ব্রায়ান মার্ফি
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | সলিসবারি, জিম্বাবুয়ে | ১ ডিসেম্বর ১৯৭৬|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ ব্রেক গুগলি | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার, অধিনায়ক | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২ অক্টোবর ২০১৫ |
ব্রায়ান অ্যান্ড্রু মার্ফি (ইংরেজি: Brian Murphy; জন্ম: ১ ডিসেম্বর, ১৯৭৬) সলিসবারিতে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। এছাড়াও দলকে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন।[১] ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক গুগলিতে পারদর্শী ছিলেন ব্রায়ান মার্ফি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড এবং ওয়েস্টার্ন প্রভিন্সের পক্ষে খেলেছেন।
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]সমগ্র খেলোয়াড়ী জীবনে ১১ টেস্ট ও ৩১টি একদিনের আন্তর্জাতিকে জিম্বাবুয়ে দলের প্রতিনিধিত্ব করেন। ২০০১ সালে সাবেক অধিনায়ক হিথ স্ট্রিকের পরিবর্তে তাকে দলের অধিনায়কত্ব প্রদান করা হয়। কিন্তু চারটি ওডিআই ও একটিমাত্র টেস্টে অধিনায়কের দায়িত্ব পালনের পর হাতে গুরুতর আঘাত পেলে তাকে দলের বাইরে অবস্থান করতে হয়েছে। ফলশ্রুতিতে দলের হাল ধরেন স্টুয়ার্ট কার্লাইল। আরোগ্য লাভের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন ও ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেন।
অবসর
[সম্পাদনা]আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে চুক্তিবদ্ধ হন ও জিম্বাবুয়ে ত্যাগ করেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকায় কেপটাউন বিশ্ববিদ্যালয় দলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইস্ট অ্যাংলিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগে সোয়ার্ডেস্টন ক্রিকেট ক্লাবে প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Cricinfo – Brown eyes Zimbabwe Test return"। Cricinfo। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০০৮।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে ব্রায়ান মার্ফি (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ব্রায়ান মার্ফি (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- http://swardeston.play-cricket.com/profile/statistics.asp?id=85765[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- http://www.brmtaylor.com/news-142.html
পূর্বসূরী হিথ স্ট্রিক |
জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট অধিনায়ক ২০০১/০২ |
উত্তরসূরী স্টুয়ার্ট কার্লাইল |
- ১৯৭৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- ওয়েস্টার্ন প্রভিন্সের ক্রিকেটার
- জিম্বাবুয়ীয় ক্রিকেটার
- জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটার
- জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেট অধিনায়ক
- জিম্বাবুয়ের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার
- জিম্বাবুয়ের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক
- জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ ওডিআই অধিনায়ক
- জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ টেস্ট অধিনায়ক
- ম্যাশোনাল্যান্ডের ক্রিকেটার
- হারারে থেকে আগত ক্রিকেটার
- দক্ষিণ আফ্রিকায় জিম্বাবুয়ীয় প্রবাসী
- শ্বেতাঙ্গ জিম্বাবুইয়ান ক্রীড়াব্যক্তিত্ব