বাস্তব জীবন
বাস্তব জীবন আদিতে বাস্তব বিশ্বকে সাহিত্যের কল্পকাহিনীভিত্তিক, অসদ বা আদর্শীকৃত বিশ্ব থেকে পার্থক্য করার জন্য, কিংবা অভিনয়ের ক্ষেত্রে অভিনয়শিল্পী ও তাদের ফুটিয়ে তোলা চরিত্রের মধ্যে পার্থক্য করার জন্য ব্যবহৃত একটি বাক্যাংশ। তবে আধুনিক যুগে এসে আন্তর্জাল বা ইন্টারনেটের প্রেক্ষিতে বাস্তব জীবন বলতে মূলত আন্তর্জালের বাইরে অবস্থিত (অর্থাৎ অফলাইনের) ঘটনা, ব্যক্তি, কর্মকাণ্ড ও আন্তঃক্রিয়াকে বোঝাতে কথাটি ব্যবহৃত হচ্ছে। একে "রক্তমাংসের জগৎ" (ইংরেজিতে Meatspace মিটস্পেস)[১] নামেও ডাকা হতে পারে।
২০২২ সালে দার্শনিক ডেভিড চালমার্স মত দেন যে তথাকথিত ভৌত বিশ্বের জীবন এবং পরিগণক ও আন্তর্জালে (কম্পিউটার ও ইন্টারনেট) যাপিত জীবনের মধ্যবর্তী সীমারেখা বর্তমানে অস্পষ্ট হয়ে গেছে। মানুষ দুই জীবনেই নিমজ্জিত ও সক্রিয়। তাই দুই ধরনের জীবনকেই বর্তমানে বাস্তব জীবনের অংশ হিসেবে গণ্য করা উচিত।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Meatspace"। Merriam-Webster। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩।
- ↑ David Chalmers (১৪ জুন ২০২২)। "Our Virtual Lives Are Real Lives"। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Meatspace from the Jargon File.
- Meatspace from Oxford Dictionaries Online
- "Origin of the term meatspace?"। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০০৮।
- "Word Spy – meatspace"। ২৮ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০০৮।