বিষয়বস্তুতে চলুন

মুন্নু মেডিকেল কলেজ

স্থানাঙ্ক: ২৩°৫০′৫২″ উত্তর ৮৯°৫৭′১২″ পূর্ব / ২৩.৮৪৭৯° উত্তর ৮৯.৯৫৩৩° পূর্ব / 23.8479; 89.9533
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল
মুন্নু মেডিকেল কলেজ
মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল
ধরনবেসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত২০১১ (2011)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানআফরোজা খান রিতা
অধ্যক্ষডাঃ মোঃ আখতারুজ্জামান
পরিচালকডাঃ মোশাররফ হোসেন দেওয়ান
শিক্ষার্থী৫৮৬
অবস্থান
মুন্নু সিটি, গিলন্ড
, ,
২৩°৫০′৫২″ উত্তর ৮৯°৫৭′১২″ পূর্ব / ২৩.৮৪৭৯° উত্তর ৮৯.৯৫৩৩° পূর্ব / 23.8479; 89.9533
শিক্ষাঙ্গনগ্রামীণ
ভাষাইংরেজি
ওয়েবসাইটmonnomch.edu.bd
মানচিত্র

মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল (এমওএমসি) একটি অলাভজনক[তথ্যসূত্র প্রয়োজন] বেসরকারি মেডিকেল কলেজ। এটি ২০১১ সালে স্থাপিত হয়। প্রধান ক্যাম্পাসটি বাংলাদেশের ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার অন্তর্গত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গিলন্ড-এর মুন্নু সিটিতে অবস্থিত। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান।

এটি পাচ বছর মেয়াদী ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারী(এমবিবিএস) ডিগ্রি প্রদান করে থাকে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রিটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।

ইতিহাস

[সম্পাদনা]

মুন্নু গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নু ২০১১ সালে মুন্নু মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন।[]

ক্যাম্পাস

[সম্পাদনা]

কলেজটি গিলন্ড, ঘিওর উপজেলার মুন্নু সিটিতে, মানিকগঞ্জ হতে ৭ কিলোমিটার (৪.৩ মা) পশ্চিমে , ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ দিকে অবস্থিত। [] ক্যাম্পাসের প্রধান ভবনগুলি হচ্ছেঃ দশ তলা বিশিষ্ট একাডেমিক ভবন; ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেল, পুরুষ ইন্টার্ন এবং নারী ইন্টার্নদের জন্য পৃথক হোস্টেল, মেডিকেল অফিসার-লেকচারার ও অধ্যাপকদের জন্য পৃথক ডরমিটরি ; এবং পাঁচতলা ৫০০ শয্যাবিশিষ্ট মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল । [তথ্যসূত্র প্রয়োজন]

শীতের রাতের মুন্নু মেডিকেল কলেজ

সংস্থা ও প্রশাসন

[সম্পাদনা]

কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ। [][] কলেজের চেয়ারম্যান হলেন আফরোজা খান রিতা। অধ্যক্ষ হলেন অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান। [তথ্যসূত্র প্রয়োজন]

শিক্ষা

[সম্পাদনা]

কলেজটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক অনুমোদিত পাঁচ বছরের অধ্যয়নের কোর্স প্রদান করে, যা শেষে ঢাকা ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারী(এমবিবিএস) ডিগ্রি প্রদান করে। চূড়ান্ত পেশাদার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে, বাধ্যতামূলক এক বছরের ইন্টার্নশিপ রয়েছে । ইন্টার্নশিপ বিএমডিসি থেকে নিবন্ধন পাওয়ার পূর্বশর্ত। [][][]

কলেজ অবকাঠামো

[সম্পাদনা]

মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ ৪ টি সুসজ্জিত লেকচার গ্যালারী, প্রতিটি ডিওয়ার্টমেন্টে ল্যাবরেটরি , ৩ টি মিউজিয়াম ,১ টি ডিসসেকশন রুম, ১ টি গ্রন্থাগার এবং ১ টি কম্পিউটার ল্যাব রয়েছে শিক্ষার্থীদের জন্য।

মুন্নু মেডিকেল কলেজ একাডেমিক ভবনের সামনে মুন্নু-০৪ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ

হাসপাতালের অবকাঠামো

[সম্পাদনা]

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল একটি পাঁচতলা বিল্ডিং যার আয়তন ১,৪২,০০০ বর্গফুট। একদল উচ্চ দক্ষ ডাক্তারদের তত্ত্বাবধানে সমস্ত ধরনের রোগের চিকিৎসার জন্য সমস্ত আধুনিক সুযোগ সুবিধাসহ ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসাবে বহুতল ভবন রয়েছে। বহিরাগত এবং জরুরি চিকিৎসা মূল হাসপাতালে সংযুক্ত দুই তলা ভবনে কার্যক্রম চালু আছে। কলেজ ভবনটির পাশেই হাসপাতালটি অবস্থিত।

হোস্টেল সুবিধা

[সম্পাদনা]

শিক্ষার্থীদের জন্য রয়েছে দুটি চারতলা হোস্টেল। এইচআর খান বয়েজ হোস্টেল এবং হুরুন নাহার গার্লস হোস্টেল। ইন্টার্ন-পুরুষের জন্য ডাক্তারদের জন্য রয়েছে আবদুস শুকুর খান ছাত্রাবাস, ইন্টার্ন-মহিলা চিকিৎসকদের জন্য রাবেয়া খাতুন ছাত্রাবাস, লেকচারার-মেডিকেল অফিসার ও অধ্যাপকদের জন্য রয়েছে যথাক্রমে এইচআর খান ডক্টরস কোয়ার্টার, মুন্নু প্রফেসার্স কোয়ার্টার।

ভর্তি

[সম্পাদনা]

বাংলাদেশের সকল মেডিকেল কলেজগুলোতে (সরকারী ও বেসরকারি) এমবিবিএস কর্মসূচিতে বাংলাদেশিদের জন্য ভর্তিকরণ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজিএইচএস) কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। এটি একযোগে সারা দেশে লিখিত একাধিক পছন্দ প্রশ্ন পরীক্ষা পরিচালনা করে। প্রার্থীরা প্রাথমিকভাবে এই পরীক্ষার স্কোরের ভিত্তিতে ভর্তি হন, যদিও মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয় শংসাপত্র (এইচএসসি) স্তরের গ্রেডগুলিও এতে ভূমিকা রাখে। ডিসেম্বর ২০১৭ পর্যন্ত, কলেজটিতে বিদেশিদের জন্য ৫০% আসনের জন্য বার্ষিক ৮০ জন শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দেওয়া হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মুন্নু মে‌ডিকেল কলেজের নবীনবরণ উদ্‌যাপন"NTV Online। ২০১৮-০১-১১। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৯ 
  2. "Monno Medical College"World Directory of Medical Schools 
  3. "List of Constituent Colleges/Institutes under the University of Dhaka"University of Dhaka। ৩০ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৫ 
  4. "List of Recognized medical and dental colleges"Bangladesh Medical & Dental Council 
  5. "Full Registration- M.B.B.S, BDS"Bangladesh Medical & Dental Council 

বহিঃসংযোগ

[সম্পাদনা]