বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Ali Haidar Khan

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী:আলী হায়দার খান থেকে পুনর্নির্দেশিত)

আলী হায়দার খান (তন্ময়)

আমার ব্যবহারকারী পাতায় আপনাকে স্বাগতম!!

আমি আলী হায়দার খান (ইংরেজী: Ali Haidar Khan), উইকিপিডিয়ার সাথে পরিচয় ২০০৪ সালে। তখন থেকে ইংরেজি উইকিপিডিয়া শুধু পড়তাম আর মাঝে মাঝে এডিট বাটনে ক্লিক করে অদ্ভুত উইকি সিনট্যাক্স বোঝার চেষ্টায় গালে হাত দিয়ে ঘন্টার পর ঘন্টা পার করতাম; - তবে অনেকদিন তাতে হাত দেইনি ভয়ে। এর মাঝে হঠাৎ একদিন ইংরেজি উইকিপিডিয়ার সাইডবারে বাংলা লেখা দেখে বাংলা উইকিপিডিয়ায় আগমণ। এবার মনে হলো কিছু করতেই হবে, তাই ২০০৮ সালেই ১৯শে জানুয়ারি রেজিস্ট্রেশন করে ফেলি, সেই থেকে শুরু।

শুরু থেকেই চেষ্টা ছিল যাতে বাংলা উইকিপিডিয়াকে বিশ্বদরবারে তার যোগ্য মর্যাদার আসনে বসাবো, কিন্তু আমাদের বিছিন্ন একক চেষ্টায় তো সেটা হবার নয়! সেজন্য দরকার একটি সংগঠন। ঠিক সেসময় জানতে পারলাম উইকিপিডিয়ার প্রচার প্রসারের জন্য উন্নত বিশ্বের বিভিন্ন দেশে স্হানীয় চ্যাপ্টার কাজ করছে। সেই থেকে স্বপ্ন আমাদের বাংলাদেশেও হবে একটি উইকিমিডিয়া চ্যাপ্টার - ২০০৯ সাল থেকে সেই স্বপ্ন নিয়ে পথ চলা শুরু। ২০১১ সালে আমাদের সেই স্বপ্নের প্রথম বাস্তবায়ন, যখন আমরা উইকিমিডিয়া ফাউন্ডেশন থেকে বাংলাদেশের চ্যাপ্টার হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের স্বীকৃতি পেলাম। এখন চেষ্টা করে যাচ্ছি কিভাবে উইকিমিডিয়া বাংলাদেশকে একটি শক্ত সাংগঠনিক কাঠামোর মধ্যে দাড়া করানো যায়।

বর্তমানে আমি উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের একজন উদ্যোক্তা সদস্য এবং নিবার্হী পরিষদের কোষাধ্যক্ষ। এছাড়া FDC Advisory Group এর সদস্য হিসেবে কাজ করেছি। বর্তমানে আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনের Funds Dissemination Committee - এর Vice Chair হিসেবেও দায়িত্ব পালন করছি।

শুরুতে আমি বাংলা ইউজার নেম আলী হায়দার খান ব্যবহার করতাম । কিন্তু বর্তমানে উইকিমিডিয়ার একাধিক প্রকল্পে কাজ করার সুবিধার্থে ইংরেজি ইউজার নেম Ali Haidar Khan ব্যবহার করছি ।

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে BBA করেছি এখন IBA তে MBA করছি। আমার জন্ম ও বেড়ে ওঠা ইটকাঠের মহানগরী ঢাকায় । তবু আমি নিজেকে একজন প্রকৃতিচারী হিসেবে দেখতে ভালবাসি। সুযোগ পেলেই আমি মুক্ত বাতাসের খোজে বেড়িয়ে পড়ি এবং বাংলাদেশের বনভূমি ও পাহাড়ের অনেক জায়গাই আমার দেখা হয়ে গেছে। বর্তমানে একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ।

আমার কাজ

[সম্পাদনা]

যোগাযোগ

[সম্পাদনা]
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
নটর
ডেমিয়ান
এই ব্যবহারকারী নটর ডেম কলেজের একজন ছাত্র।
ঢাবিএই ব্যবহারকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ১৬ বছর, ১০ মাস ও ১৪ দিন