বিষয়বস্তুতে চলুন

ভিসেন্তে আলেইক্সান্দ্রে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভিসেন্টে পিও মার্সেলিনো সিরিলো আলেইক্সান্দ্রে ই মের্লো (স্পেনীয় উচ্চারণ: [biˈθente alejɣˈsandɾe]; ২৬ এপ্রিল ১৮৯৮ - ১৪ ডিসেম্বর ১৯৮৪) একজন স্পেনীয় কবি যিনি সেভিলে জন্মগ্রহণ করেছিলেন। আলেইক্সান্দ্রে ১৯৭৭ সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন[] "এক সৃজনশীল কাব্যিক লেখনীর জন্য যা মানুষের অবস্থাকে মহাজাগতিক প্রেক্ষাপটে এবং বর্তমান সমাজে আলোকিত করে, একই সাথে যুদ্ধের মধ্যে স্পেনীয় কবিতার ঐতিহ্যের মহাপুনর্নবীকরণের প্রতিনিধিত্ব করে।" তিনি '২৭-এর প্রজন্মের অংশ ছিলেন।

আলেইক্সান্দ্রের প্রথম দিকের কবিতা, যা তিনি বেশিরভাগ মুক্ত ছন্দে লিখেছেন, অত্যন্ত পরাবাস্তব । এটি পৃথিবী এবং সমুদ্রকে প্রতিনিধিত্ব করে এমন প্রতীক ব্যবহার করে প্রকৃতির সৌন্দর্যেরও প্রশংসা করে। তার প্রথম দিকের অনেক কবিতাই দুঃখে ভরা। সেসব তার অনুভূতি প্রতিফলিত করে যে মানুষ প্রকৃতিতে দেখা আবেগ এবং মুক্ত চেতনা হারিয়েছে। সেরনুদা এবং লোরকার পাশাপাশি তিনি ছিলেন স্প্যানিশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।[] তার কবিতার বিষণ্ণতা ছিল ব্যর্থ বা ক্ষণস্থায়ী প্রেমের বিষাদ।[]

তিনি ১৯৮৪ সালের ১৪ ডিসেম্বর মাদ্রিদে ৮৬ বছর বয়সে মারা []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Biografía español. Vicente Aleixandre, poeta español. Biblioteca español. Instituto Cervantes."www.cervantes.es। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২১ 
  2. Vilaseca, David (২০০৩)। Hindsight and the Real: Subjectivity in Gay Hispanic Autobiography। Peter Lang। পৃষ্ঠা 30। আইএসবিএন 9783039100095 
  3. William Foster, David (১৯৯৯)। Spanish Writers on Gay and Lesbian Themes: A Bio-critical Sourcebook। Greenwood Press। পৃষ্ঠা 26–7। আইএসবিএন 0313303320 
  4. Sorela, Pedro (১৯৮৪-১২-১৪)। "Vicente Aleixandre será enterrado hoy en el cemneterio de la Almudena"El País (স্পেনীয় ভাষায়)। আইএসএসএন 1134-6582। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২১