বিষয়বস্তুতে চলুন

ভাত দে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাত দে
ডিভিডি কভার
পরিচালকআমজাদ হোসেন []
প্রযোজকআবু জাফর খান
রচয়িতাআমজাদ হোসেন
শ্রেষ্ঠাংশে
সুরকারআলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকরফিকুল বারী চৌধুরী
সম্পাদকমুজিবুর রহমান দুলু
মুক্তি
  • ২৮ ডিসেম্বর ১৯৮৪ (1984-12-28)
স্থিতিকাল১৪২ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

ভাত দে হল ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্যধর্মী চলচ্চিত্র। ছবিটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আমজাদ হোসেন। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, রাজীব, আনোয়ার হোসেন, শিশুশিল্পী হিসেবে আঁখি আলমগীর[]

ছবিটি ৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ নয়টি বিভাগে পুরস্কার লাভ করে। আমজাদ হোসেন শ্রেষ্ঠ পরিচালক, চিত্রনাট্যকারসংলাপ রচয়িতা বিভাগে তিনটি পুরস্কার লাভ করেন।

কাহিনী সংক্ষেপ

[সম্পাদনা]

জরি একজন গরিব বাউল শিল্পীর মেয়ে। যে কিনা ছোটবেলায় অভাবের কারণে মাকে হারায়, অন্ধ বাউল বাবাকে নিয়ে ছোট বেলা থেকেই যার সংগ্রামী ও অতি অভাব অনটনের সংসার। জরি যখন বড় হয় একদিন তার বাবাও দুমুঠো ভাত যোগাড় করতে গিয়ে মারা যায়। এরপর থেকে সহায় সম্বলহীন এক অসহায় দরিদ্র 'জরি'র অতি করুন কাহিনীর একটি সফল চিত্ররুপ 'ভাত দে' ছবিটি।

নির্মাণ ইতিহাস

[সম্পাদনা]

ছবিটির পরিচালক আমজাদ হোসেন ঢাকা ক্লাবের একটি নির্জন রুমে এক মাস টানা কাজ করে স্ক্রিপ্ট রেডি করেছিলেন। ঢাকার অনেক সাংবাদিকদের সামনে মানিকগঞ্জের নদীর পাড়ে প্রথম দিন শুটিং হয়েছিল। আমজাদ হোসেন স্পটটি এমনভাবে তৈরি করেছিলেন যে একটি ভাঙাচোরা বাড়ি, পাশে বাঁশঝাড়। বাড়িটির চালে বাঁশের আগা বাতাস হলেই বাড়ি খায়। সেখানে অভাগিনী বেশে শাবানা বাস করবেন। কিন্তু শাবানা যখন শট দিচ্ছিলেন তখন তার পড়নে ইস্ত্রি করা শাড়ি ছিল যা একেবারে ভিখারি গোছের চরিত্রের সঙ্গে মানাচ্ছিলনা। তারপর মানিকগঞ্জের এক গরিব মহিলার একটি শাড়ি জোগাড় করে শুটিংটি করতে হয়েছিল।[]

শ্রেষ্ঠাংশে

[সম্পাদনা]

সম্মাননা

[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

[সম্পাদনা]

১৯৮৪ সালে ‘ভাত দে’ সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারসহ মোট নয়টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে।[]

  • বিজয়ী শ্রেষ্ঠ প্রযোজকঃ আবু জাফর খান
  • বিজয়ী শ্রেষ্ঠ পরিচালকঃ আমজাদ হোসেন
  • বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রীঃ শাবানা
  • বিজয়ী শ্রেষ্ঠ শিশুশিল্পীঃ আঁখি আলমগীর
  • বিজয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্যকারঃ আমজাদ হোসেন
  • বিজয়ী শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাঃ আমজাদ হোসেন
  • বিজয়ী শ্রেষ্ঠ শব্দ গ্রাহকঃ এমএ বাসেত
  • বিজয়ী শ্রেষ্ঠ চিত্র সম্পাদকঃ মুজিবুর রহমান দুলু
  • বিজয়ী শ্রেষ্ঠ শিল্প নির্দেশঃ অঞ্জন ভৌমিক

আন্তর্জাতিক সম্মননা

[সম্পাদনা]

বাংলা ছবির মধ্যে ‘ভাত দে’ ছবিটি প্রথম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশ নিয়েছিল।[]

সংগীত

[সম্পাদনা]

ভাত দে ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গীত রচনা করেছেন আমজাদ হোসেন

সকল গানের গীতিকার আমজাদ হোসেন; সকল গানের সুরকার আলাউদ্দিন আলী

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."কত কানলাম কত ডাকলাম আইলা না"তপন চৌধুরী 
২."গাছের একটা পাতা ঝরলে"সৈয়দ আব্দুল হাদী 
৩."চিনেছি তোমারে, আকারে প্রকারে"সাবিনা ইয়াসমিন 
৪."তিলে তিলে মইরা যাইমু"সাবিনা ইয়াসমিন 

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বিডিনিউজ২৪"। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৩ 
  2. বিবিসি বাংলা
  3. কালের কণ্ঠ
  4. "দৈনিক আমদের সময়"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]