বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Asaduzzamana

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমার নাম মুহাম্মদ আসাদুজ্জামান। যদিও আমার username: Asaduzzamana. ছোট বেলা থেকেই ভাল কিছুর সাথে ছিলাম। প্রণিবিদ্যা বিভাগে লেখাপড়া করছি। অবসর সময়গুলো কাটে বই পড়ে। বেড়াতে পছন্দ করি। তাই সময় পেলেই বেড়িয়ে পরি। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষেরই সমাজের নিকট দেশের নিকট দায়বদ্ধতা আছে। আমি সেই সোনালী দিনের স্বপ্ন দেখি যেদিন বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াবে বিশ্বের দরবারে।

ব্যবহারকারী সম্পর্কিত তথ্যাবলী
ব্যবহারকারীর নাম মুহাম্মদ আসাদুজ্জামান
ব্যবহারকারীর জন্ম১৮ই মার্চ
এই অবদানকারী একজন পুরুষ
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই ব্যবহারকারী একজন মুসলিম
ব্যবহারকারীর প্রিয় ব্যাক্তিত্ব মুহাম্মাদ(সঃ)
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
এই ব্যবহারকারী কফি পান করতে পছন্দ করেন।
এই ব্যবহারকারী সরকারী আজিজুল হক কলেজ,বগুড়া এ পড়াশুনা করছেন।
এই ব্যবহারকারী ফুটবল খেলতে পছন্দ করেন .
এই ব্যবহারকারী বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক।

আমার পছন্দের বিষয়

[সম্পাদনা]
  • প্রাণীবিদ্যা (বিভিন্ন বন্য প্রাণি ও তাদের আচারন, তাদের আবাসস্থল ইত্যাদি)
  • উদ্ভিদবিজ্ঞান ( উদ্ভিদ সনাক্তকরন)
  • তাছাড়াও বনের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা সমন্ধে জানার আগ্রহ আছে।

E-mail: [email protected]