বিষয়বস্তুতে চলুন

বিভাস চক্রবর্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিভাস চক্রবর্তী
জন্ম (1937-09-23) ২৩ সেপ্টেম্বর ১৯৩৭ (বয়স ৮৭)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, নাট্য পরিচালনা
কর্মজীবন১৯৫৯ -
পুরস্কারসংগীত নাটক আকাদেমি পুরস্কার (১৯৮৯)

বিভাস চক্রবর্তী, (জন্ম ২৩ সেপ্টেম্বর ১৯৩৭) ভারতীয় বাঙালি অভিনেতা এবং খ্যাতনামা নাট্যব্যক্তিত্ব। [] বিশিষ্ট সমাজকর্মী এবং একজন সফল লেখক হিসাবে তিনি বিশেষভাব পরিচিত। দীর্ঘদিন তিনি পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। []

জন্ম ও প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

বিভাস চক্রবর্তী বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের সিলেটে ১৯৩৭ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বার্মা সীমান্তের কাছে বসবাসের কারণে তার শৈশব কেটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্ভাব্য জাপানি আক্রমণের আশঙ্কার মধ্য দিয়ে। []

বিভাস চক্রবর্তীর অভিনয় জীবনের শুরু বহুরূপী নাট্যদলে হলেও, বহুরূপীতে তার সমযটি ছিল হতাশাজনক। [] ১৯৬০ খ্রিস্টাব্দে তিনি যোগ দেন বাংলার আর এক নাট্যদল নান্দীকারে।  নান্দীকারে তিনি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় বহু নাটকে অভিনয় করেন। [] ১৯৬৬ খ্রিস্টাব্দে তিনি নান্দীকার ছেড়ে তৈরি করেন থিয়েটার ওয়ার্কশপ। সেসময় তিনি বহু নাটকের পরিচালক ছিলেন। যেমন- মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় ‘’রাজরক্ত’’, মনোজ মিত্রের ‘’চাক ভাঙা মধু’’ ইত্যাদি [] বাংলা নাটকের ইতিহাসে ‘’রাজরক্ত’’ ছিল এক উল্লেখযোগ্য নাট্যপরিবেশনা, যেখানে সংকেত-প্রতীক-রূপকের ব্যবহারে প্রথাগত রাজনৈতিক নাটক বাইরে এক ব্যতিক্রমী চরিত্রের পরিস্ফুটন হয়েছে। []

১৯৮৫ খ্রিস্টাব্দে তিনি ‘’অন্য থিয়েটার’’ নামে এক নাট্যদল গঠন করেন [][]

বিভাস চক্রবর্তী পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সূচনাকাল থেকেই বহু বৎসর এর সদস্য ছিলেন। ২০১৮ খ্রিস্টাব্দে তিনি বয়সের কারণে নাট্য আকাদেমির সদস্যপদ ছেড়ে দেন। []

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
  • আমার ভুবন (2002)
  • পথ-ও-প্রসাদ (1991)
  • আমার পৃথিবী (1985)
  • পরশুরাম (1979)
  • চেরা তমসুক (1974)

পুরস্কার

[সম্পাদনা]

১৯৮৯ খ্রিসাব্দে নাট্য পরিচালনায়  বিভাস চক্রবর্তী ভারত সরকারের  সংগীত নাটক অকাদেমি পুরস্কার  লাভ করেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Film on a stage persona"The Telegraph (India) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 
  2. Sinha, Koushik (১৯ নভেম্বর ২০১৮)। "Theater Personality Bibhas Chakraborty Resigns From Natya Akademi"Kolkata24x7। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 
  3. "Bibhas Chakraborty"sangeetnatak.gov.in। ৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 
  4. "কলকাতার কড়চা: শ্রীচৈতন্য মহাপ্রভু সংগ্রহশালা"anandabazar.com। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 
  5. Biswajit Sinha (২০০৩)। Rabindranath Tagore। Raj Publications। পৃষ্ঠা 319। আইএসবিএন 978-81-86208-27-4 
  6. "কলকাতার কড়চা"anandabazar.com। ২৮ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 
  7. "Age reason for Bibhas's quit-Akademi decision | Kolkata News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]