ব্যবহারকারী আলাপ:Ahm masum/আর্কাইভ ২
আলোচনা যোগ করুনবাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতার জন্য জমাদেয়া নিবন্ধ বিবি চম্পার সমাধি তে এখনো ৩৫% কপি কন্টেন্ট থেকে গেছে। এটাকে কি রিরাইট করতে পারবেন? --Nahid Hossain (আলাপ) ০৯:২৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Nahid.rajbd: i FIXED it. now .THANKS. -- ১৪:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
পর্যালোচনা
[সম্পাদনা]আপনি নিবন্ধ প্রতিযোগিতায় একটি নিবন্ধ পর্যালোচনা করেছেন কিন্তু তাতে কপিরাইট লেখা রয়েছে । তা আপনি এখানে দেখুন । ধন্যবাদ-শাহাদাত সায়েম (আলাপ) ১০:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @শাহাদাত সায়েম: i FIXED it. now .THANKS. -- ১৪:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
নিবন্ধ তৈরির সাথে সাথেই ট্যাগ
[সম্পাদনা]প্রিয় masum, দয়া করে নিবন্ধ তৈরির পরপরই সেটাতে ট্যাগ লাগাবেন না। এতে নতুন ব্যবহারকারীরা অনুৎসাহিত হন।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩০, ১০ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
- জানানোর জন্য ধন্যবাদ , নাহিদ ভাই । আমি অবশ্যই এমনটা করবনা । ধন্যবাদ -- Muḥammad (আলাপ) ২১:৩৪, ১০ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
তথ্যসূত্রের শৈলী
[সম্পাদনা]ভাই, আপনাকে আগেও ফেসবুকের মাধ্যমে একবার বলেছিলাম তথ্যসূত্র যোগ করলে টেমপ্লেটে |language=ইংরেজি
যোগ করে দিবেন (ইংরেজি হলে)। তথ্যসূত্রের যোগের একটি শৈলী আছে, ইংরেজি উইকি হতে কপি-পেস্ট করার পর অত শৈলীটলী আপনাকে মনে রাখতে বলছি না। শুধু এটা মনে রাখুন। বহিঃসংযোগ যোগ করলে বহিঃসংযোগের বিবরণ বাংলা করে দিবেন। প্রয়োজনে গুগল অনুবাদের সাহায্য নিন। বহিঃসংযোগের ভাষা ইংরেজি হলে বহিঃসংযোগেের শেষে {{en}}
যোগ করে দিন। আমি আশা করব, আপনি কষ্ট করে অন্তত এই দুটি উইকি রচনাশৈলী [style] মনে রাখবেন। ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৭:২৪, ৫ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
- ধন্যবাদ আফতাব ভাই । এখনই ঠিক করতেছি । -- Muḥammad (আলাপ) ১৭:৩৪, ৫ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
শুভ নববর্ষ, Ahm masum!
[সম্পাদনা]Ahm masum,
নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি। মহান স্রষ্টা আপনার এবং আপনার পরিবারের উপর তার দয়া অবিরত রাখুক সারাজীবন। উইকিপিডিয়াতে আপনার নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ~~~~
-- Iqsrb722 (আলাপ) ০৩:৪৪, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
শুভ নববর্ষ, Ahm masum!
[সম্পাদনা]Ahm masum,
নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি। মহান স্রষ্টা আপনার এবং আপনার পরিবারের উপর তার দয়া অবিরত রাখুক সারাজীবন। উইকিপিডিয়াতে আপনার নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ~~~~
-- Iqsrb722 (আলাপ) ০৩:৪৪, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
নিবন্ধ অপসারণ ট্যাগ
[সম্পাদনা]দয়া করে যত্রতত্র নিবন্ধ অপসারণ ট্যাগ ব্যবহার করবে না। হৈমন্তী শুক্লা নিবন্ধে আপনার ট্যাগটি বাতিল করা হয়েছে ওখানে যে ট্যাগটি দেওয়া যায় সেটি হলো বাংলা নয় যেটি ইতিমধ্যে রয়েছে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
সতর্কতা
[সম্পাদনা]সুধী, উপরেও আপনাকে বলা হয়েছে এবং আবারও অনুরোধ করছি যত্রতত্র অপসারণ ট্যাগ ব্যবহার করবেন না। এখানে আপনি নিবন্ধ তৈরি হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ট্যাগ বসিয়েছেন। পরবর্তীতে যেকোন নিবন্ধে এরকম খুঁজে পেলে সেটি ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশনের মূল ও কার্যকরী কৌশলী দল প্রথম পর্বের আলোচনা থেকে প্রাপ্ত ১৮০০-এর বেশি থিমেটিক মন্তব্য পর্যালোচনা করে সেগুলোর প্রতিবেদন প্রকাশ করেছে। তারা এই আলোচনাগুলো থেকে ৫টি থিম নির্ধারণ করেছেন যেগুলো প্রায় সব সম্প্রদায়ের আলোচনাতেই উঠে এসেছে। এগুলো সর্বশেষ কৌশলী থিম মন্তব্য নয় তবে আলোচনা করার জন্য প্রধান কিছু ধারণা।
এই ৫টি থিমের উপর চলমান আলোচনায় অনলাইনে বা অফলাইনে বিতর্ক করতে আপনাকে স্বাগতম। এই পর্বের আলোচনাটি এখন থেকে জুনের ১২ তারিখ পর্যন্ত চলবে। আপনি এই ৫টির যেকোনটির উপর মতামত দিতে পারেন তবে আমরা আপনাকে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত থিমটির উপর মন্তব্য করতে অনুরোধ করছি।
এখানে ৫টি থিম মন্তব্য পাবেন, প্রতিটি থিমের জন্য মেটা উইকিতে আরও বিস্তারিত রয়েছে। এছাড়াও আপনি পাবেন কিভাবে প্রতিটি থিমের আলোচনা অংশ নিতে পারেন।
- স্বাস্থ্যকর, সর্বব্যাপী সম্প্রদায়
- উদ্দীপিত সময়
- একটি সত্যিকারের বৈশ্বিক আন্দোলন
- জ্ঞানের সর্বাধিক স্বীকৃত উৎস
- জ্ঞানের বাস্তুতন্ত্রে জড়িত হওয়া
মেটা উইকির আন্দোলন কৌশল পাতায় আপনি এই থিমসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ও কিভাবে অংশগ্রহণ করবেন সেটিও জানতে পারবেন।
মিডিয়াউইকি বার্তা প্রদান সরঞ্জাম ব্যবহার করে বার্তাটি উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক প্রদান করা হয়েছে • দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন • সাহায্য১৯:৩০, ১৬ মে ২০১৭ (ইউটিসি)
ইদ মোবারক
[সম্পাদনা]এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ১১:৩৬, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) |
নুরুন্নবী চৌধুরী হাছিব নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]নুরুন্নবী চৌধুরী হাছিব নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নুরুন্নবী চৌধুরী হাছিব পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। যুদ্ধমন্ত্রী আলাপ ১২:২১, ২৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়া কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তন সম্পর্কে অন্যান্য ব্যবহারকরীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
এই সপ্তাহের পরিবর্তনসমূহ
- আপনি পাতার দুটি ভিন্ন সংস্করণ তুলনা করার জন্য যে পার্থক্য দেখেন তা MediaWiki.org ও টেস্ট উইকিতে পরিবর্তিত হয়েছে। এটি স্থানান্তরিত অনুচ্ছেদে লেখা সহজে খুঁজে পেতে করা হয়েছে। আশা করা হচ্ছে শীগ্রই এটি আরো উইকিতে আসবে। আপনি ফ্যাব্রিকেটরে সমস্যার প্রতিবেদন জানাতে পারেন। [১]
- কমন্সের একটি নতুন ব্যবহারকারী দল এমপি৩ ফাইল আপলোড করতে সক্ষম হবেন। ১৭ নভেম্বর থেকে এই ব্যবহারকারী দল সৃষ্টি করার পরিকল্পনা করা হয়েছে। [২]
- Flagged Revisions ব্যবহার করা উইকিগুলি সাম্প্রতিক পরিবর্তনের পাতায় পূর্বনির্ধারিতভাবে সম্পাদনা পর্যালোচনার জন্য নতুন ছাঁকনি পাবে। ব্যবহারকারীগণ তাঁদের পছন্দসমূহ থেকে এটি নিষ্ক্রিয় করতে পারবেন। [৩]
- মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ১৪ নভেম্বর থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ১৫ নভেম্বর থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ১৬ নভেম্বর থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
সভা
- আপনি IRC-তে প্রযুক্তিগত পরামর্শ সভায় যোগ দিতে পারেন। সভায় স্বেচ্ছাসেবক উন্নয়নকারীরা পরামর্শ পেতে প্রশ্ন করতে পারেন।। সভাটি ১৫ নভেম্বর তারিখে ১৬:০০ টায় (ইউটিসি) অনুষ্ঠিত হবে। জানুন কিভাবে যোগ দিতে হয়।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- উইকিমিডিয়া কমন্সে আপলোড করার এবং দেখার জন্য ত্রিমাত্রিক মডেলের সমর্থন শীঘ্রই আসছে। এই বৈশিষ্ট্যটি .STL ফাইল বিন্যাস সমর্থন করবে। আপনি টেস্ট উইকিতে একটি উদাহরণ দেখতে পারেন। [৪]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৯:১৯, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)