ব্যবহারকারী:Golam Hossen
আমি গোলাম হোসেন। আব্দুস সোবহান গোলাম নামেই বেশি পরিচিত। রাজশাহী কলেজে মাষ্টার্স করছি।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]বাঁইগাছা গ্রামের একজন স্বর্ণকার বংশে আমার জন্ম। ১৯৯০ সালে আমার জন্ম হয় রামপুর নামক গ্রামে, যেখানে আমার নানা বাড়ি অবস্থিত।
বাঁইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করি। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সেখানে পড়া লিখা করি। পঞ্চম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত সেখানে লিখা পড়া করি শ্রীপুর রামনগর দাখিল মাদ্রাসা থেকে।
উচ্চ মাধ্যমিক পড়াশোনা করি শ্রীপুর রামনগর ডিগ্রী কলেজ থেকে।
রাজশাহী কলেজে বর্তমানে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি।
সংগঠন
[সম্পাদনা]আমি বিভিন্ন সংগঠনের সাথে জরিত আছি। রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠন ও রাজশাহী কলেজের বাহিরেও কিছু সংগঠনের সাথে যুক্ত, যার মধ্যে বেশি ভাগ সংগঠন সমাজ সেবা ও ক্যারিয়ার মূলক।
রাজশাহী কলেজের বাহিরের সংগঠন
[সম্পাদনা]১। রাজশাহী কমেডি ক্লাব ২। রাজশাহী থিয়েটার ৩। রোটারক্ট ক্লাব অব রেশম নগর
রাজশাহী কলেজের সংগঠন
[সম্পাদনা]১। রোভার স্কাউট ২। অন্বেষণ ৩। বাঁধন ৪। মিরর ইংলিশ ডিবেটিং ক্লাব ৫। ক্রিয়েটিভ ক্লাব ৬। ক্যারিয়ার ক্লাব ৭। মান ক্লাব
বিশেষ দক্ষতা
[সম্পাদনা]কবিতা, গান, গল্প, নাটক লিখি। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করি,রোটারক্ট ক্লাব পরিচালনা করি,মাঝে মাঝে মানুষকে হাসায় কমেডি বলে ও কমেডি নাচ দিয়ে। মঞ্চ ও পথ নাটক করি,পাশাপাশি মানুষের উপকার করতে ভালবাসি।
পেশা
[সম্পাদনা]বর্তমানে রাজশাহী কলেজে অধ্যয়ন করছি ইংরেজি বিভাগে। তবে পাশাপাশি রাজশাহী কলেজ বার্তায় সম্পাদনা করি, রাজশাহী কলেজের অনলাইন অফিসিয়াল কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকি।