বিষয়বস্তুতে চলুন

বুন্দেলখণ্ড এজেন্সি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুন্দেলখণ্ড এজেন্সি
ব্রিটিশ ভারতের এজেন্সি
১৮১১–১৯৪৮

বুন্দেলখণ্ড এজেন্সিসহ মধ্য ভারত এজেন্সির মানচিত্র
আয়তন 
• ১৯০১
২৫,৫১০ বর্গকিলোমিটার (৯,৮৫০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
১৩,০৮,৩২৬
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৮১১
১৯৪৮
উত্তরসূরী
ভারত

বুন্দেলখণ্ড এজেন্সি ছিলো ব্রিটিশ ভারতের একটি রাজনৈতিক এজেন্সি৷ এটি ব্রিটিশ সরকারের সাথে এজেন্সির অন্তর্গত বুন্দেলখণ্ডের দেশীয় রাজ্যগুলির সম্পর্ক বজায় রাখতো৷[]

দেশীয় রাজ্য

[সম্পাদনা]

বুন্দেলখণ্ড এজেন্সিটির পূর্বদিকে বাঘেলখণ্ড, উত্তরে ইউনাইটেড প্রভিন্স, পশ্চিমে ললিতপুর জেলা এবং দক্ষিণে মধ্য প্রভিন্স দ্বারা বেষ্টিত ছিল। বাঘেলখণ্ড এজেন্সিটি ১৮৭১ সালে বুন্দেলখণ্ড থেকে পৃথক করা হয়েছিল। ১৯০০ সালে এটি ৯টি রাজ্যকে অন্তর্ভুক্ত করেছিল। যার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল ওর্ছা, পান্না, সমথর, চরখারি, ছত্তরপুর, দাতিয়া, বিজাবর এবং আজাইগড়। এছারাও এজেন্সিটি ১৩ টি এস্টেট এবং আলমপুরের পরগনাকে অন্তর্ভুক্ত করেছিলেন যা পরে ইন্দোর রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল । []

১৯৩১ সালে রেওয়া বাদে বাঘেলখণ্ড এজেন্সির অধীনে থাকা সমস্ত রাজ্যকে আবার বুন্দেলখণ্ডে স্থানান্তর করা হয়েছিল।

স্যালুট রাজ্য, অগ্রাধিকার দ্বারা:

বর্ণমালা অনুসারে স্যালুট বিহীন রাজ্যগুলি:

জাগিরস :

প্রাক্তন রাজ্য রাজ্যগুলি যা ব্রিটিশদের অধীনে ছিল বা দখল করা হয়েছিল  :

  • বনপুর, ১৮৫৭ সালে বাজেয়াপ্ত হয়, গোয়ালিয়র রাজ্য দ্বারা দাবিকৃত
  • বিজয়রাঘবগড় রাজ্য বাজেয়াপ্ত
  • চিরগাঁও (হাস্ত-ভাইয়া জাগীরের একটি), বাজেয়াপ্ত
  • জালোন রাজ্য, ১৮৪০ সালে অধিগৃহীত
  • জয়িতপুর রাজ্য, ১৮৪৯ সালে অধিগৃহীত
  • ঝাঁসি রাজ্য, ১৮৫৩ সালে অধিগৃহীত
  • খদ্দী, অধিগৃহীত
  • পূর্ব ( চৌবাড়ির জাগির এর অন্যতম )বাজেয়াপ্ত
  • তিরোহা, বাজেয়াপ্ত
  • শাহগড়, ১৮৫৭ সালে বাজেয়াপ্ত করা হয়েছিল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bundelkhand Agency"। The Imperial Gazetteer of India, Vol. 9। Oxford at Clarendon Press। ১৯০৯। পৃষ্ঠা 74–77। 
  2. Imperial Gazetteer of India, v. 9, p. 74.
  3. Orchha state The Imperial Gazetteer of India, 1909, v. 19, p. 241.