বিষয়বস্তুতে চলুন

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
প্রচলিত নামব্যারাকপুর সিটি পুলিশ
সংক্ষেপবিপিসি
নীতিবাক্যকারেজ কেয়ার কমিটমেন্ট
সংস্থা পরিদর্শন
প্রতিষ্ঠাকাল২০ জানুয়ারি, ২০১২
কর্মচারীপুলিশ কমিশনার
ডেপুটি পুলিশ কমিশনার
অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার
সহকারী পুলিশ কমিশনার
পুলিশ ইন্সপেক্টর
সাব ইন্সপেক্টর সহকারী সাব ইন্সপেক্টর
অঞ্চল কাঠামো
পরিচালনার অঞ্চলব্যারাকপুর মহকুমা (মোটামুটি),  India
আয়তন২৯৭ বর্গ কিলোমিটার
জনসংখ্যা৪৪ লক্ষ
পরিচালনা পর্ষদপশ্চিমবঙ্গ সরকার
সাধারণ প্রকৃতি
পরিচালনামূলক কাঠামো
প্রধান কার্যালয়ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ, ভারত
মাতৃ-সংস্থাপশ্চিমবঙ্গ পুলিশ
সুবিধা-সুযোগ
কর্মকেন্দ্র১২

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বা ব্যারাকপুর সিটি পুলিশ হল পশ্চিমবঙ্গের ব্যারাকপুর মহকুমা এলাকার আইন শৃঙ্খলার রক্ষার্থে গঠিত একটি বিশেষ পুলিশ বাহিনী। ২০১২ সালের ২০ জানুয়ারি এই কমিশনারেট গঠিত হয়।[] এটি পশ্চিমবঙ্গ পুলিশের অঙ্গ এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ বিভাগকে ভেঙে এই কমিশনারেট তৈরি হয়েছে। এই কমিশনারেটের অধীনে ১২টি থানা রয়েছে। সঞ্জয় মুখোপাধ্যায় এই কমিশনারেটের প্রথম পুলিশ কমিশনার নিযুক্ত হন।[]

ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ধারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রধান কার্যালয়

ব্যারাকপুর পুলিশ কমিশনারের প্রধান কার্যালয় ব্যারাকপুর শহরে অবস্থিত। এর দুটি বিভাগ–ব্যারাকপুর ও বেলঘড়িয়া[] কমিশনারেটের মোট আয়তন ২৯৭ বর্গ কিলোমিটার। এর অধীনে আছে ১২টি থানা।[] পুলিশের ইন্সপেক্টর-জেনেরেলের সমতুল্য মর্যাদাসম্পন্ন একজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার এই কমিশনারেটের প্রধান হন। কমিশনারের সাহায্যার্থে দুজন সহকারী বা যুগ্ম কমিশনার থাকেন। দুই বিভাগের জন্য দুজন ডেপুটি পুলিশ কমিশনার থাকেন।[] গোয়েন্দা ও ট্র্যাফিক বিভাগ সহ অন্যান্য দফতরের দায়িত্বে থাকেন ডেপুটি সুপারইন্টেন্ডেন্টের সমতুল্য মর্যাদার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারেরা।[] থানার দায়িত্বে থাকেন ইনস্পেক্টর।

আরও দেখুন

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. "Bidhannagar Police Commissionerate & Barrackpore Police Commissionerate"। West Bengal Police, Government of West Bengal। ৩১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১২ 
  2. "Present post held by IPS officers as on 01.02.2012" (পিডিএফ)। West Bengal Police। ১৬ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১২ 
  3. "Force for northern fringes"The Telegraph। ১৮ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

Barrackpore Traffic Police official website