বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক
অবয়ব
বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক | |
---|---|
জিডি | |
নিয়োগকর্তা | বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী |
গঠন | ১৭৯৫ |
প্রথম | মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হলো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এটি পরিচালনা করেন একজন মহাপরিচালক। সংস্থাটির আগের নাম বাংলাদেশ রাইফেলস ছিল। এটির প্রথম মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত।[১] বর্তমান মহাপরিচালক হলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মহাপরিচালকের অফিস ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশর সদর দপ্তর।
মহাপরিচালকদের তালিকা
[সম্পাদনা]নিচে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকদের দেওয়া হয়েছে:[২]
ক্রম | নাম | ছবি | মেয়াদ শুরু | মেয়াদ সমাপ্ত |
---|---|---|---|---|
১ম | মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত | ৩১ জুলাই ১৯৭২ | ২১ ফেব্রুয়ারি ১৯৭৪ | |
২য় | মেজর জেনারেল এম খলিলুর রহমান | ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ | ৩১ অক্টোবর ১৯৭৫ | |
৩য় | মেজর জেনারেল কাজী গোলাম দস্তগীর | ১ নভেম্বর ১৯৭৫ | ১৪ ডিসেম্বর ১৯৭৭ | |
৪র্থ | মেজর জেনারেল মুহাম্মদ আতিকুর রহমান | ১৫ ডিসেম্বর ১৯৭৭ | ৩০ জুন ১৯৮২ | |
৫ম | মেজর জেনারেল আর এ এম গোলাম মুক্তাদির | ১ জুলাই ১৯৮২ | ১৬ জুলাই ১৯৮৫ | |
৬ষ্ঠ | মেজর জেনারেল সফি আহমেদ চৌধুরী | ১৭ জুলাই ১৯৮৫ | ৩০ জুন ১৯৮৮ | |
৭ম | মেজর জেনারেল সাদিকুর রহমান চৌধুরী | ১ জুলাই ১৯৮৮ | ২৩ সেপ্টেম্বর ১৯৯০ | |
৮ম | মেজর জেনারেল মোহাম্মদ আবদুল লতিফ | ২৪ সেপ্টেম্বর ১৯৯০ | 8 জুন ১৯৯২ | |
৯ম | মেজর জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন | ১০ জুন ১৯৯২ | ১১ ফেব্রুয়ারি ১৯৯৫ | |
১০ম | মেজর জেনারেল ইজাজ আহমেদ চৌধুরী | ১২ ফেব্রুয়ারি ১৯৯৫ | ১৮ জুলাই ১৯৯৬ | |
১১তম | মেজর জেনারেল মোঃ আজিজুর রহমান | ২৫ আগস্ট ১৯৯৬ | ৩০ ডিসেম্বর ১৯৯৯ | |
১২তম | মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান | ২৯ ফেব্রুয়ারি ২০০০ | ১১ জুলাই ২০০১ | |
১৩তম | মেজর জেনারেল মোঃ আবু ইসহাক ইবরাহিম | ১২ জুলাই ২০০১ | ১ ডিসেম্বর ২০০১ | |
১৪তম | মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী | ১ ডিসেম্বর ২০০১ | ২১ জানুয়ারী ২০০৩ | |
১৫তম | মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী | ২১ জানুয়ারী ২০০৩ | ১৮ ফেব্রুয়ারি ২০০৬ | |
১৬তম | মেজর জেনারেল শাকিল আহমেদ | ১৯ ফেব্রুয়ারি ২০০৬ | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ | |
১৭তম | লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ | ৯ মে ২০১০ | |
১৮তম | মেজর জেনারেল মোঃ রফিকুল ইসলাম | ৯ মে ২০১০ | ৩০ জুন ২০১১ | |
১৯তম | মেজর জেনারেল আনোয়ার হোসেন | ৩০ জুন ২০১১ | ৫ ডিসেম্বর ২০১২ | |
২০তম | মেজর জেনারেল আজিজ আহমেদ | ৫ ডিসেম্বর ২০১২ | ১ নভেম্বর ২০১৬ | |
২১তম | মেজর জেনারেল আবুল হোসেন | ২ নভেম্বর ২০১৬ | ৮ মার্চ ২০১৮ | |
২২তম | মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম | ২০ মার্চ ২০১৮ | ১৮ ফেব্রুয়ারি ২০২২ | |
২৩তম | মেজর জেনারেল সাকিল আহমেদ | ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ জানুয়ারি ২০২৩ | |
২৪তম | মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান | ১৭ জানুয়ারি ২০২৩ | ৫ ফেব্রুয়ারি ২০২৪ | |
২৫তম | মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী | ৫ ফেব্রুয়ারী ২০২৪ | বর্তমান |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Maj Gen Shafeenul new DG of BGB"। The Daily Star। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮।
- ↑ "Border Guard Bangladesh"। www.bgb.gov.bd। ২০১৬-১১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৯।