ব্স্তান-'দ্জিন-নোর-বু-দ্পাল-ব্জাং-পো
ব্স্তান-'দ্জিন-নোর-বু-দ্পাল-ব্জাং-পো (ওয়াইলি: bstan 'dzin nor bu dpal bzang po) (১৮৭৩-১৯২৭) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের সপ্তম ঝাব্স-দ্রুং-দ্কার-পো (ওয়াইলি: zhabs drung dkar po) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
জন্ম
[সম্পাদনা]ব্স্তান-'দ্জিন-নোর-বু-দ্পাল-ব্জাং-পো ১৮৭৩ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের র্বা-লো-থাং (ওয়াইলি: rwa lo thang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ওদ-গ্সাল-স্ক্যাব্স (ওয়াইলি: od gsal skyabs) এবং মাতার নাম ছিল ল্হা-মো-ব্যাম্স (ওয়াইলি: lha mo byams)। জন্মের পর তার নাম রাখা হয় র্দো-র্জে-ত্শে-রিং-রাব-ব্র্তান (ওয়াইলি: rdo rje tse ring rab brtan)। পিয়াত মাতার পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ।[১]
শিক্ষা
[সম্পাদনা]দ্গে-'দুন-ছোস-স্ক্যোং-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dge 'dun chos skyong rgya mtsho) নামক চতুর্থ থার-শুল (ওয়াইলি: thar shul) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-গ্রুব-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: ngag dbang mchog grub bstan pa'i rgyal mtshan) নামক ষষ্ঠ ঝাব্স-দ্রুং-দ্কার-পো উপাধিধারী বৌদ্ধ ভিক্ষুর পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। এরপর তাকে প্রথমে ছু-ব্জাং (ওয়াইলি: chu bzang) বিহার ও পরে লা-মো-ব্দে-ছেন (ওয়াইলি: la mo bde chen) বিহারে নিয়ে যায়। সেখানে দ্গে-'দুন-ছোস-স্ক্যোং-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dge 'dun chos skyong rgya mtsho), র্কাং-ত্সা-দ্পোন-স্লোব (ওয়াইলি: rkang tsa dpon slob), শেস-রাব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: hes rab rgya mtsho), ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: ngag dbang tshul khrims), সাংস-র্গ্যাস-ছোস-গ্রাগ্স (ওয়াইলি: angs rgyas chos grags), ব্লো-ব্জাং-রাব-গ্সাল (ওয়াইলি: lo bzang rab gsal) প্রভৃতি বৌদ্ধ ভিক্ষুরা তাকে শিক্ষাদান করেন। দ্গে-'দুন-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dge 'dun bstan 'dzin rgya mtsho) নামক চতুর্থ আ-ম্দো-ঝ্বা-দ্মার (ওয়াইলি: a mdo zhwa dmar) উপাধিধারী বৌদ্ধ লামা পনেরো বছর বয়সে তার অন্যতম বিখ্যাত শিক্ষক ছিলন। কুড়ি বছর বয়সে তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করার চিন্তা করেন কিন্তু ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: blo bzang bstan pa'i dbang phyug) নামক তৃতীয় শিং-ব্জা' (ওয়াইলি: shing bza') তাকে নিরস্ত করে তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৯০৭ খ্রিষ্টাব্দে তিনি চিং সম্রাট গুয়াংজুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেড় মাস পরে তিনি তিব্বত ফিরে আসেন। এই সময় ত্রয়োদশ দলাই লামা ও স্কাল-ব্জাং-থুব-ব্স্তান-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: skal bzang thub bstan dbang phyug) নামক চতুর্থ 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে শিক্ষাদান করেন।[১]
শেষ জীবন
[সম্পাদনা]১৯১২ খ্রিষ্টাব্দে দ্গে-'দুন-ছোস-স্ক্যোং-র্গ্যা-ম্ত্শো মঙ্গোলিয়া ও চীন যাত্রা করেন। এই সময় তিনি নবগঠিত চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ইয়ুয়ান শিকাইয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। ইয়ুয়ান শিকাই তাকে সমগ্র আমদো অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব ভার অর্পণ করেন। চীনা অর্থানুকুল্যে তিনি ম্খাস-পা-মি-গ্সুম (ওয়াইলি: mkhas pa mi gsum) নামক মন্দিরের নির্মাণ সম্পূর্ণ করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ Tsehua, : (জুন ২০১২)। "The Seventh Zhabdrung Karpo, Gendun Tendzin Norbu"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০২।
পূর্বসূরী ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-গ্রুব-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান |
ব্স্তান-'দ্জিন-নোর-বু-দ্পাল-ব্জাং-পো সপ্তম ঝাব্স-দ্রুং-দ্কার-পো |
উত্তরসূরী ব্লো-ব্জাং-লুং-রিগ্স-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো |