মহেশখালী
মহেশখালী | |
---|---|
শহর | |
বাংলাদেশে মহেশখালী শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৩৫′০০″ উত্তর ৯১°৫৫′৪৬″ পূর্ব / ২১.৫৮৩৪১° উত্তর ৯১.৯২৯৪৬৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | মহেশখালী উপজেলা |
পৌর শহর | ২০০১ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | মহেশখালী পৌরসভা |
• পৌরমেয়র | মকছুদ মিয়া |
আয়তন | |
• মোট | ৭.৭০ বর্গকিমি (২.৯৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৭,৩২১ |
• জনঘনত্ব | ৩,৫০০/বর্গকিমি (৯,২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি ৬) |
মহেশখালী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কক্সবাজার জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি মহেশখালী উপজেলার সদর। শহরটি মহেশখালী উপজেলার বৃহত্তম শহরাঞ্চল।
জনসংখ্যা
[সম্পাদনা]বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী মহেশখালী শহরের মোট জনসংখ্যা ২৭,৩২১ জন যার মধ্যে ১৪,০৬৯ জন পুরুষ এবং ১৩,২৫২ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০৬। শহরে মোট হোল্ডিং সংখ্যা রয়েছে ৫,০৬১টি।[১]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২১°৩৫′০০″ উত্তর ৯১°৫৫′৪৬″ পূর্ব / ২১.৫৮৩৪১° উত্তর ৯১.৯২৯৪৬৮° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৩৩.১৫ মিটার।[২]
প্রশাসন
[সম্পাদনা]২০০১ সালে মহেশখালী শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে মহেশখালী পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ২৮টি মহল্লায় বিভক্ত। ৭.৭০ বর্গ কি.মি. আয়তনের মহেশখালী শহর এলাকাটি মহেশখালী পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৩]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]মহেশখালী শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৪৩.৭ ভাগ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৫: Urban Area Rport, 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ১৯২। ২০১৯-০৪-১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১।
- ↑ "latitude, longitude and elevation of MaheshKhali, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১।
- ↑ "এক নজরে মহেশখালী পৌরসভা"। ৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১।