পৈশাচ বিবাহ
পৈশাচ বিবাহ মনু স্মৃতির চতুর্থ অধ্যায়ে (শ্লোক 3.34) বর্ণিত আট প্রকার বিবাহের মধ্যে অন্যতম। [১]
Suptāṃ mattāṃ pramattāṃ vā raho yatropagacchati |
Sa pāpiṣṭho vivāhānāṃ paiśācaścāṣṭamo'dhamaḥ ||
সংস্কৃত:
সুপ্তাং মত্তাং প্রমত্তাং বা রহো যত্রোপগচ্ছতি।
স পাপিষ্ঠো বিবাহানাং পৈশাচশ্চাষ্টমোঽধমঃ॥
যখন কোন পুরুষ কোন নারীকে অপহরণ করে এবং ঘুমের সময় তার সাথে যৌন মিলন করে, অথবা মাতাল বা মাতাল বা অচেতন বা মানসিক প্রতিবন্ধী হলে তাকে বলা হয় পৈশাচ বিয়ে। হিন্দুধর্মের মনুস্মৃতিতে সংজ্ঞায়িত আট প্রকারের বিবাহ যেমন (১) ব্রহ্ম, (২) দৈব, (৩) অর্শ, (৪) প্রাজাপত্য, (৫) অসুর, (৬) গন্ধর্ব, (৭) রাক্ষস, and (৮) পৈশাচ এর মধ্যে এই বিবাহের কথা বিশেষভাবে উল্লেখ্য।
হিন্দু ধর্মের হিন্দু সমাজশৃঙ্খলার চারটি বর্ণ যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সকলের জন্য এই ধরনের বিবাহ কে নিন্দিত ও নিষিদ্ধ করা হয়েছে। এই ধরনের বিয়ে থেকে জন্ম নেওয়া শিশুরা সঠিক উত্তরাধিকারী হয় না কারণ এই বিয়ে নিজেই অবৈধ বলে বিবেচিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Manusmriti with the Commentary of Medhatithi by Ganganatha Jha | 1920 | 1,381,940 words | আইএসবিএন ৮১২০৮১১৫৫০ (https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc199802.html)