমান যেখানে তিনি রমেশ অরবিন্দ এর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার পরবর্তী রিলিজ প্রাপ্ত সিনেমা ছিলো পরিচালক চেতন কুমার এর সিনেমা ভারজারি যেখানে তিনি ধ্রুব সরজা এর বিপরীতে জুটি বাধেন;রান্না-এর পর এটি অভিনেত্রী হরিপ্রিয়া এর সঙ্গে তার দ্বিতীয় সিনেমা ছিলো।
ক্যারিয়ারের ওঠানামা এবং সফল প্রকল্প (২০১৮-বর্তমান)
[সম্পাদনা]২০১৮ সালে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো পরিচালক প্রীতম গুব্বি এর জনি জনি ইয়েস পাপা যেটিতে তিনি নায়ক দুনিয়া বিজয় এর বিপরীতে অভিনয় করেন। তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো মহেশ কুমারের আয়োগ্য ছবি নায়ক সতীশ নিনাম এর বিপরীতে। এছাড়াও তিনি দ্য ভিলেন ছবিতে নায়ক শিব রাজকুমার এর বিপরীতে একটি গানে অভিনয় করেছিলেন।
২০১৯ সালে তার হাতে গোনা কয়েকটি ছবি মুক্ত পায়। তার মধ্যে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো সীতারামা কল্যাণ যেখানে তিনি অভিনেতা নিখিল কুমার এর বিপরীতে অভিনয় করেন, যা একটি ব্লকবাস্টার হিট সিনেমা হিসেবে আবির্ভূত হয়। তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমা জনপ্রিয় দক্ষিণ সিনেমার নায়ক পুনীত রাজকুমার-এর নাটসারভৌম । পরিচালক পবন ওয়াদেয়ার পরিচালিত, চক্রব্যূহ এর পরে পুনীতের সাথে তার দ্বিতীয় সিনেমা। তিনি অভিষেক গৌড়া অভিনীত অমর চলচ্চিত্রের একটি আইটেম গানে উপস্থিত হয়েছিলেন। তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আর. চন্দ্রু এর আই লাভ ইউ যেখানে তিনি অভিনেতা উপেন্দ্র এর সাথে জুটি বাধেন। পরিচালক রবি বর্মা এর রুস্তুম সিনেমাতে অভিনেতা শিবরাজকুমারের এর পাশাপাশি বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে জুটিবদ্ধ হয়েছিলেন। এছাড়াও তিনি শ্রীমুরালি এর বিপরীতে ভারত সিনেমার একটি গানে একটি বিশেষ চরিত্রে উপস্থিতি ছিলেন। এর পরে আয়ুষ্মান ভাবা চলচ্চিত্রে অভিনেতা শিব রাজকুমার এর বিপরীতে দ্বিতীয় বার অভিনয় করেন।
এক বছর বিরতি শেষে পরিচালক রমেশ অরবিন্দ এর ১০০ সিনেমাতে তার বোনের চরিত্রে অভিনয় করেন যেটি ২০২১ সালে মুক্তি পায়। মুভিটি বক্স অফিসে গড় আয় করে। একই বছরে তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো শঙ্করের লাভ ইউ রাচ্চু যেখানে তিনি অজয় রাও এর বিপরীতে জুটি বেঁধেছিলেন, অনেক বিতর্ক সহ সিনেমাটি দর্শকদের কাছ থেকে খারাপ প্রতিক্রিয়ার সাথে বক্স অফিসে ব্যর্থ হয়েছিল।[১২] ২০২২ সালে তিনি তেলুগু সিনেমা সুপার মাচি তে অভিনেতা কল্যাণ দেব এর বিপরীতে অভিনয় করেন।
সিনেমা
[সম্পাদনা]- সব ছায়াছবিই কন্নড় অন্যথায় তার জন্যে মন্তব্য কলাম দেখুন
এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায় |
বছর | ছায়াছবি | ভূমিকা | মন্তব্য | Ref. |
---|---|---|---|---|
২০১৩ | বুলবুল | কাবেরি | অভিষেক চলচ্চিত্র | |
২০১৪ | অম্বরীশা | করুনা | ||
দিল রঙ্গিলা | খুশি | |||
২০১৫ | রানা | রুকমিনি | ||
রাথাভরা | নবমী | |||
২০১৬ | চক্রব্যুহ | অঞ্জলি | ||
জজ্ঞু দাদা | রচিতা | অতিথি শিল্পী | ||
মুকন্দ মুরারি | রাধি | বিশেষ চরিত্র | [১৩] | |
২০১৭ | পুষ্পকা বিমান | পুত্তলক্ষ্মী | ||
ভার্জারি | গৌরি | |||
ঋষিভপ্রিয়া | রচিতা | স্বল্প দৈর্ঘ্যের ছবি; প্রযোজক | ||
২০১৮ | জনি জনি ইয়েস পাপা | প্রিয়া | ||
আয়োগ্যা | নন্দীনি | |||
দ্য ভিলেন | রচিতা | বিশেষ চরিত্র | [১৪] | |
২০১৯ | সীতারাম কল্যাণ | গীতা | ||
নাটসারভভম | স্বাক্ষী | |||
অমর | রচিতা | বিশেষ চরিত্র | ||
আই লাভ ইউ | ধর্মিকা | |||
রুস্তুম | রচনা | |||
ভারত | রচিতা | বিশেষ চরিত্র | ||
আয়ুষ্মান ভাব | লাক্সমী | |||
২০২১ | ১০০ | হিমা | [১৫] | |
লাভ ইউ রাচ্চু | রাচ্চু | |||
২০২২ | সুপার মাচি | মিনাক্ষী | তেলুগু সিনেমা | |
এক লাভ ইয়া | সোয়াতি | |||
জেমস | রচিতা | বিশেষ চরিত্র | ||
মুনসুন রাগা | আসমা বেগম | [১৬][১৭][১৮] | ||
২০২৩ | ক্রান্তি | ঊষা | [১৯] | |
ভিরাম | ধাত্রী | [২০][২১] | ||
ম্যাটিনি | ঘোষিত হবে | সম্পূর্ণ | [২২] | |
ব্যাড ম্যানার | ঘোষিত হবে | [২৩] | ||
সাবেরি সার্চিং ফর রাভানা | ঘোষিত হবে | [২৪] | ||
লাভ মি অর হেট মি | ঘোষিত হবে | [২৫] | ||
২০২৪ | সান জু ওয়েড গীতা ২ | সানজু | ছায়াছবি |
টেলিভিশন
[সম্পাদনা]বছর | শিরোনাম | ভূমিকা | চ্যানেল | মন্তব্য |
---|---|---|---|---|
২০১১ | বেঙ্কিয়াল্লি আরলিদা হুভু | জি কন্নড় | ||
২০১২ | আরসি | রেশমি | মূখ্য ভূমিকা | |
২০১৬ | কিক | বিচারক | উদয় টিভি | |
২০১৭–২০১৮ | কমেডি কথা | কালারস কন্নড় | ||
২০১৮–২০২১ | মাজভারতা | |||
২০২২ | ড্রামা জুনিয়র্স সিজন ৪ | জি কন্নড় | ||
২০২২–২০২৩ | সুপার কুইন | |||
২০২৩–বর্তমান | ভারজরী ব্যাচেলরস |
মিউজিক ভিডিও
[সম্পাদনা]বছর | সংগীত | শিল্পী | মন্তব্য |
---|---|---|---|
২০১৬ | কালিদাস কন্নড় মেষ্টরু | অর্জুন ইটাগি, সানভি শেঠি, গুণশ্রী, হিতাইশি, নেহা পল্লবী, রাহুল চিন্না | প্রচারমূলক গান (কালিদাস কন্নড় মেষ্টরু) |
২০২১ | লাকা লাকা লাম্বারগিনি | চন্দন শেঠি |
অ্যাওয়ার্ড ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | অ্যাওয়ার্ড | ক্যাটাগরি | সিনেমা | ফলাফল | রেফারেন্স |
---|---|---|---|---|---|
২০১৪ | ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ | ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড –শ্রেষ্ঠ অভিনেত্রী (কন্নড়) | বুলবুল | মনোনীত | [২৬] |
২০১৬ | রানা | মনোনীত | |||
ফিল্মফেয়ার সমালোচক অ্যাওয়ার্ডস দক্ষিণ – শ্রেষ্ঠ অভিনেত্রী (কন্নড়) | বিজয়ী | [২৭] | |||
৫ম সাউথ ইন্ডিয়ান ইন্টার ন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড | সাইমা অ্যাওয়ার্ড-শ্রেষ্ঠ অভিনেত্রী (কন্নড়) | বিজয়ী | [২৮] | ||
২০১৯ | আয়োগ্যা | বিজয়ী | [২৯] | ||
২০২১ | আয়ুষ্মান ভাব | বিজয়ী | [৩০] | ||
২০২২ | লাভ ইউ রাচ্চু | মনোনীত | [৩১] | ||
২০২৩ | মুনসুন রাগ | প্রক্রিয়াধীন | [৩২] |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rachita Ram finally selected for 'Bulbul'"। The Times of India। ১৬ জুলাই ২০১২। ১৬ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Exclusive - These are the highest-paid Kannada actresses"। Zee News Kannada। ২৩ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩।
- ↑ "Rachita Ram's sister to debut in Sandalwood"। The Times of India। ৬ নভেম্বর ২০১৩।
- ↑ "Way to go, Rachita"। The Indian Express। ১ মে ২০১৩। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
- ↑ "'Arasi' Bindya gets 'Bulbul'"। The Indian Express। ৯ জুলাই ২০১২। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
- ↑ "Bul Bul Movie Review"। The Times of India। ১০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
- ↑ "Lies never could get the girl or golden egg!"। Deccan Herald। ৭ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
- ↑ "Ambareesha Movie Review"। The Times of India। ২৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
- ↑ "Resurrecting Kempegowda to right a wrong"। Deccan Herald। ২১ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
- ↑ Khajane, Muralidhara (৫ জুন ২০১৫)। "A right royal Kichcha show"। The Hindu। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৫।
- ↑ Suresh, Sunayana (৭ ডিসেম্বর ২০১৫)। "Rathaavara Movie Review"। The Times of India। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৫।
- ↑ vaishnavi। "Guru Deshpande Apologizes: ನಟನಿಗೆ ಸಾರಿ ಕೇಳಿದ ನಿರ್ಮಾಪಕ, ಫಿಲ್ಮ್ ಮುಗಿದ್ಮೇಲೆ ನಿಮ್ಮನ್ನ ಕರೆಯೋಲ್ಲ!"। Asianet News Network Pvt Ltd (কন্নড় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "Rachita Ram and Bhavana dance to Murali lola hai Gopala"। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭।
- ↑ "The Villain Song – Bolo Bolo Raamappa"। The Times of India। ১৫ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২০।
- ↑ "Ramesh Aravind's latest movie '100' to hit the screens on November 19"। Deccan Herald (ইংরেজি ভাষায়)। ১৬ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- ↑ "Dhananjay and Rachita Ram join hands for film? - The New Indian Express"। The New Indian Express। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০।
- ↑ Manjula (৩১ জুলাই ২০২০)। "Rachita Ram's Next With Dhananjay Aka Dolly Under S Ravindranath Direction"। The Hans India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০।
- ↑ "Dhananjay, Rachita Ram's film titled 'Monsoon Raaga'"। The New Indian Express। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০।
- ↑ "Rachita Ram and Darshan set to reunite on screen for Kranti - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২১।
- ↑ "Rachita Ram now set to romance Prajwal Devaraj - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯।
- ↑ "Prajwal Devaraj's 'Veeram' gets Rachita Ram on board"। The New Indian Express। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯।
- ↑ "Sathish Ninasam and Rachita Ram team up once again - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২০।
- ↑ "Rachita Ram and Priyanka are female leads in Abishek Ambareesh's next film - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Rachita Ram next titled 'Shabari Searching For Ravana'"। The New Indian Express। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২১।
- ↑ "Darling Krishna and Rachita Ram to star opposite each other in Deepak Gangadhar's directorial debut? - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১।
- ↑ "61st Filmfare Awards (South) Nominations: 'Attarintiki Daredi' Leads; Complete List of Nominees"। IB Times। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪।
- ↑ "Winners of 63rd Britannia Filmfare Awards South 2016 (Telugu)"। The Times of India। ১৬ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "SIIMA Awards 2016 Kannada films complete winners list"। Asianet News। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ 9th SIIMA Awards 2019: Here’s the complete list of nominees for the awards Times of India Retrieved 20 September 2019
- ↑ "Manju Warrier, Suriya, others win at SIIMA Awards: Full list of winners"। The News Minute। ২১ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Allu Arjun's Pushpa: The Rise Leads SIIMA Nominations; Check Full List Here"। News18 (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-১৭। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৬।
- ↑ K., Janani। "SIIMA 2023 nomination out. 'PS 1', 'RRR', 'KGF 2' and 'Kantara' bag top spots"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে রচিতা রাম (ইংরেজি)