বিষয়বস্তুতে চলুন

মাউই প্যাটারা

স্থানাঙ্ক: ১৬°৩৭′ উত্তর ১২৪°১৪′ পশ্চিম / ১৬.৬১° উত্তর ১২৪.২৩° পশ্চিম / 16.61; -124.23[]
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৯৯ সালের অক্টোবর মাসে আইয়োর নিকটবর্তী হওয়ার সময় গ্যালিলিও মহাকাশযান থেকে গৃহীত মাউই প্যাটারার সর্বোচ্চ রেজোলিউশন চিত্র।

মাউই প্যাটারা (ইঙরেজি: Maui Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটির ব্যাস প্রায় ৩৮ কিলোমিটার এবঙ স্থানাঙ্ক ১৬°৩৭′ উত্তর ১২৪°১৪′ পশ্চিম / ১৬.৬১° উত্তর ১২৪.২৩° পশ্চিম / 16.61; -124.23[]। এটির নামকরণ করা হয়েছে মাউই নামে এক হাওয়াইয়ান উপদেবতার নামানুসারে, যিনি মাফুইকের থেকে আগুন চেয়ে এনেছিলেন। ১৯৭৯ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নামটি অনুমোদন করে।[] মাউই প্যাটারা মাউই উদ্গীরণ কেন্দ্রের দক্ষিণপশ্চিমে, ইউজাইন মনসের দক্ষিণে এবঙ আমিরানি আগ্নেয়গিরির দক্ষণপশ্চিমে অবস্থিত। এই প্যাটারার ঠিক পূর্বদিকে রয়েছে মোনান প্যাটারা, মোনান মনসআহ পেকু প্যাটারা[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. টেমপ্লেট:Gpn
  2. NASA World Wind 1.4. NASA Ames Research Center, 2007.