বিষয়বস্তুতে চলুন

মাইক্রোসফট ইন্ডিক ল্যাঙ্গুয়েজ ইনপুট টুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্ডিক ল্যাঙ্গুয়েজ ইনপুট টুল
উন্নয়নকারীমাইক্রোসফট কর্পোরেশন
অপারেটিং সিস্টেমমাইক্রোসফট উইন্ডোজ
উপলব্ধভারতের ভাষা ( বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি (গুরুমুখী লিপি), তামিল, তেলুগু)
ওয়েবসাইটwww.microsoft.com/en-in/bhashaindia/downloads.aspx

মাইক্রোসফট ইন্ডিক ল্যাঙ্গুয়েজ ইনপুট সরঞ্জাম ভারতীয় লিপিতে লেখা হয় এমন ভাষাগুলোর জন্য তৈরি একটি টাইপিং সরঞ্জাম বা ইনপুট পদ্ধতি সম্পাদক। এটি মূলত একটি ভার্চুয়াল কীবোর্ড যা কপি-পেস্ট করার ঝামেলা ছাড়াই কোনও অ্যাপ্লিকেশনে সরাসরি ইন্ডিক পাঠ্য টাইপ করার সুযোগ দেয়। এটি অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই উপলব্ধ। এটি ২০০৯ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল।

এটি অভিধান-ভিত্তিক উচ্চারণানুসারে লিপ্যান্তর (ফোনেটিক ট্রান্সলিটারেশন) পদ্ধতির উপর কাজ করে। অর্থাৎ, কেউ ল্যাটিন অক্ষরে ভারতীয় কোনও ভাষায় কোনও কিছু টাইপ করলে সরঞ্জামটি সেই ভাষার অভিধানের সাথে মিলিয়ে সেই ভাষার লিপিতে লিপ্যান্তর করে থাকে। এছাড়াও শব্দ লেখার সময় এটি সামাঞ্জস্যপূর্ণ শব্দের পরামর্শ দিয়ে থাকে।

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]