বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Ahm masum/আর্কাইভ ২

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ibrahim Husain Meraj কর্তৃক ৭ বছর পূর্বে "ইদ মোবারক" অনুচ্ছেদে

বিবি চম্পার সমাধি

[সম্পাদনা]

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতার জন্য জমাদেয়া নিবন্ধ বিবি চম্পার সমাধি তে এখনো ৩৫% কপি কন্টেন্ট থেকে গেছে। এটাকে কি রিরাইট করতে পারবেন? --Nahid Hossain (আলাপ) ০৯:২৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Nahid.rajbd:   i FIXED it. now 0% copy content .THANKS.  --🙋 Muḥammad ☠চ্যাট💬অবদান© ১৪:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

[সম্পাদনা]
আপনি নিবন্ধ প্রতিযোগিতায় একটি নিবন্ধ পর্যালোচনা করেছেন কিন্তু তাতে কপিরাইট লেখা রয়েছে । তা আপনি এখানে দেখুন । ধন্যবাদ-শাহাদাত সায়েম (আলাপ) ১০:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
@শাহাদাত সায়েম:   i FIXED it. now 0% copy content .THANKS.  --🙋 Muḥammad ☠চ্যাট💬অবদান© ১৪:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ তৈরির সাথে সাথেই ট্যাগ

[সম্পাদনা]

প্রিয় masum, দয়া করে নিবন্ধ তৈরির পরপরই সেটাতে ট্যাগ লাগাবেন না। এতে নতুন ব্যবহারকারীরা অনুৎসাহিত হন।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩০, ১০ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

জানানোর জন্য ধন্যবাদ , নাহিদ ভাই । আমি অবশ্যই এমনটা করবনা । ধন্যবাদ -- Muḥammad (আলাপ) ২১:৩৪, ১০ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্রের শৈলী

[সম্পাদনা]

ভাই, আপনাকে আগেও ফেসবুকের মাধ্যমে একবার বলেছিলাম তথ্যসূত্র যোগ করলে টেমপ্লেটে |language=ইংরেজি যোগ করে দিবেন (ইংরেজি হলে)। তথ্যসূত্রের যোগের একটি শৈলী আছে, ইংরেজি উইকি হতে কপি-পেস্ট করার পর অত শৈলীটলী আপনাকে মনে রাখতে বলছি না। শুধু এটা মনে রাখুন। বহিঃসংযোগ যোগ করলে বহিঃসংযোগের বিবরণ বাংলা করে দিবেন। প্রয়োজনে গুগল অনুবাদের সাহায্য নিন। বহিঃসংযোগের ভাষা ইংরেজি হলে বহিঃসংযোগেের শেষে {{en}} যোগ করে দিন। আমি আশা করব, আপনি কষ্ট করে অন্তত এই দুটি উইকি রচনাশৈলী [style] মনে রাখবেন। ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৭:২৪, ৫ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আফতাব ভাই । এখনই ঠিক করতেছি । -- Muḥammad (আলাপ) ১৭:৩৪, ৫ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

শুভ নববর্ষ, Ahm masum!

[সম্পাদনা]

-- Iqsrb722 (আলাপ) ০৩:৪৪, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শুভ নববর্ষ, Ahm masum!

[সম্পাদনা]

-- Iqsrb722 (আলাপ) ০৩:৪৪, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অপসারণ ট্যাগ

[সম্পাদনা]

দয়া করে যত্রতত্র নিবন্ধ অপসারণ ট্যাগ ব্যবহার করবে না। হৈমন্তী শুক্লা নিবন্ধে আপনার ট্যাগটি বাতিল করা হয়েছে ওখানে যে ট্যাগটি দেওয়া যায় সেটি হলো বাংলা নয় যেটি ইতিমধ্যে রয়েছে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সতর্কতা

[সম্পাদনা]

সুধী, উপরেও আপনাকে বলা হয়েছে এবং আবারও অনুরোধ করছি যত্রতত্র অপসারণ ট্যাগ ব্যবহার করবেন না। এখানে আপনি নিবন্ধ তৈরি হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ট্যাগ বসিয়েছেন। পরবর্তীতে যেকোন নিবন্ধে এরকম খুঁজে পেলে সেটি ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

১৯:৩০, ১৬ মে ২০১৭ (ইউটিসি)

ইদ মোবারক

[সম্পাদনা]
এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ১১:৩৬, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) উত্তর দিন

নুরুন্নবী চৌধুরী হাছিব নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

নুরুন্নবী চৌধুরী হাছিব নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নুরুন্নবী চৌধুরী হাছিব পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। যুদ্ধমন্ত্রী আলাপ ১২:২১, ২৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

১৯:১৯, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)