ব্যান্ডেল বন্দর
অবয়ব
ব্যান্ডেল বন্দর | |
---|---|
অবস্থান | |
দেশ | ভারত |
অবস্থান | ব্যান্ডেল,হুগলী জেলা |
বিস্তারিত | |
পরিচালনা করে | অভ্যন্তরীণ জলপথ পরিবহন সংস্থা |
মালিক | ভারত সরকার |
পোতাশ্রয়ের ধরন | নদীবন্দর |
উপলব্ধ নোঙরের স্থান | ১ |
গভীরতা | ৩.৫ মিটার (১১ ফু) |
প্রধান পণ্য দ্রব্য | ফ্লাইঅ্যাশ |
ব্যান্ডেল বন্দর পশ্চিমবঙ্গের একটি নদী বন্দর। এটি হুগলী জেলার ব্যান্ডেল শহরে অবস্থিত। বন্দরটি একটি মাত্র জেটি নিয়ে গঠিত। এখান থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশে পণ্য পরিবহন করে।
অবস্থান
[সম্পাদনা]বন্দরটি গঙ্গা নদীর শাখা ভাগীরথী-হুগলী নদীর পশ্চিম তীরে ব্যান্ডেল শহরে অবস্থিত। এই বন্দরের ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র পাশেই গড়ে উঠেছে।
ইতিহাস
[সম্পাদনা]ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের ব্যান্ডেলে একটি আন্তর্জাতিক বন্দর টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয় ভারত সরকারের "জল মার্গ বিকাশ যোজনা" প্রকল্পে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকার জমি ও একটি জেটি ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।[১] বর্তমানে বন্দরটি থেকে ফ্লাইঅ্যাশ বাংলাদেশে রপ্তানি হচ্ছে।[২]