বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
খেলা | অ্যাথলেটিকস |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৮৩ |
দলের সংখ্যা | ২০০ (২০০৭), ২০২ (২০০৯), ২০৪ (২০১১), ২০৬ (২০১৩), ২০৭ (২০১৫) |
মহাদেশ | আন্তর্জাতিক (আইএএএফ) |
বর্তমান চ্যাম্পিয়ন | সর্বশেষ বিজয়ীদের তালিকা |
টিভি সহযোগী | এসবিএস টু (অস্ট্রেলিয়া) ইউরোভিশন (ইউরোপ) কেবিএস (দক্ষিণ কোরিয়া) সিসিটিভি (চীন) টিবিএস (জাপান) এনবিসি ইউনিভার্সাল (যুক্তরাষ্ট্র) স্পোরটিভি (ব্রাজিল) |
আইএএএফ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) কর্তৃক অনুষ্ঠিত বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা। শুরুতে প্রতি চার বৎসর অন্তর এ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু ১৯৯১ সালে তৃতীয় আসর আয়োজনের পর অদ্যাবধি প্রতি দুই বৎসর পরপর দ্বি-বার্ষিক আকারে অনুষ্ঠিত হচ্ছে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৩ সালে প্রথম আসর আয়োজনের বেশ পূর্ব থেকেই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা আয়োজনের চিন্তাধারা চলতে থাকে। ১৯১৩ সালে আইএএএফ সিদ্ধান্ত নিয়েছিল যে, গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়াই অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশীপের জন্য যথেষ্ট। পঞ্চাশ বছরেরও অধিককাল এ ধারণা বহমান ছিল। কিন্তু ১৯৬০-এর দশকের শেষার্ধ্বে আইএএএফ সদস্যদের মাঝে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়নশীপ প্রবর্তনের ধারণা বিরাটভাবে প্রভাববিস্তার করতে থাকে। ফলশ্রুতিতে ১৯৭৬ সালে পুয়ের্তোরিকোয় অনুষ্ঠিত সভায় অলিম্পিক গেমস থেকে পৃথক হয়ে স্বতন্ত্র বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ প্রচলনের সিদ্ধান্ত নেয়া হয়।
পশ্চিম জার্মানির স্টুটগার্ট ও ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ব চ্যাম্পিয়নশীপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করে। কিন্তু, আইএএএফ কাউন্সিল ১৯৮৩ সালে উদ্বোধনী প্রতিযোগিতার জন্য হেলসিংকিকে আমন্ত্রণ জানায়। ১৯৫২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজনকারী হেলসিংকি অলিম্পিক স্টেডিয়ামে প্রথম আসরটি অনুষ্ঠিত হয়। এর পূর্বে অবশ্য দুইটি আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে বাদ পড়া পুরুষদের ৫০ কিলোমিটার হাঁটা বিষয়কে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের ফলে আইএএএফ নিজেদের প্রতিযোগিতা করার চিন্তা বাস্তবায়নে অগ্রসর হয়। এর চার বছর পর ১৯৮০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে বাদ পড়া মহিলাদের ৪০০ মিটার হার্ডলস ও ৩০০০ মিটার বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে বিশ্ব চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়।[১][২]
বিষয়সমূহের অন্তর্ভুক্তি
[সম্পাদনা]সাম্প্রতিক বছরগুলোয় প্রতিযোগিতার আকার ব্যাপকভাবে বেড়ে যায়। ১৯৮৩ সালে ১৫৪ দেশ থেকে ১,৩০০ ক্রীড়াবিদ অংশ নেন।[৩] প্যারিসে অনুষ্ঠিত ২০০৩ সালের প্রতিযোগিতায় ২০৩ দেশ থেকে ১,৯০৭জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। এছাড়াও, ক্রীড়াক্ষেত্র পরিবর্তিত হয়ে মহিলাদের নতুন বিষয়গুলো যুক্ত হচ্ছে। ২০০৫ সালের সময়সূচীতে পুরুষ ও মহিলাদের বিষয়গুলো প্রায় সমান ছিল। কেবলমাত্র পুরুষদের ৫০ কিলোমিটার হাঁটা বিষয় ব্যতিক্রম। মহিলাদের ১০০ মিটার হার্ডলস ও হেপ্টাথলন বিষয়ের বিপরীতে পুরুষদের ১১০ মিটার হার্ডলস ও ডেকাথলন রয়েছে।
নিম্নের তালিকায় বিশ্ব চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো যুক্ত নতুন বিষয়গুলো তুলে ধরা হয়েছে:-
- ১৯৮৭: মহিলাদের ১০,০০০ মিটার ও ১০ কিলোমিটার হাঁটা যুক্ত করা হয়েছে।
- ১৯৯৩: মহিলাদের ট্রিপল জাম্প যুক্ত করা হয়েছে।
- ১৯৯৫: মহিলাদের ৩০০০ মিটারের পরিবর্তে ৫০০০ মিটার যুক্ত করা হয়েছে।
- ১৯৯৯: মহিলাদের পোল ভল্ট ও গোলক নিক্ষেপ যুক্ত করা হয়েছে। ১০ কিলোমিটার হাঁটার পরিবর্তে ২০ কিলোমিটার হাঁটা যুক্ত করা হয়েছে।
- ২০০৫: মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ যুক্ত করা হয়েছে।
চ্যাম্পিয়নশিপ
[সম্পাদনা]পূর্ণাঙ্গ পদক তালিকা
[সম্পাদনা]তালিকাটিতে ১৯৮৩ সালের প্রতিযোগিতা থেকে ২০১৫ সালের প্রতিযোগিতায় প্রাপ্ত পদক দেখানো হলো:
১ | United States | ১৪৩ | ৯৬ | ৮৪ | ৩২৩ |
২ | Russia | ৫৫ | ৬০ | ৫৭ | ১৭২ |
৩ | Kenya | ৫০ | ৪৩ | ৩৫ | ১২৮ |
৪ | Germany | ৩৩ | ৩৫ | ৪০ | ১০৮ |
৫ | Jamaica | ৩১ | ৪৪ | ৩৫ | ১১০ |
৬ | Great Britain | ২৫ | ৩০ | ৩৪ | ৮৯ |
৭ | Ethiopia | ২৫ | ২২ | ২৫ | ৭২ |
৮ | Soviet Union | ২২ | ২৭ | ২৮ | ৭৭ |
৯ | Cuba | ২১ | ২৩ | ১২ | ৫৬ |
১০ | East Germany | ২০ | ১৮ | ১৫ | ৫৩ |
১১ | Poland | ১৬ | ১১ | ১৬ | ৪৩ |
১২ | Czech Republic | ১৩ | ৫ | ৪ | ২২ |
১৩ | চীন | ১১ | ১৮ | ১৫ | ৪৪ |
১৪ | ইতালি | ১১ | ১৫ | ১৩ | ৩৯ |
১৫ | Ukraine | ১১ | ১১ | ১৩ | ৩৫ |
১৬ | France | ১০ | ১৭ | ১৯ | ৪৬ |
১৭ | অস্ট্রেলিয়া | ১০ | ১১ | ১২ | ৩৩ |
১৮ | Belarus | ৯ | ১৩ | ১১ | ৩৩ |
১৯ | Morocco | ৯ | ১১ | ৭ | ২৭ |
২০ | Spain | ৮ | ১৫ | ১৬ | ৩৯ |
২১ | South Africa | ৮ | ৬ | ৭ | ২১ |
২২ | Finland | ৭ | ৮ | ৭ | ২২ |
২৩ | The Bahamas | ৭ | ৬ | ৭ | ২০ |
২৪ | Sweden | ৭ | ৩ | ৫ | ১৫ |
২৫ | Canada | ৬ | ১৪ | ১২ | ৩২ |
২৬ | Norway | ৬ | ৫ | ২ | ১৩ |
২৭ | Algeria | ৬ | ০ | ৩ | ৯ |
২৮ | Romania | ৫ | ৮ | ১০ | ২৩ |
২৯ | Portugal | ৫ | ৬ | ৭ | ১৮ |
৩০ | Bulgaria | ৫ | ৩ | ৮ | ১৬ |
৩১ | Bahrain | ৫ | ১ | ২ | ৮ |
৩২ | New Zealand | ৫ | ১ | ০ | ৬ |
৩৩ | Japan | ৪ | ৬ | ১৩ | ২৩ |
৩৪ | লুয়া ত্রুটি মডিউল:দেশের_উপনাম এর 211 নং লাইনে: প্যারামিটার 2 একটি প্রতিযোগিতার নাম হওয়া উচিত। | ৪ | ৬ | ১০ | ২০ |
৩৫ | Czechoslovakia | ৪ | ৪ | ৩ | ১১ |
৩৬ | Switzerland | ৪ | ০ | ৩ | ৭ |
৩৭ | Croatia | ৩ | ৩ | ০ | ৬ |
৩৭ | Ireland | ৩ | ৩ | ০ | ৬ |
৩৯ | Mexico | ৩ | ১ | ৮ | ১২ |
৪০ | Mozambique | ৩ | ১ | ১ | ৫ |
৪১ | Ecuador | ৩ | ১ | ০ | ৪ |
৪২ | Denmark | ৩ | ০ | ১ | ৪ |
৪৩ | Netherlands | ২ | ৫ | ৭ | ১৪ |
৪৪ | Trinidad and Tobago | ২ | ৪ | ৫ | ১১ |
৪৫ | Estonia | ২ | ৪ | ২ | ৮ |
৪৬ | Lithuania | ২ | ২ | ১ | ৫ |
৪৬ | Qatar | ২ | ২ | ১ | ৫ |
৪৮ | Uganda | ২ | ১ | ২ | ৫ |
৪৯ | Dominican Republic | ২ | ১ | ১ | ৪ |
৫০ | Tajikistan | ২ | ১ | ০ | ৩ |
৫১ | Colombia | ২ | ০ | ২ | ৪ |
৫২ | ব্রাজিল | ১ | ৬ | ৫ | ১২ |
৫৩ | Namibia | ১ | ৪ | ০ | ৫ |
৫৪ | Zambia | ১ | ২ | ০ | ৩ |
৫৫ | Slovenia | ১ | ১ | ২ | ৪ |
৫৬ | Panama | ১ | ১ | ০ | ২ |
৫৬ | Botswana | ১ | ১ | ০ | ২ |
৫৬ | Eritrea | ১ | ১ | ০ | ২ |
৫৯ | Saint Kitts and Nevis | ১ | ০ | ৪ | ৫ |
৬০ | Slovakia | ১ | ০ | ৩ | ৪ |
৬১ | Grenada | ১ | ০ | ১ | ২ |
৬১ | Senegal | ১ | ০ | ১ | ২ |
৬১ | Somalia | ১ | ০ | ১ | ২ |
৬১ | Syria | ১ | ০ | ১ | ২ |
৬৫ | Barbados | ১ | ০ | ০ | ১ |
৬৫ | North Korea | ১ | ০ | ০ | ১ |
৬৭ | Hungary | ০ | ৬ | ৫ | ১১ |
৬৮ | Nigeria | ০ | ৪ | ৪ | ৮ |
৬৯ | Kazakhstan | ০ | ৩ | ৪ | ৭ |
৭০ | Djibouti | ০ | ২ | ১ | ৩ |
৭১ | Israel | ০ | ২ | ১ | ৩ |
৭১ | Tunisia | ০ | ২ | ১ | ৩ |
৭৩ | Turkey | ০ | ২ | ১ | ৩ |
৭৪ | Cameroon | ০ | ২ | ০ | ২ |
৭৪ | Ivory Coast | ০ | ২ | ০ | ২ |
৭৪ | Puerto Rico | ০ | ২ | ০ | ২ |
৭৭ | Belgium | ০ | ১ | ৪ | ৫ |
৭৮ | Austria | ০ | ১ | ১ | ২ |
৭৮ | Burundi | ০ | ১ | ১ | ২ |
৭৮ | Cyprus | ০ | ১ | ১ | ২ |
৭৮ | Ghana | ০ | ১ | ১ | ২ |
৭৮ | Sri Lanka | ০ | ১ | ১ | ২ |
৭৮ | Suriname | ০ | ১ | ১ | ২ |
৮৪ | Bermuda | ০ | ১ | ০ | ১ |
৮৪ | Egypt | ০ | ১ | ০ | ১ |
৮৪ | Sudan | ০ | ১ | ০ | ১ |
৮৪ | Tanzania | ০ | ১ | ০ | ১ |
৮৮ | Serbia | ০ | ০ | ৩ | ৩ |
৮৯ | Latvia | ০ | ০ | ২ | ২ |
৯০ | American Samoa | ০ | ০ | ১ | ১ |
৯০ | Bosnia and Herzegovina | ০ | ০ | ১ | ১ |
৯০ | Cayman Islands | ০ | ০ | ১ | ১ |
৯০ | Dominica | ০ | ০ | ১ | ১ |
৯০ | Haiti | ০ | ০ | ১ | ১ |
৯০ | India | ০ | ০ | ১ | ১ |
৯০ | Iran | ০ | ০ | ১ | ১ |
৯০ | Saudi Arabia | ০ | ০ | ১ | ১ |
৯০ | Zimbabwe | ০ | ০ | ১ | ১ |
৯৮ | সর্বমোট | ৬৭০ | ৬৮৫ | ৬৮১ | ২০৩৬ |
---|
বহু পদকধারী ক্রীড়াবিদ
[সম্পাদনা]- পুরুষ
কমপক্ষে ছয়টি পদক বিজয়ী ১৫জন ক্রীড়াবিদ এ তালিকায় দেখানো হলো:[৪]
ক্রীড়াবিদ | দেশ | মোট | |||
---|---|---|---|---|---|
উসেইন বোল্ট | জামাইকা | ১১ | ২ | ০ | ১৩[৫] |
লাশন মেরিট | যুক্তরাষ্ট্র | ৮ | ৩ | ০ | ১১ |
কার্ল লুইস | যুক্তরাষ্ট্র | ৮ | ১ | ১ | ১০ |
মাইকেল জনসন | যুক্তরাষ্ট্র | ৮ | ০ | ০ | ৮ |
এজিকিয়েল কেমবলি | কেনিয়া | ৪ | ৩ | ০ | ৭ |
হেইল জার্সেল্যাসি | ইথিওপিয়া | ৪ | ২ | ১ | ৭ |
সার্গেই বুবকা | সোভিয়েত ইউনিয়ন / ইউক্রেন | ৬ | ০ | ০ | ৬ |
মো ফারাহ | যুক্তরাজ্য | ৫ | ১ | ০ | ৬ |
জেরেমি ওয়ারিনার | যুক্তরাষ্ট্র | ৫ | ১ | ০ | ৬ |
কেনেনিসা বেকেল | ইথিওপিয়া | ৫ | ০ | ১ | ৬ |
লার্স রাইডেল | জার্মানি | ৫ | ০ | ১ | ৬ |
হিচাম এল গুইরোজ | মরক্কো | ৪ | ২ | ০ | ৬ |
বাচ রেনল্ডস | যুক্তরাষ্ট্র | ৩ | ২ | ১ | ৬ |
বার্নার্ড লাগাত | কেনিয়া / যুক্তরাষ্ট্র | ২ | ৩ | ১ | ৬ |
গ্রেগ হটন | জামাইকা | ০ | ৩ | ৩ | ৬ |
- প্রমিলা
কমপক্ষে ছয়টি পদক বিজয়ী ১৩জন ক্রীড়াবিদ এ তালিকায় দেখানো হলো:[৪]
ক্রীড়াবিদ | দেশ | মোট | |||
---|---|---|---|---|---|
মারলিন অটি | জামাইকা | ৩ | ৪ | ৭ | ১৪ |
অ্যালিসন ফেলিক্স | যুক্তরাষ্ট্র | ৯ | ৩ | ১ | ১৩ |
ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন | জামাইকা | ৩ | ৭ | ১ | ১১ |
শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস | জামাইকা | ৭ | ২ | ০ | ৯ |
জার্ল মাইলস ক্লার্ক | যুক্তরাষ্ট্র | ৪ | ৩ | ২ | ৯ |
গেইল ডেভার্স | যুক্তরাষ্ট্র | ৫ | ৩ | ০ | ৮ |
গুইন টরেন্স | যুক্তরাষ্ট্র | ৩ | ৪ | ১ | ৮ |
সানিয়া রিচার্ডস-রস | যুক্তরাষ্ট্র | ৫ | ২ | ০ | ৭ |
কারমেলিটা জেটার | যুক্তরাষ্ট্র | ৩ | ১ | ৩ | ৭ |
জুলিয়া পেচনকিনা | রাশিয়া | ২ | ৩ | ২ | ৭ |
বেভার্লি ম্যাকডোনাল্ড | জামাইকা | ১ | ৪ | ২ | ৭ |
লরেইন গ্রাহাম | জামাইকা | ১ | ৩ | ৩ | ৭ |
ক্রিস্টিন অহুরুগু | যুক্তরাজ্য | ২ | ০ | ৪ | ৬ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ IAAF World Championships in Athletics. GBR Athletics. Retrieved on 2013-09-08.
- ↑ Archive of Past Events. IAAF. Retrieved on 2013-09-08.
- ↑ "First World Outdoor Championships in Helsinki a landmark for track & field." ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে Usatf.org. Retrieved 2012-07-23.
- ↑ ক খ Statistics book, Moscow 2013
- ↑ http://www.iaaf.org/athletes/jamaica/usain-bolt-184599#honours