বিষয়বস্তুতে চলুন

মাম্বিল্লিকালাথিল গোবিন্দ কুমার মেনন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাম্বিল্লিকালাথিল গোবিন্দ কুমার মেনন

জন্ম
মাম্বিল্লিকালাথিল গোবিন্দ কুমার মেনন

(১৯২৮-০৮-২৮)২৮ আগস্ট ১৯২৮
মৃত্যু২২ নভেম্বর ২০১৬(2016-11-22) (বয়স ৮৮)
মাতৃশিক্ষায়তন
পরিচিতির কারণকেজিএফ পরীক্ষণ (কোলার স্বর্ণখনি-তে কণা পরীক্ষণ)
সন্তান
পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থ বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহ
ডক্টরাল উপদেষ্টাসেসিল ফ্র্যাংক পাওয়েল
মাম্বিল্লিকালাথিল গোবিন্দ কুমার মেনন
প্রধান, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
কাজের মেয়াদ
জানুয়ারি ১৯৭২ (1972-01) – সেপ্টেম্বর ১৯৭২ (1972-09)
পূর্বসূরীবিক্রম সারাভাই
উত্তরসূরীসতীশ ধাওয়ান

মাম্বিলিকালাথিল গোবিন্দ কুমার মেনন এফআরএস (২৮ আগস্ট ১৯২৮ - ২২ নভেম্বর ২০১৬) হলেন ভারতের একজন পদার্থবিদ এবং নীতি নির্ধারক ছিলেন। তিনি সাধারণ্যে এম জি কে মেনন নামেই অধিক পরিচিত ছিলেন। চার দশক ধরে ভারতের বিজ্ঞানপ্রযুক্তির উন্নয়নে তার বিশিষ্ট ভূমিকা ছিল। তার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, মুম্বাইকে সংগঠিত করা যা তার পরামর্শদাতা হোমি জে. ভাভা ১৯৪৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন।

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

মেনন ১৯২৮ সালের ২৮ আগস্ট তত্কালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির (বর্তমান: ভারতের কর্ণাটক) মাঙ্গলুরুতে জন্মগ্রহণ করেন। নোবেল বিজয়ী সেসিল ফ্র্যাংক পাওয়েলের তত্ত্বাবধানে প্রাথমিক কণা পদার্থবিদ্যায় পিএইচডি করার জন্য তিনি ১৯৫৩ সালে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The master conductor"frontline.in। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৬