ব্যবহারকারী আলাপ:Joydev09
আলোচনা যোগ করুনসুপ্রিয় Joydev09! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০১:২৪, ১৮ অক্টোবর ২০১৪ (ইউটিসি) |
যুদ্ধমন্ত্রী আলাপ ০১:২৪, ১৮ অক্টোবর ২০১৪ (ইউটিসি)
প্রসঙ্গ হামফ্রে ডেভি
[সম্পাদনা]সুপ্রিয় জয়দেব,
আপনি বিজ্ঞানের কয়েকটি বিষয়ে বাংলা উইকিপিডিয়ায় যে নতুন নিবন্ধগুলিতে হাত দিয়েছেন, তার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। তবে আপনার সদ্যসৃষ্ট একটি নিবন্ধ হামফ্রে ডেভি উপলক্ষ করে কয়েকটি কথা বলতে চাই। বাংলা উইকিপিডিয়ার ন্যুনতম মানরক্ষার্থে অনুসৃত নীতি হল, যেকোনও নিবন্ধের মূল লেখার আয়তন কমপক্ষে ১৫০০ বাইটের চেয়ে বেশি হতে হবে, নচেৎ তা অতি সংক্ষিপ্ত নিবন্ধ হিসেবে চিহ্নিত হবে এবং অবিলম্বে সম্প্রসারিত না হলে অপসরণযোগ্য বলে বিবেচিত হবে। আর নিবন্ধে উল্লিখিত তথ্যকে অবশ্যই নির্দিষ্ট তথ্যসূত্র উল্লেখ করে সমর্থন করতে হবে। আপনার এই নিবন্ধটি এখনও পর্যন্ত এই দু'টি ক্ষেত্রেই সেই মান ছুঁতে পারেনি। আপনি নিশ্চয়ই এই বিষয়টি খেয়ালে রাখবেন আশা করি। আর সময় নেবার প্রয়োজন হলে নিবন্ধের একেবারে উপরে
এই ব্যবহারকারী আলাপ পাতা অথবা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই ব্যবহারকারী আলাপ পাতা অথবা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ৮ বছর আগে BengaliHindu (আলাপ | অবদান) এই পাতাটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
ট্যাগ যোগ করে রাখুন। তাহলে সবাই বুঝতে পারবেন, নিবন্ধটি নিয়ে কাজ চলছে। আন্তরিক শুভকামনাসহ-- Arindam Maitra (আলাপ) ০৩:০৮, ৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)
উইকিপিডিয়া:সম্মিলন/কলকাতা ২১
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
২১তম উইকিপিডিয়া সম্মিলন
১৫.০০ঘ - ১৮.০০ঘ
রবিবার, ২ জুলাই, ২০১৭