বিষয়বস্তুতে চলুন

মানের শরিফ

স্থানাঙ্ক: ২৫°৩৯′ উত্তর ৮৪°৫৩′ পূর্ব / ২৫.৬৫° উত্তর ৮৪.৮৮° পূর্ব / 25.65; 84.88
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানের শরিফ
মানের
শহর
শাহ দৌলতের সমাধি, ছোট দরগাহ নামেও পরিচিত
শাহ দৌলতের সমাধি, ছোট দরগাহ নামেও পরিচিত
মানের শরিফ বিহার-এ অবস্থিত
মানের শরিফ
মানের শরিফ
অবস্থান : ভারতের বিহারে
স্থানাঙ্ক: ২৫°৩৯′ উত্তর ৮৪°৫৩′ পূর্ব / ২৫.৬৫° উত্তর ৮৪.৮৮° পূর্ব / 25.65; 84.88
দেশ ভারত
রাজ্যবিহার
জেলাপাটনা
উচ্চতা৫৪ মিটার (১৭৭ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৬,৯১২
ভাষা
 • অফিসিয়ালমাগধী, হিন্দি, উর্দু
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি ০৫:৩০)
ওয়েবসাইটpatna.nic.in

মানের বা মানের শরিফ হল ভারতের বিহার রাজ্যের পাটনা জেলার পাটনা মেট্রোপলিটন অঞ্চলের একটি উপগ্রহ শহর। মানের শরিফ বিহারের রাজধানী পাটনা থেকে ২৪ কিমি পশ্চিমে জাতীয় সড়ক ৩০ (ভারত) এ অবস্থিত। পাটনা থেকে 'এন.এইচ৩০' (NH30) হয়ে আরা-বক্সার যাওয়ার সময় এটি বিহতা-এর ৮ কিলোমিটার আগে আসে। এই শহরে ইসলাম প্রচারক বুজুর্গ সুফি সাধক মাখদুম ইয়াহিয়া মানেরি এবং মাখদুম শাহ দৌলত-এর সমাধি রয়েছে, যা বড় দরগাহ এবং ছোট দরগাহ নামে পরিচিত। মানের একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা এবং পর্যটন কেন্দ্র। শহরটির নাম পর্যটন কেন্দ্র হিসাবে এর মর্যাদা থেকে এসেছে বলে জানা যায়।

মানের শরিফ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৪ মিটার উপরে অবস্থিত। বিহার প্রদেশে (মানের শরিফ) ইসলামে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে । এটিই প্রথম স্থান যেখান থেকে বিহারে ইসলামের আলো ছড়িয়ে পড়ে এবং তারপরে এর আলো দূরবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে। যা বিভিন্ন সাধকদের আবাসস্থল হওয়ার সৌভাগ্য লাভ করেছে। এর কীর্তি শুনে দেশ-বিদেশের বহু বিখ্যাত সুফিয়ানেকিরাম, ওলামা-মাশায়েখ এখানে এসে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এইখানে সুফি ও মাশায়েখদের মাজার আজও ইসলাম প্রচারের ইতিহাস বর্ণনা করে । মানের পাটনা শহর থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে গঙ্গাসোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। নদী, পাহাড় এবং ঘন অরণ্যে ঘেরা এই সুন্দর ও স্বাস্থ্যবান জনপদটি পরবর্তীতে হযরত মখদুম জাহানের জ্ঞান ও ইসলাম প্রচারের জন্মস্থান, আবাসস্থল ও কেন্দ্রে পরিণত হওয়ার সৌভাগ্য লাভ করেছে। মখদুম আরিফ মমিন প্রথম মুসলমান যিনি বিহারের মাটিতে পা রাখেন এবং এখানে ইসলামের আলো প্রজ্বলন করেন। ৫৭৬ হিজরিতে মখদুম আরিফ মমিন পর্যটন ও বাণিজ্যের উদ্দেশ্যে বিহার সফর করেন এবং মানের শহরে বসতি স্থাপন করেন। []

নির্মাণ ইতিহাস

[সম্পাদনা]

মখদুম শাহ দৌলত ১৬০৮ সালে মানের শরিফে মারা যান এবং বিহারের গভর্নর ইব্রাহিম খান কাকার তার জন্য একটি সমাধি নির্মাণ করেন যা ১৬১৬ সালে সমাপ্ত হয়।[]

গম্বুজ বিশিষ্ট সমাধির দেয়ালগুলি জটিল নকশা দ্বারা সজ্জিত এবং এর সিলিং-এ পবিত্র আল-কুরআন থেকে আয়াত লেখা রয়েছে। মানের শরিফের একটি মসজিদও রয়েছে যা ১৬১৯ সালে ইব্রাহিম খান (বিহারের গভর্নর) দ্বারা নির্মিত হয়েছিল।[] মানের শরিফ ছিল শিক্ষার একটি আঞ্চলিক কেন্দ্র এবং যেখানে সংস্কৃত ব্যাকরণবিদ পাণিনি অধ্যয়ন করেছিলেন।

মানের-এর লাডডু (লাড্ডু)

[সম্পাদনা]

মনের তার মজাদার লাড্ডুর জন্য পরিচিত যা ঘি দিয়ে তৈরি। ইহা মতিচুর লাড্ডু নামেও পরিচিত এবং স্থানীয় বিক্রেতারা সোন নদীর চিনি-মিষ্টি জল ব্যবহার করে তৈরি বলে প্রচার করে । মনের লাড্ডু বলিউড মুভি খুদগার্জে প্রদর্শিত হয়েছে। মানের-এর মিষ্টি হল প্রাচীনতম এবং সবচেয়ে বিখ্যাত মিষ্টির দোকান যা খাঁটি মানের-এর লাডডু (লাড্ডু) তৈরি করে। আমির খান সিনেমার কাজের জন্য এই পথ দিয়ে ভ্রমণ করার সময় এই জায়গাটি পরিদর্শন করেছিলেন। মনেরের লাড্ডু এবং ইসলামের বুজুর্গ সুফি সাধকদের দরগাহ শরিফ এর পাশাপাশি মানেরের বৌদ্ধ মন্দির, জৈন মন্দির এবং অন্যান্য ধর্মের তাৎপর্যও রয়েছে ।

জনমিতি

[সম্পাদনা]

২০১১-এর হিসাব অনুযায়ী ভারতের জনশুমারি,[] মানের-এর জনসংখ্যা ছিল ২,৯৯,৫৮৫ জন, যার মধ্যে রয়েছে ৫৩% পুরুষ এবং ৪৭% মহিলা নাগরিক। মানেরের সাক্ষরতার হার ৫২%, যা জাতীয় গড় ৫৯.৫% থেকে কম: পুরুষদের সাক্ষরতার হার ৬১% , এবং মহিলা সাক্ষরতা হল ৪২% । মানের-এর জনসংখ্যার ১৯% হল ৬ বছরের কম বয়সী।

মানের-এর ভাষা (২০১১)[]

  মাগধী (৯৪.২৪%)
  হিন্দি (৫.৭৬%)

রাজনীতি

[সম্পাদনা]

মানের বিধানসভা কেন্দ্র পাটলিপুত্র (লোকসভা কেন্দ্র) এর অংশ। এবং আনন্দপুর, কাটেশর, সিকান্দারপুর, পারেভ, দৌলতপুর সিমরি, মুশেপুর, শ্রী রামপুর, বিহতা, দয়ালপুর দৌলতপুর, পুরুষোত্তমপুর পাইনাথি, বিশুনপুরা, রাঘোপুর, আমহারা, কাঞ্চনপুর খড়গপুর, সাদিসোপুর, পাইনাল, বেলা, নেওড়া, মখদুমপুর ও চাঁদপুর গ্রামপঞ্চায়েত বিহতা সিডি ব্লক-এর অন্তর্ভুক্ত ।[]

ভৌগোলিক অবস্থান

[সম্পাদনা]
ছোট দরগাহ - ১৭৮০ এর দশকের চিত্রকর্ম

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. منیر شریف، جہاں سے بہار میں اسلام کی کرنیں پھوٹیں[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]টেমপ্লেট:مردہ ربط
  2. "Archived copy"। ১০ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০০৮ 
  3. "Archived copy"। ৩০ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০০৮ 
  4. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১ 
  5. "Population By Mother Tongue"। ১৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯ 
  6. "Order No. 48, 2007" (পিডিএফ)। Delimitation Commission of India। সংগ্রহের তারিখ ২০১০-০৫-০৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]