বিষয়বস্তুতে চলুন

পশ্চিম এশিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পশ্চিম এশিয়া
Location of Western Asia on Earth
আয়তন৬২,৫৫,১৬০ কিঃমিঃ
(২৪,১৫,১৩১ বর্গ মাইল)
  • জনসংখ্যা
  •  • ঘনত্ব
  • ৩১,৩৪,২৮,০০০
  •  ৫০.১/কিমি (১৩০/বর্গমাইল)
দেশসমূহ
মোআউ (নামমাত্র)$২.৭৪২ ট্রিলিয়ন (২০১০)
মাথাপিছু মোআউ$৮,৭৪৮ (২০১০)
সময় অঞ্চলসমূহইউটিসি ০২:০০
ইউটিসি ০৩:০০
ইউটিসি ০৩:৩০
ইউটিসি ০৪:০০
ইউটিসি ০৪:৩০

পশ্চিম এশিয়া বলতে এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত একটি অঞ্চলকে বোঝায়। পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। পশ্চিম এশিয়াতে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ মিশর অন্তর্ভুক্ত নয় (দেশটিকে উত্তর আফ্রিকার অংশ ধরা হয়)। এছাড়া মধ্যপ্রাচ্য-বহির্ভূত ককেসাস অঞ্চলটিকেও পশ্চিম এশিয়ার অন্তর্গত করা হয়। পশ্চিম এশিয়ার আয়তন প্রায় ৬২,৫৫,১৬০ বর্গকিলোমিটার এবং এখানে প্রায় ৩১ কোটির কিছু বেশি লোকের বাস।

জাতিসংঘের ভূবিন্যাস অনুযায়ী নিচের দেশগুলি পশ্চিম এশিয়ার অন্তর্ভুক্ত।