বাংলাদেশে বসবাসরত নেপালি
অবয়ব
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। |
অল্পসংখ্যক নেপালি বাংলাদেশে বসবাস করছে যাদের বেশীরভাগ ১৯৫০-এর দশকে তাদের মাতৃভূমি থেকে পলায়ন করে এবং নেপালি বংশদ্ভোত জনগণ।[১]
পটভূমি
[সম্পাদনা]১৯৫০-এর দশকে অনেক নেপালি তাদের মাতৃভূমি থেকে পালিয়ে আসে। রাষ্ট্রের দেয়া চাহিদা থেকে অব্যাহতি পেতে এবং উন্নততর জীবন যাপনের জন্য তারা উত্তর ভারত সহ পার্শ্ববর্তী দেশ মায়ানমার, ভুটান এবং বাংলাদেশে আশ্রয় নেয়।