মরিগাঁও
মরিগাঁও | |
---|---|
শহর | |
ভারতের আসামে মরিগাঁওয়ের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°১৫′১২″ উত্তর ৯২°২০′৩৩″ পূর্ব / ২৬.২৫৩৩১৭° উত্তর ৯২.৩৪২৪০৫° পূর্ব | |
রাষ্ট্র | India |
রাজ্য | আসাম |
জেলা | মরিগাঁও জেলা |
সরকার | |
• ধরন | পুরসভা |
• শাসক | মরিগাঁও পুরসভা নিগম, টিওয়া স্বায়ত্বশাসিত অঞ্চল, টিওয়াশং |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৯,১৬৪ |
ভাষা | |
• দাপ্তরিচ | অসমীয়া |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি ০৫:৩০) |
পিন | ৭৮২১০৫ |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-এএস |
যানবাহন নিবন্ধন | AS (এ এস) |
ওয়েবসাইট | morigaon |
মরিগাঁও (অসমীয়া: মৰিগাঁও) উত্তর পূর্ব ভারতে অবস্থিত আসাম রাজ্যের মরিগাঁও জেলার জেলাসদর এবং শহরাঞ্চল গঠন কমিটির অন্তর্গত একটি শহর। ১৯৯৫ খ্রিস্টাব্দের ১৪ই এপ্রিল (৩০শে চৈত্র ১৪০১ বঙ্গাব্দ) নাগাদ আসাম সরকার টিওয়া স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তথা টিওয়াশংকে সরকারী মান্যতা দেয়। মরিগাঁও, কামরূপ ও নগাঁও জেলার ২৮টি ব্লকের ১৪৪টি গ্রাম ছিলো এই অঞ্চলের অধীন। টিওয়াশংয়ে দপ্তর পরবর্তীকালে মরিগাঁওতে স্থাপিত হয়। মরিগাঁও শহরের ডাক সূচক সংখ্যাটি হলো ৭৮২১০৫।[১]
ইতিহাস
[সম্পাদনা]লাচিত বড়ফুকনের সময়কালে দরং থেকে দুজন রাজকুমার রাম সিংহ এবং ভীম সিংহ উপযুক্ত সমতল ভূমির খোঁজে ব্রহ্মপুত্র নদ পাড় করে এই স্থানের কিছু উত্তরে ব্রহ্মপুত্র নদের তীরে আসেন। ভীম সিংহ ঐ স্থানে বসতি স্থাপন করলেও রাম সিংহ দরংয়ের উদ্দেশ্যে আবার রওনা দেন। স্থানীয় লোকেরা ভীম সিংহকে বিশেষ পছন্দ করতেন না ফলে তিনি মরি বিলের নিকট আবার বসতি স্থাপন করেন। এই স্থানটিই কালক্রমে মরিগাঁও নামে পরিচিতি পায়।[২]
১৯৮৯ খ্রিস্টাব্দের ২৯শে সেপ্টেম্বর (১২ই আশ্বিন ১৩৯৬ বঙ্গাব্দ) পূর্বতন নগাঁও জেলা ভেঙে নতুন মরিগাঁও জেলা স্থাপন করা হয়,[৩] যার প্রশাসনিক সদরটি রয়েছে মরিগাঁও শহরে।
জনতত্ত্ব
[সম্পাদনা]২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে[৪] আসামের মরিগাঁও শহরের জনসংখ্যা ২৯১৬৪ জন, যার মধ্যে পুরুষ ১৪৭৯৩ জন ও নারী ১৪৩৭১ জন, অর্থাৎ প্রতি ১০০০ পুরুষে নারী সংখ্যা ৯৭১। ছয় বৎসর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৩২৪৭, যা সমগ্র শহরের জনসংখ্যার ১১.১৩ শতাংশ। শিশুদের মধ্যে লিঙ্গানুপাত প্রতি ১০০০ পুরুষে ৮৭৯ জন। ছয় বৎসরোর্ধ্ব লোকের মধ্যে ২৩১৭৫ জন অর্থাৎ ৮৯.৪২ শতাংশ স্বাক্ষর। শহরটিতে পুরুষ সাক্ষরতার হার ৯২.৯৫ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮৫.৮২ শতাংশ। সমগ্র মরিগাঁও জেলাতেই কৈবর্ত সম্প্রদায় ও টিওয়া জনজাতির লোকেরা একত্রে সংখ্যাগরিষ্ঠতা প্রদর্শন করে।[৫]
নির্বাচনকেন্দ্র
[সম্পাদনা]মরিগাঁও শহরটি নগাঁও লোকসভা কেন্দ্র ও মরিগাঁও বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত।
পরিবহন
[সম্পাদনা]ভারতের জাতীয় সড়কগুলির মধ্যে ৩৭ নং জাতীয় সড়কটি মরিগাঁওয়ের নিকটবর্তী। শহরটির পশ্চিমদিকে বয়ে গেছে পুকুরিয়া নদী, এই নদীর ওপর দিয়ে দণ্ডুয়া-ধরমতুল সড়কটি মরিগাঁও অবধি বিস্তৃৃৃত। ভারতীয় রেলের উত্তর-পূর্ব সীমান্ত রেল রেলবিভাগের অন্তর্গত গুয়াহাটি-লামডিং খণ্ডের ওপর অবস্থিত ধরমতুল রেলওয়ে স্টেশনটি মরিগাঁওয়ের নিকটবর্তী। এছাড়া ঐ একই রেলখণ্ডের জাগীরোড রেলওয়ে স্টেশনটি মরিগাঁওয়ের সাথে মরিগাঁও রোডের মাধ্যমে যুক্ত।
শিক্ষা
[সম্পাদনা]মরিগাঁও শহরে অবস্থিত কিছু বিখ্যাত মহাবিদ্যালয় হলো -
- মরিগাঁও মহাবিদ্যালয়
- ঘনকান্ত বড়ুয়া মহাবিদ্যালয়, মরিগাঁও
- কলেজ অব এডুকেশন, মরিগাঁও
- শিক্ষা ও প্রশিক্ষণকেন্দ্র জেলা প্রতিষ্ঠান, মরিগাঁও
- ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং ইন্সটিটিউট, মরিগাঁও
- ভুরাগাঁও মহাবিদ্যালয়, ভুরাগাঁও, মরিগাঁও
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "HISTORY OF MORIGAON"। ৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ Law, Gwillim (২০১১-০৯-২৫)। "Districts of India"। Statoids। সংগ্রহের তারিখ ২০১১-১০-১১।
- ↑ "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।
- ↑ https://www.census2011.co.in/data/town/801561-marigaon-assam.html