বড়হাতিয়া ইউনিয়ন
বড়হাতিয়া | |
---|---|
ইউনিয়ন | |
১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বড়হাতিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°০′১২″ উত্তর ৯২°৩′১৪″ পূর্ব / ২২.০০৩৩৩° উত্তর ৯২.০৫৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | লোহাগাড়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | বিজয় কুমার বড়ুয়া |
আয়তন | |
• মোট | ৩০.৫৫ বর্গকিমি (১১.৮০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩২,৯৫৫ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি ৬) |
পোস্ট কোড | ৪৩৯৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বড়হাতিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বড়হাতিয়া ইউনিয়নের আয়তন ৭,৫৪৮ একর (৩০.৫৫ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বড়হাতিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৩২,৯৫৫ জন। এর মধ্যে পুরুষ ১৫,৬৪৮ জন এবং মহিলা ১৭,৩০৭ জন। মোট পরিবার ৬,৩৩২টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লোহাগাড়া উপজেলার সর্ব-পশ্চিমে বড়হাতিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে আধুনগর ইউনিয়ন; পূর্বে আধুনগর ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন; উত্তরে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন এবং পশ্চিমে বাঁশখালী পৌরসভা, বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন ও চাম্বল ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]বড়হাতিয়া ইউনিয়ন ১৯৬৮ সালে ১৩নং কাউন্সিল হিসেবে সাতকানিয়া উপজেলার অন্তর্ভুক্ত ছিল। ১৯৮৩ সালে বিভক্ত হওয়ার পর থেকে লোহাগাড়া উপজেলার অধীনে ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ হিসেবে কার্যক্রম শুরু করে।[২]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বড়হাতিয়া ইউনিয়ন লোহাগাড়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি ৪টি মৌজা/গ্রামে বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
- বড়হাতিয়া
- জঙ্গল বড়হাতিয়া
- চাকফিরানী
- আমতলী
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বড়হাতিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫২.৩%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৯টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি এবতেদায়ী মাদ্রাসা ও ৩টি কিন্ডারগার্টেন রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাদ্রাসা[৪]
- বড়হাতিয়া এশাতুল উলুম ফাজিল মাদ্রাসা
- কুমিরাঘোনা আখতারাবাদ দাখিল মাদ্রাসা
- বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসা
- বড়হাতিয়া হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৬]
- আখতারাবাদ কুমিরাঘোনা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর আমতলী চান্দির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাকফিরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ চাকফিরানী চিংগী শাহ্ (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সেনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এবতেদায়ী মাদ্রাসা[৭]
- আখতারাবাদ কুমিরাঘোনা নতুন পাড়া শাহ আখতারিয়া এবতেদায়ী মাদ্রাসা
- উত্তর বড়হাতিয়া আদর্শ এবতেদায়ী মাদ্রাসা
- উত্তর বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদিয়া এবতেদায়ী মাদ্রাসা
- দক্ষিণ চাকফিরানী শাহ আখতারিয়া এবতেদায়ী মাদ্রাসা
- বড়হাতিয়া হাদুরপাড়া মিছবাহুল উলুম এবতেদায়ী মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বড়হাতিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ৩টি সড়ক হল চুনতি-বড়হাতিয়া রামপুর ডিসি (শাহ্ জব্বারিয়া) সড়ক, সোনাকানিয়া-বড়হাতিয়া সড়ক ও মনুফকির হাট-মছদিয়া-শাহপীর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]বড়হাতিয়া ইউনিয়নে ৮০টি মসজিদ, ১৪টি মন্দির ও ৪টি বিহার রয়েছে।[৩]
খাল ও নদী
[সম্পাদনা]বড়হাতিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে থমথমিয়া খাল, পাগলিছড়া খাল এবং কালাগোদা খাল।[৮]
হাট-বাজার
[সম্পাদনা]বড়হাতিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মনুফকির বাজার, সেনেরহাট বাজার, মগদীঘির বাজার, দক্ষিণ চাকফিরানী হাটখোলা মুড়া বাজার এবং কুমিরাঘোনা নতুন বাজার।[৯]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]বড়হাতিয়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১০]
- জঙ্গল বড়হাতিয়া গ্যাসফিল্ড
- কুমিরাঘোনা আখতারাবাদ বায়তুশ শরফ
- বড়হাতিয়া মগদীঘি
- বড়হাতিয়া চিংগী শাহ্ (রাহঃ) মাজার
- চাকফিরানী (গোদা) বাঁধ
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: বিজয় কুমার বড়ুয়া
- চেয়ারম্যানগণের তালিকা[১১]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মাওলানা আবুল খাইর উল্লাহ | ১৯৬০-১৯৬৫ |
০২ | আবুল হাশেম | ১৯৬৬-১৯৭১ |
০৩ | জালাল খলিফা | ১৯৭৩-১৯৭৬ |
০৪ | মাওলানা আবুল খাইর উল্লাহ | ১৯৭৬-১৯৯০ |
০৫ | জাফর আহমদ | ১৯৯০-১৯৯৫ |
০৬ | মোহাম্মদ আলী | ১৯৯৫-২০০০ |
০৭ | আব্দুল ওয়াহাব চৌধুরী | ২০০১-২০১১ |
০৮ | মুহাম্মদ জুনাইদ | ২০১১-২০২২ |
০৯ | বিজয় কুমার বড়ুয়া | ২০২২-২০২৪ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০।
- ↑ "ইউনিয়নের ইতিহাস - বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন"। barahatiaup.chittagong.gov.bd। ১১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ ক খ গ "এক নজরে বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন"। barahatiaup.chittagong.gov.bd। ১১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ "মাদ্রাসা - বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন"। barahatiaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ "উচ্চ মাধ্যমিক বিদ্যালয় - বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন"। barahatiaup.chittagong.gov.bd। ১১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন"। barahatiaup.chittagong.gov.bd। ১১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ "মাদ্রাসা - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"। lohagara.chittagong.gov.bd। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "খাল ও নদী - বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন"। barahatiaup.chittagong.gov.bd। ১১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ "হাট বাজার - বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন"। barahatiaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ "বড়হাতিয়া ইউনিয়নের দর্শনীয় স্থান - বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন"। barahatiaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন"। barahatiaup.chittagong.gov.bd। ১১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।