বিষয়বস্তুতে চলুন

বেনোয়া কোস্তিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেনোয়া কোস্তিল
২০১৮ সালে ফ্রান্সের হয়ে কোস্তিল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বেনোয়া গি রবের্ত কোস্তিল
জন্ম (1987-07-03) ৩ জুলাই ১৯৮৭ (বয়স ৩৭)
জন্ম স্থান কঁ, ফ্রান্স
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ওসের
জার্সি নম্বর ২৩
যুব পর্যায়
১৯৯৩–১৯৯৫ ব্রেতেভিল
১৯৯৫–২০০৫ কঁ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৫–২০০৯ কঁ ১০ (০)
২০০৮–২০০৯ভান (ধার) ২৭ (০)
২০০৯–২০১১ সেদঁ আর্দেন ৭৬ (০)
২০১১–২০১৭ রেনে ২১৯ (০)
২০১৭–২০২২ বর্দো ১৬৪ (০)
২০২২– ওসের (০)
জাতীয় দল
২০০৮ ফ্রান্স অনূর্ধ্ব-২১ (০)
২০১৬ ফ্রান্স (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৫২, ৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫২, ৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

বেনোয়া গি রবের্ত কোস্তিল (ফরাসি: Benoît Costil; জন্ম: ৩ জুলাই ১৯৮৭; বেনোয়া কোস্তিল নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব ওসের এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০০৮ সালে, কোস্তিল ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

বেনোয়া গি রবের্ত কোস্তিল ১৯৮৭ সালের ৩রা জুলাই তারিখে ফ্রান্সের কঁয়ের জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

কোস্তিল ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৮ সালে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৬ সালের ১৫ই নভেম্বর তারিখে, ২৯ বছর, ৪ মাস ও ১২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কোস্তিল কোত দিভোয়ারের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[] ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছিল।[] ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে কোস্তিল সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ফ্রান্স ২০১৬
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "France vs. Côte d'Ivoire - 15 November 2016 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২ 
  2. "France - Ivory Coast 0:0 (Friendlies 2016, November)"worldfootball.net। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২ 
  3. "France - Ivory Coast, Nov 15, 2016 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২ 
  4. Strack-Zimmermann, Benjamin। "France vs. Ivory Coast"www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]