ফরায়েজী আন্দোলন ১৮৪২
ফরায়েজী আন্দোলন ১৮৪২ | |
---|---|
পরিচালক | ডায়েল রহমান |
প্রযোজক | বাসেদ শিমন |
চিত্রনাট্যকার | ডায়েল রহমান ছটকু আহমেদ |
শ্রেষ্ঠাংশে | আমিন খান নওশীন নেহরিন মৌ |
সুরকার |
|
চিত্রগ্রাহক | ডায়েল রহমান |
প্রযোজনা কোম্পানি | ওয়াইল্ড ড্রিম মাল্টিমিডিয়া প্রডাকশন |
মুক্তি | ২০ ডিসেম্বর ২০১৯ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ফরায়েজী আন্দোলন ১৮৪২ একটি বাংলাদেশি জীবনীভিত্তিক চলচ্চিত্র। ওয়াইল্ড ড্রিম মাল্টিমিডিয়া প্রডাকশনের ব্যানারে বাসেদ শিমনের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডায়েল রহমান। পরিচালক ডায়েল রহমানের চিত্রনাট্য অনুযায়ী চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আমিন খান ও নওশীন। চলচ্চিত্রটি ফরায়েজী আন্দোলনের নেতা দুদু মিয়ার জীবনী অবলম্বনে বানানো হয়েছে। ১৮৪০-৪২ সময়কালে দুদু মিয়া ফরায়েজী আন্দোলনের নেতৃত্বে থাকাকালীন ঐতিহাসিক ঘটনাবলীই এই চলচ্চিত্রের মূলবিষয়বস্তু।চলচ্চিত্রটির নাম শুরুতে দুদু মিয়া রাখা হলেও নির্মাণ কাজ শেষ হওয়ার পর 'ফরায়েজী দল' ও পরবর্তীতে চলচ্চিত্রটির নাম পরিবর্তন করে ফরায়েজী আন্দোলন ১৮৪২ রাখা হয়।[১] ২০১৯ সালের ২০ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায়।[২][৩]
অভিনয়ে
[সম্পাদনা]- আমিন খান - দুদু মিয়া[৪]
- নওশীন নেহরিন মৌ - ময়না।
- আমির সিরাজী - মদন ঘোষ, ফরিদপুর অঞ্চলের জমিদার।
- আহমেদ শরীফ - মোহন ঘোষ, ফরিদপুর অঞ্চলের জমিদার।
- মামুন মুন্না - শিকদার, ফরিদপুর অঞ্চলের জমিদার।
- নিঝুম রুবিনা - বাইজী।
- ছটকু আহমেদ
- জামিলুর রহমান শাখা
নির্মাণ
[সম্পাদনা]২০১২ সালের ডিসেম্বর মাসে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়।[৪] ২০১৫ সালের ৫ ডিসেম্বর শেষ হয় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ।[৫][৬] নানা কারণে চলচ্চিত্রটির চিত্রগ্রহণে বিঘ্ন ঘটে। দুদু মিয়ার পরিবার হতে চলচ্চিত্র নির্মাণের অনুমতি নিতে সময় ক্ষেপণ হওয়ায়, চলচ্চিত্রটি নির্মাণে সাত বছরের বেশি সময় লাগে।[৭] ২০১৯ সালের ২৭ জুন চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।[৮][৯][১০]
সঙ্গীত
[সম্পাদনা]ফরায়েজী আন্দোলন ১৮৪২ | ||
---|---|---|
সুজন আরিফ, রাজীব ও কনা কর্তৃক চলচ্চিত্র সঙ্গীত | ||
মুক্তির তারিখ | ০৪ অক্টোবর, ২০১৬ | |
ঘরানা | চলচ্চিত্র সংগীত | |
দৈর্ঘ্য | ১৪:৩৬ | |
ভাষা | বাংলা | |
সঙ্গীত প্রকাশনী | জি সিরিজ | |
প্রযোজক | শিউব রিপন সুজন আরিফ | |
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "দিশে হারা পথ হারা" | ||
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "দূর আকাশে ওই তারা" | ||
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "তুমি আমার আমি জেনেছি মনে" |
এই চলচ্চিত্রে তিনটি গান রয়েছে।[২] গুঞ্জন চৌধুরীর গীতিতে শিউব রিপন ও সুজন আরিফের সঙ্গীত পরিচালনায় গানগুলিতে কন্ঠ দিয়েছেন সুজন আরিফ নিজে, রাজীব ও কণা। গানগুলি জি-সিরিজ হতে ২০১৬ সালের ০৪ অক্টোবর ইউটিউবে অবমুক্ত করা হয়।[১১][১২][১৩] এছাড়াও মুখলেসুর রহমান এই চলচ্চিত্রের আবহ সঙ্গীত পরিচালনা করেন।
অবমুক্ত গানের তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "দিশে হারা পথ হারা" | গুঞ্জন চৌধুরী | সুজন আরিফ | সুজন আরিফ ও রাজীব | ০৬:২৮ |
২. | "দূর আকাশে ওই তারা জানে না" | গুঞ্জন চৌধুরী | সুজন আরিফ | কনা ও রাজীব | ০৫:২৯ |
৩. | "তুমি আমার আমি জেনেছি মনে" | গুঞ্জন চৌধুরী | সুজন আরিফ | কনা ও রাজীব | ০২:৩৯ |
মোট দৈর্ঘ্য: | ১৪:৩৬ |
প্রচারণা ও মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও[৮][৯][১০] পরবর্তীতে ২০ ডিসেম্বর মুক্তি দেয়ার ঘোষণা দেয়া হয়।[৯] নতুন মুক্তির তারিখ ঘোষণার সাথে ২০১৯ সালের ২ ডিসেম্বর চলচ্চিত্রটির ৩ মিনিট ৪১ সেকেন্ডের ট্রেইলার প্রকাশিত হয়।[১৪] ২০১৯ সালের ২০ ডিসেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২]
প্রতিক্রিয়া
[সম্পাদনা]বাংলা মুভি ডেটাবেজে ফাহিম মনতাসির ইতিহাস অবিকৃত রেখে এই চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য তৈরীর জন্য ডায়েল রহমান এবং আমিন খানের বলিষ্ট অভিনয়ের প্রশংসা করেন, তবে চিত্রগ্রহণ ও সম্পাদনার সমালোচনা করেন। তিনি রেটিং প্রদান করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ঐতিহাসিক গল্পের দূর্বল উপস্থাপনা!"। বাংলা মুভি ডেটাবেজ। ২০১৯-১২-২২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ ক খ গ "বছর শেষ হচ্ছে অনুদানের ছবিতে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- ↑ "২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে 'ফরায়েজী আন্দোলন ১৮৪২'"। Zoom Bangla News। ২০১৯-১১-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৫।
- ↑ ক খ "দুদু মিয়া চরিত্রে আমিন খান"। প্রথম আলো। ১৩ ডিসেম্বর ২০১২। ২০১৯-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯।
- ↑ "অবশেষে শেষ হলো 'দুদু মিয়া'"। বাংলানিউজ২৪.কম। ৬ জানুয়ারি ২০১৬। ৩০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯।
- ↑ "শেষ হলো 'দুদু মিয়া'"। ইত্তেফাক। ৭ জানুয়ারি ২০১৬। ৩০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯।
- ↑ "২০ ডিসেম্বর আসছে আমিন খানের 'ফরায়েজী আন্দোলন'"। সমকাল। ২০১৯-১২-০৩। ২০১৯-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
- ↑ ক খ "ছাড়পত্র পেল আমিন খানের 'ফরায়েজী আন্দোলন ১৮৪২'"। মানবজমিন। ৩০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯।
- ↑ ক খ গ "নতুন নামে ছাড়পত্র পেল 'দুদু মিয়া'"। সময় টিভি। ৩০ জুন ২০১৯। ৩০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯।
- ↑ ক খ "ছাড়পত্র পেল আমিন-নওশীনের 'ফরায়েজী আন্দোলন ১৮৪২'"। আরটিভি। ৩০ জুন ২০১৯। ৩০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯।
- ↑ "Dishe Hara Poth Hara | Movie Dudu Mia | Movie Song"। ইউটিউব। ২০১৬-১০-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "Dur Akasher Oe Tara Janena | Kona & Razib | Movie Dudu Mia | Movie Song"। ইউটিউব। ২০১৬-১০-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "Tumi Amar Ami Jenechi Mone | Kona & Razib | Movie Dudu Mia | Movie Song"। ইউটিউব। ২০১৬-১০-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "Forayeji Andolon Trailer | Amin Khan | Nawsheen Nahreen Mou | Bangla Movie 2019"। ইউটিউব। ২০১৯-১২-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে ফরায়েজী আন্দোলন ১৮৪২
- ইউটিউবে 'ফরায়েজী আন্দোলন ১৮৪২' চলচ্চিত্রের ট্রেইলার