বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ রউফ মেহেদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ রউফ মেহেদী
محمد رئوف مهدی
জন্মমোহাম্মদ রউফ
(1958-06-14) ১৪ জুন ১৯৫৮ (বয়স ৬৬)
কাবুল, আফগানিস্তান
পেশালেখক
জাতীয়তা আফগানিস্তান

মোহাম্মদ রউফ মেহেদী ( ফার্সি: محمد رئوف مهدی জন্ম: জুন ১৪, ১৯৫৮ কাবুলে) এছাড়াও মেহেদিজাদেহ কাবুলি নামে পরিচিত, একজন আফগান ইতিহাসবিদ, লেখক এবং আর্য বিশ্বকোষের পরিচালক। [] তিনি ২০০২ সালে লায়া জারগা এবং সাংবিধানিক লোয়া জারগা ২০০৩-এর নির্বাচিত প্রতিনিধি ছিলেন (তিনি জারগির দশটি কমিটির তৃতীয় স্থানে বসেছিলেন)।

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

মোহাম্মদ রউফ মেহেদী ১৯৫৮ সালের ১৪ জুন কাবুলে জন্মগ্রহণ করেছিলেন এবং এআইটি (আফগান ইনস্টিটিউট টেকনোলজি) এ পড়াশোনা করেন এবং কাবুল বিশ্ববিদ্যালয়ের (ইঞ্জিনিয়ারিং অনুষদ) শীর্ষস্থানীয় স্নাতক করেছেন। ১৯৮১ সালে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএস ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি কাবুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন । ১৯৮৪ সালে তিনি সোভিয়েত রেড আর্মি হতে আফগানিস্তানের সামরিক দখলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং ফলে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হন।

গবেষণা কাজ

[সম্পাদনা]
  • আফগানিস্তানের ইতিহাসের পরিচিতি
  • প্রাগৈতিহাসিক আফগানিস্তান
  • আফগানিস্তান হ'ল জুরোস্ট্রিয়ানিজমের ক্রেডল
  • দ্য বিগ লাই (ইসলামের নগ্ন চেহারা)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Aryana encyclopedia (in Persian language)