বাগেরহাট-২
অবয়ব
বাগেরহাট-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বাগেরহাট জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বাগেরহাট-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বাগেরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯৬নং আসন।
সীমানা
[সম্পাদনা]বাগেরহাট-২ আসনটি বাগেরহাট জেলার কচুয়া উপজেলা ও বাগেরহাট সদর উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]বাগেরহাট-২ সংসদীয় আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন পুরাতন খুলনা জেলাকে ভেঙ্গে তিনটি জেলা (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) করা হয়েছিল।
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মীর শওকাত আলী বাদশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মীর শওকাত আলী বাদশা | ১,০৩,৮৪৬ | ৫০.৮ | ৯.৬ | ||
বিএনপি | এম. এ. সালাম | ৯৫,৯৫৪ | ৪৬.৯ | -১০.৬ | ||
ইসলামী আন্দোলন | জালাল উদ্দিন হাওলাদার | ৩,৪৭০ | ১.৭ | প্র/না | ||
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | চাষী এএম সাইদুর রহমান | ১,২৪০ | ০.৬ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৮৯২ | ৩.৯ | −১২.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,০৪,৫১০ | ৮৯.০ | ৬.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এমএএইচ সেলিম | ১,০৩,৭৯২ | ৫৭.৫ | ২২.৩ | ||
আওয়ামী লীগ | শেখ হেলাল উদ্দিন | ৭৪,৪২৯ | ৪১.২ | ২.০ | ||
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | ফরিদ হাসান | ১,৪৩৬ | ০.৮ | প্র/না | ||
স্বতন্ত্র | মকবুল হোসাইন শেখ | ২৩৮ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | এস. এম. এ. মান্নান | ১৬৯ | ০.১ | প্র/না | ||
জাসদ | এমদাদুল হক মঞ্জিল | ১২১ | ০.১ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | এস. এম. রেজাউল করিম | ৯৯ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | আরেফিন ইসলঅম | ৬৯ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | শেখ দবির উদ্দিন | ৫৭ | ০.০ | প্র/না | ||
বাংলাদেশ সর্বহারা পার্টি | মোঃ মোসারেফ হোসেন | ৪৪ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৯,৩৬৩ | ১৬.৩ | ১২.২ | |||
ভোটার উপস্থিতি | ১,৮০,৪৫৪ | ৮২.৩ | ০.৩ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মীল সাকাওয়াত আলী দারু | ৫৭,৩৭৭ | ৩৯.২ | ২.৭ | ||
বিএনপি | এ. এস. এম. মুস্তাফিজুর রহমান | ৫১,৪৪৮ | ৩৫.২ | -২.৫ | ||
জামায়াতে ইসলামী | শেখ কামরুল আলম | ২৬,৮০৫ | ১৮.৩ | -৩.২ | ||
জাতীয় পার্টি | শেখ আতিয়ার রহমান | ৮,৪৫০ | ৫.৮ | ২.৫ | ||
ইসলামী ঐক্য জোট | মুজিবুর রহমান যুক্তিবাদী | ১,২১৪ | ০.৮ | প্র/না | ||
জাকের পার্টি | সায়েদ সিরাজুল কবির | ৬৪৪ | ০.৪ | -০.৩ | ||
স্বতন্ত্র | এম. এ. আউয়াল | ২৩৬ | ০.২ | প্র/না | ||
ফ্রিডম পার্টি | এস এম আব্দুল মান্নান | ৮২ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | ফকির মোঃ আলী হাসান | ৫৩ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৯২৯ | ৪.১ | ৩.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৬,৩০৯ | ৮২.০ | ২০.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এ. এস. এম. মুস্তাফিজুর রহমান | ৪৮,০৮১ | ৩৭.৭ | |||
আওয়ামী লীগ | মীর সাকাওয়াত আলী দারু | ৪৬,৬৫২ | ৩৬.৫ | |||
জামায়াতে ইসলামী | মুজিবুর রহমান | ২৭,৫০৮ | ২১.৫ | |||
জাতীয় পার্টি | শেখ আব্দুর রহমান | ৪,২০৯ | ৩.৩ | |||
জাকের পার্টি | হানিফুল হক | ৮৪৩ | ০.৭ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | ফজলুর রহমান | ২৬৬ | ০.২ | |||
জাসদ (রব) | শেখ কামরুজ্জামান | ১০৫ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৪২৯ | ১.১ | ||||
ভোটার উপস্থিতি | ১,২৭,৬৬৪ | ৬১.৩ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাগেরহাট-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"। দৈনিক সংগ্রাম। ঢাকা। ১৫ ডিসেম্বর ২০১৩। ১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে বাগেরহাট-২
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |