বুলগেরিয়ার প্রশাসনিক অঞ্চল
বুলগেরিয়ার প্রদেশসমূহ (বুলগেরীয়: области на България) বলতে বোঝায় বুলগেরিয়া রাষ্ট্রের প্রশাসনিক বিভাগের প্রথম স্তর।
১৯৯৯ খ্রীস্টাব্দ থেকে সমগ্র বুলগেরিয়াকে প্রশাসনিক ভাবে ২৮টি প্রদেশে (বুলগেরীয়: области –অব্লাস্টি; একবচন : област অব্লাস্ট; যার আক্ষরিক অর্থ হল "অঞ্চল") বিভক্ত করা হয়েছে, যা মোটামুটিভাবে ১৯৮৭ খ্রীস্টাব্দের পূর্বেকার ২৮টি জেলাকে (বুলগারিয় ভাষায়: окръг –ওক্রগ্, বহুবচন: окръзи –ওক্রজি ) নির্দেশ করে।
প্রদেশগুলিকে পুনরায় সর্বমোট ২৬৫টি পৌরসভায় (একবচন: община –অব্শ্চিনা, বহুবচন: общини –অব্শ্চিনি) ভাগ করা হয়েছে।
সোফিয়া- বুলগেরিয়ার রাজধানী শহর এবং দেশের সর্ববৃহৎ জনবসতি। এটি একাধারে সোফিয়া প্রদেশ ও সোফিয়া শহর প্রদেশের প্রশাসনিক কেন্দ্রস্থল। এই রাজধানী অঞ্চলটি আরও ৩টি শহর ও ৩৪টি গ্রাম সহ সোফিয়া রাজধানী পৌরসভার অন্তর্ভুক্ত, যার ৯০% জনসংখ্যাই সোফিয়ায় বসবাসকারী। এটি সোফিয়া নগররাজ্যের একমাত্র পৌরসভা।
পরিভাষা
[সম্পাদনা]বুলগেরিয়ার প্রদেশগুলির আইনগতভাবে (তাদের রাষ্ট্রপতির আদেশে) কোনও প্রাতিষ্ঠানিক নাম নেই। প্রত্যেক প্রশাসনিক কেন্দ্রের নামের সঙ্গে "অব্লাস্ট" কথাটি যোগ করে এগুলিকে ডাকা হয়ে থাকে। বুলগেরিয়ায় সাধারণত এগুলিকে "[প্রশাসনিক কেন্দ্রের নাম] অব্লাস্ট" হিসেবে নামকরণ করা হয়ে থাকে, তবে কখনও কখনও অব্লাস্ট [প্রশাসনিক কেন্দ্রের নাম] ক্রমও ব্যবহার করা হয়।
প্রদেশ সমূহ
[সম্পাদনা]প্রদেশসমূহ | জন সংখ্যা (আদমশুমারি ২০০১)[১][২] |
---|---|
ব্লাগোয়েভগ্রাদ | ৩৪১,১৭৩ |
বুরগাস | ৪২৩,৫৪৭ |
ডোবরিচ | ২১৫,২১৭ |
গাবরোভো | ১৪৪,১২৫ |
হাসকোভো | ২৭৭,৪৭৮ |
কার্ডঝালি | ১৬৪,০১৯ |
কিউসটেনডিল | ১৬২,৫৩৪ |
লাভেচ | ১৬৯,৯৫১ |
মোন্টানা | ১৮২,২৫৮ |
পাজার্ডঝিক | ৩১০,৭২৩ |
পেরনিক | ১৪৯,৮৩২ |
প্লেভেন | ৩১১,৯৫৮ |
প্লোভডিভ | ৭১৫,৮১৬ |
রাজগ্রাদ | ১৫২,৪১৭ |
রুসে | ২৬৬,১৫৭ |
শুমেন | ২০৪,৩৭৮ |
সিলিসট্রা | ১৪২,০০০ |
স্লিভেন | ২১৮,৪৭৪ |
সমোলিয়ান | ১৪০,০৬৬ |
সফিয়া শহর | ১,১৭০,৮৪২ |
সফিয়া প্রদেশ | ২৭৩,২৪০ |
স্টারা জাগোরা | ৩৭০,৬১৫ |
টারগোভিশ্টে | ১৩৭,৬৮৯ |
ভারনা | ৪৬২,০১৩ |
ভেলিকো টারনোভো | ২৯৩,১৭২ |
ভিডিন | ১৩০,০৭৪ |
ভ্রা | ২৪৩ |
ইয়ামবোল | ১৫৬,০৭০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "2011 Population Census - main result" (PDF)। Nsi.bg। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭।
- ↑ "Представяме Ви резултатите от Преброяване 2011 за страната, по области и общини :"। Censusresults.nsi.bg। ১৮ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭।