বাংলা উইকিপিডিয়া পরিসংখ্যান মোট নিবন্ধের সংখ্যা : ১,৬১,৪৮১ মোট পৃষ্ঠা সংখ্যা : ১২,৯০,৮৭০ মোট ফাইলের সংখ্যা : ১৯,৬৬৩ মোট ব্যবহারকারীর সংখ্যা : ৪,৭৯,৯০২
আমার নাম মোঃ মনিরুজ্জামান(Md. Moniruzzaman), শ্যামপুর, রংপুর, বাংলাদেশ। আমার ব্যবহারকারী পাতায় আপনাকে স্বাগতম। আমি মনিরুজ্জামান নামেই ১৯ আগস্ট ২০০৯ তারিখে বাংলা উইকিপিডিয়ায় প্রবেশ করি কিন্তু ২০ ডিসেম্বর ২০১০ তারিখে WikiMonir নামে পরিবর্তিত হই। নাম পরিবর্তনের কারন ও তারিখ এখানে থাকল। আশা করি আগামীতেও আপনাদের সাথে এই নামেই থাকব । আমি মানুষ হিসেবে মধ্যপন্থী। আমার চেতনায়, অনুভূতিতে, ভিতরে-বাহিরে বাংলাদেশ। নিজেকে নিয়ে আমি যতটা না আশা করি তার চেয়ে বেশি আশা করি আমার দরিদ্র্য, দুর্নীতিগ্রস্থ এই দেশটাকে নিয়ে। বাংলা ভাষার প্রসারে সামান্য ভুমিকা রাখতে পেরে আমি গর্বিত।
আমার ছোটবেলা পুরোটাই কেটেছে গ্রামে। ২০০৪ সালে শ্যামপুর সুগার মিলস হাই স্কুল থেকে মাধ্যমিক লেখাপড়া শেষ করেছি । তারপর প্রথম আমার নগর গমন। উচ্চ মাধ্যমিক পড়ার জন্য পুলিশ লাইন কলেজ, রংপুর ভর্তি হই। অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম প্রকৌশলী হব। বিধাতার অসীম কৃপা তাই আমি আমার স্বপ্নের রাস্তা ধরেই চলেছি। ২০০৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি হই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েযন্ত্রকৌশল বিভাগে। বাংলাদেশে যন্ত্রপ্রকৌশলী হিসাবে বছর দুয়েক কাজ করছি একটি বেসরকাররি ওষুধ কারখানায়। ভাগ্যের অনুসন্ধানে বর্তমানে প্রবাস জীবন। থাকি হং কং নামক ছোট্ট একটি দেশে। বিধাতার জন্য আমার সবচেয়ে প্রিয় দুইটি বাক্য:
“
আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাও নি, যা দিয়েছে তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাও নি।
আমি খুব বড় বড় কথা বলা ছেড়ে দেয়ার চেষ্টা করছি, আমার চারপাশে সাবারই দেখি এই সমস্যা। উকিতে সামান্য কিছু অবদান আমি রাখতে চাই। প্রতিদিন যদি একটি ভুল বানান আমি ঠিক করি তবে তাই কম কি? আর বাকিটুকু না হয় আমার মনেই থাকল, যদি কিছু করি তার প্রমানতো থাকবেই।
লেখালেখি করতে সব সময় পছন্দ করতাম। ব্লগে লিখতে গিয়ে বাংলা উকিপিডিয়া সম্পর্কে অনেক লেখা পড়েছি রাগিব ভাইয়ের ব্লগ, বেলায়েত ভাইয়ের ব্লগ। কিন্তু আমার বাংলা উকিপিডিয়াতে আসার ব্যপারে সবচেয়ে বেশি অবদান, উৎসাহ, নির্দেশনা আর পরামর্শই বলি তা অবশ্যই আমার সহপাঠী কাজী ফয়সালের।
এটি উইকিপিডিয়ার একটি ব্যবহারকারী পাতা।
এটি কোনো বিশ্বকোষীয় নিবন্ধ নয়। যদি আপনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো সাইটে এই পাতাটি দেখতে পান, তবে আপনি উইকিপিডিয়ার একটি অনুলিপি দেখছেন মাত্র। সচেতন থাকুন যে, এই পাতাটি মেয়াদোত্তীর্ণ হতে পারে এবং এই ব্যবহারকারী পাতাটি যার, তিনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের সাথে জড়িত নাও থাকতে পারেন। মূল ব্যবহারকারী পাতাটি পাওয়া যাবে এই ঠিকানায়— https://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী:WikiMonir।