মান্ডু
Mandu মান্ডু মান্ডভ | |
---|---|
শহর ও পৌরসভা এলাকা | |
স্থানাঙ্ক: ২২°২০′৭″ উত্তর ৭৫°২৪′৫৭″ পূর্ব / ২২.৩৩৫২৮° উত্তর ৭৫.৪১৫৮৩° পূর্ব | |
Country | ভারত |
State | মধ্য প্রদেশ |
ভাষাসমূহ | |
• অফিসিয়াল | হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি ৫:৩০) |
মান্ডু বা মান্ডবগড় ধর জেলার মান্ডব নগর পঞ্চায়েতে অবস্থিত এক প্রাচীন জনপদের ধ্বংসাবশেষ। এটি ভারতবর্ষের পশ্চিম মধ্যপ্রদেশ অন্তরভুক্ত মালয়া অঞ্চলের ধর শহর থেকে ৩৫ কিঃ দূরত্বে অবস্থিত। ১১ শতাব্দীতে মান্ডু তরঙ্গগড় বা তরঙ্গ রাজত্বের অংশ ছিল।[১] ইন্দোর থেকে ১০০ কিঃ দূরে অবস্থিত এই পাথুরে দুর্গ এর অসাধারণ স্থাপত্যের জন্য বিখ্যাত।
ইতিহাস
[সম্পাদনা]একটি শিলালিপি তালানপুর (ধরজেলায় অবস্থিত)থেকে আবিষ্কৃত হয়, যার থেকে জানা যায় যে, একজন বণিক যার নাম চন্দ্র সিমহা, তিনি একটি মূর্তি মান্ডভ দুর্গে অবস্থিত একটি পার্শ্বনাথ মন্দিরে Parshvanatha[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] স্থাপন করেছিলেন।[১] এটি বিশ্বাস করা হয় যে প্রাকৃত ভাষার "মান্ডভ দুর্গা" শব্দের অপভ্রংশ থেকে "মান্ডু" শব্দের উৎপত্তি[২]। শিলালিপিতে যে তারিখের উল্লেখ পাওয়া যায় তা হল 612 বিক্রম সংবৎ[৩](৫৫৫ সিই), যা ইঙ্গিত করে যে, মান্ডু 6ষ্ঠ শতকের একটি উদীয়মান শহর ছিল। দশম ও একদশ শতকে পরমারস্ রাজবংশের অধিনে মান্ডুর লক্ষণীয় উন্নতি সাধন হয়। মান্ডু শহরটি সমুদ্রপৃষ্ট থেকে ৬৩৩ মিটার (২০৭৯ ফুট)উপরে এবং বিন্ধ্য পর্বতমালার ১৩কিমি (৮.১ মাইল) বর্ধিতাংশের মালওয়া মালভূমির উত্তরে অবস্থিত এবং নর্মদা নদীর দক্ষিণ উপত্যকা পরমারস্ রাজবংশের রাজধানীর প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করত।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- রূপমতীর প্যাভিলিয়ন
- বাজ বাহাদুরের প্রাসাদ
- রেওয়া কুন্ড
- দরিয়া খানের সমাধি কমপ্লেক্স
- শ্রী মন্ডবগড় তীর্থ
- জামে মসজিদ
- হোসাং শাহের সমাধি
- জাহাজ মহল/জাহাজ প্রাসাদ
- হিন্দোলা মহল
- দরওয়াজা (গেটস)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "REPORT ON DEMONSTRATION OF RENEWABLE ENERGY SYSTEMS AT ROYAL FORTRESS, MANDU" (পিডিএফ)। Mnre.gov.in। ২০১৬-০৩-০৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।