প্রবেশদ্বার:দূর্যোগ
দূর্যোগদূর্যোগ বা দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট ক্ষতিকর দূর্ঘটনাবিশেষ। এরফলে বাহ্যিকভাবে ক্ষতিসাধন, জীবনহানি কিংবা পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। দূর্যোগ বিভিন্নভাবে ও বিভিন্ন ধরনের হতে পারে। তবে অধিকাংশ দূর্যোগই প্রকৃতির তাণ্ডবলীলায় সংঘটিত হয়। ভূমিকম্প, ঝড়, বন্যা, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের মাধ্যমে ঘটতে পারে। মানুষের জীবনহানিসহ সহায়-সম্পত্তি, ঘর-বাড়ী ধ্বংস, জমির ফসল নষ্ট হবার ফলে ব্যক্তির অর্থনৈতিক ও সামাজিক জীবনধারা, সাংস্কৃতিক পরিমণ্ডলে এর প্রভাব পড়ে মারাত্মকভাবে। দূর্যোগের ফলে অনেক সময় ব্যক্তির মানসিক দৃষ্টিভঙ্গীরও পরিবর্তন হয়ে যেতে পারে।
নির্বাচিত নিবন্ধন
ঘূর্ণিঝড় সিডর (অতি মারাত্মক ঘূর্ণিঝড় সিড্র, ইংরেজিতে Very Severe Cyclonic Storm Sidr) হচ্ছে ২০০৭ সালে বঙ্গোপসাগরে এলাকায় সৃষ্ট একটি ঘূর্ণিঝড়। ২০০৭ সালে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে এটি ৪র্থ নামকৃত ঘূর্ণিঝড়। এটির আরেকটি নাম ট্রপিক্যাল সাইক্লোন ০৬বি (Tropical Cyclone 06B)। শ্রীলংকান শব্দ 'সিডর' বা 'চোখ'-এর নামের এর নাম করণ করা হয়েছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর সকাল বেলা পর্যন্ত বাতাসের বেগ ছিল ঘন্টায় ২৬০ কিমি/ঘণ্টা এবং ৩০৫ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইছিলো। একারণে সাফির-সিম্পসন স্কেল অনুযায়ী একে ক্যাটেগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় আখ্যা দেয়া হয়। নভেম্বর ১৮ তারিখ রবিবার সন্ধ্যা পর্যন্ত সরকারী ভাবে ২,২১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাংলাদেশ সরকার এ ঘটনাকে জাতীয় দূর্যোগ বলে ঘোষণা করেছে।
নির্বাচিত ছবি
আপনি জানেন কী...
সংবাদ ও ঘটনাসমূহনির্বাচিত বার্ষিকী ডিসেম্বরবিষয়শ্রেণীকোনো উপ-বিষয়শ্রেণী নেই উইকিপ্রকল্পসমূহআপনি যা করতে পারেনআপনি দুর্যোগ নিয়ে লিখতে আগ্রহী হলে লাল লিংক যুক্ত (অনুবাদের সুবিধার্থে প্রত্যেকটির সাথে সংশ্লিষ্ঠ ইংরেজি নিবন্ধের লিংক দেওয়া হয়েছে) যে কোন একটি নিবন্ধ শুরু করে দিতে পারেন অথবা অসম্পূর্ণ তালিকা থেকে যে কোন নিবন্ধের মান উন্নয়নে সহয়তা করতে পারেন। অনুবাদ করুন২০১০-এর হাইতি ভূমিকম্প (2010 Haiti earthquake) • দুর্ভিক্ষ (Famine) • হারিকেন আইক (Hurricane Ike) • দাবানল (Wildfire) • ২০১৩ উত্তর ভারত বন্যা • (2013 North India floods) • ঘূর্ণিঝড় পাইলিন Cyclone Phailin) • ২০১৩ ইউরোপীয় বন্যা (2013 European floods) মান উন্নয়ন করুনসংশ্লিষ্ট প্রবেশদ্বারসমূহউইকিমিডিয়া
|