বদিউর রহমান
বদিউর রহমান | |
---|---|
চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড | |
কাজের মেয়াদ ২৩ জানুয়ারি ২০০৭[১] – ২২ অক্টোবর ২০০৭[১] | |
প্রধানমন্ত্রী | ফখরুদ্দীন আহমদ |
পূর্বসূরী | এ কে মোতাহার হোসেন |
উত্তরসূরী | মোহাম্মাদ আবদুল মজিদ |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | লেখক, সাবেক সচিব |
বদিউর রহমান একজন বাংলাদেশি কলামলেখক,[২] এবং সাবেক সচিব। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]কর্মজীবনের শুরুতে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা হিসাবে ১৯৭৯ সালে[৩] বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ২০০৩ সালে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।[৪] ২০০৫ সালে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করেন।[৫] ২০০৬ সালের অক্টোবরে তিনি বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিযুক্ত হন।[৬] তিনি পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন।[৭] তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৩ জানুয়ারি, রহমান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন।[৩]
রহমান তার আত্মজীবনীতে একজন বিতর্কিত কাস্টম কর্মচারী এবং তৎকালীন চট্টগ্রাম বন্দরের যুগ্ম কমিশনার মতিউর রহমানকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে নিয়মিত বদলির প্রস্তাব করার কথা লিখেছেন।[৮] ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, মেজর জেনারেল সিনা ইবনে জামালী এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল মঈন উ আহমেদ এই বদলি ঠেকাতে তদবির করেছিলেন।[৮][৯][১০] যদিও তিনি তা প্রত্যাখ্যান করেন। ২০০৭ সালে রহমানকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে[১১] এবং মতিউর রহমানকে আবার চট্টগ্রাম বন্দরে বদলি করা হয়। তিনি বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নীতি প্রস্তাবের সাথেও দ্বিমত পোষণ করেছিলেন। ২০০৭ সালে তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।[১২][১৩] তাকে বিশেষ দায়িত্বে একজন কর্মকর্তা করা হয় এবং এক মাসের ছুটিতে পাঠানো হয়।[১৪]
২০২১ সালে তিনি ডোমুরুয়া থেকে সচিবালয় নামে একটি আত্মজীবনী প্রকাশ করেন। এছাড়াও সরকারি চাকরিতে আমার অনুভূতিসমগ্র নামে তিনি একটি বই লিখেছেন।[৩] তিনি প্রশাসন ও সরকার বিষয়ে পত্র-পত্রিকায় কলাম লিখেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "প্রাক্তন অফিস প্রধানগণ"। জাতীয় রাজস্ব বোর্ড। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৪।
- ↑ যুগান্তর রিপোর্ট (৩০ জানুয়ারি ২০২০)। "ফেব্রুয়ারিতে এক প্ল্যাটফর্মে মিলিত হচ্ছেন সাবেক সচিবরা"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪।
- ↑ ক খ গ "রাজনৈতিক প্রশ্রয়ে দুর্নীতিবাজেরা এখন অনেক বেশি ক্ষমতাবান" (সাক্ষাৎকার)। সাক্ষাত্কার গ্রহণ করেন সোহরাব হাসান। প্রথম আলো। ৩০ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৪।
- ↑ প্রতিবেদক (১৭ নভেম্বর ২০০৩)। "Irregularity in VGF rice supply" (ইংরেজি ভাষায়)। নীলফামারী: দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪।
- ↑ প্রতিবেদক (১৭ ডিসেম্বর ২০০৫)। "'JOCVs achieve satisfactory results in development activities'" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪।
- ↑ স্টাফ করেসপন্ডেন্ট (৩১ অক্টোবর ২০০৬)। "Chief Adviser Swings Into Action" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪।
- ↑ রায়ান, জেমস জি; মেং, জিন (২০০৪)। The Contribution of IFPRI Research and the Impact of the Food for Education Program in Bangladesh on Schooling Outcomes and Earnings (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪।
- ↑ ক খ হাসান, সোহরাব (২৫ জুন ২০২৪)। "বদিউরের চোখে 'ছাগল-কাণ্ডের' মতিউর"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪।
- ↑ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক (২৭ জুন ২০২৪)। "মতিউরের বদলি বাতিলে 'তদবির' করেন মঈন ইউ আহমেদ"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৪।
- ↑ টিবিএস রিপোর্ট (২৬ জুন ২০২৪)। "মতিউরের বদলির আদেশ প্রত্যাহারে 'তদবির' করেন জেনারেল মঈন ইউ আহমেদ"। টিবিএস। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৪।
- ↑ VOA (১৮ অক্টোবর ২০০৭)। "NBR Chairman in Bangladesh Removed from his Present Assignment" (ইংরেজি ভাষায়)। ভয়েস অফ আমেরিকা (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪।
- ↑ প্রতিবেদক (২৩ অক্টোবর ২০০৭)। "Irked ex-NBR chief retires"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪।
- ↑ "Badiur Rahman walks out on govt"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২২ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪।
- ↑ "Ex-NBR chief granted a month's leave"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪।