বিষয়বস্তুতে চলুন

ব্যান্ডেল বন্দর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যান্ডেল বন্দর
অবস্থান
দেশ ভারত
অবস্থানব্যান্ডেল,হুগলী জেলা
বিস্তারিত
পরিচালনা করেঅভ্যন্তরীণ জলপথ পরিবহন সংস্থা
মালিকভারত সরকার
পোতাশ্রয়ের ধরননদীবন্দর
উপলব্ধ নোঙরের স্থান
গভীরতা৩.৫ মিটার (১১ ফু)
প্রধান পণ্য দ্রব্যফ্লাইঅ্যাশ

ব্যান্ডেল বন্দর পশ্চিমবঙ্গের একটি নদী বন্দর। এটি হুগলী জেলার ব্যান্ডেল শহরে অবস্থিত। বন্দরটি একটি মাত্র জেটি নিয়ে গঠিত। এখান থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশে পণ্য পরিবহন করে।

অবস্থান

[সম্পাদনা]

বন্দরটি গঙ্গা নদীর শাখা ভাগীরথী-হুগলী নদীর পশ্চিম তীরে ব্যান্ডেল শহরে অবস্থিত। এই বন্দরের ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র পাশেই গড়ে উঠেছে।

ইতিহাস

[সম্পাদনা]

ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের ব্যান্ডেলে একটি আন্তর্জাতিক বন্দর টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয় ভারত সরকারের "জল মার্গ বিকাশ যোজনা" প্রকল্পে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকার জমি ও একটি জেটি ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।[] বর্তমানে বন্দরটি থেকে ফ্লাইঅ্যাশ বাংলাদেশে রপ্তানি হচ্ছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]