পরিচয় (২০১৩-এর চলচ্চিত্র)
পরিচয় | |
---|---|
পরিচালক | রুপালি গুহা |
প্রযোজক | সৌম গাঙ্গুলী |
রচয়িতা | রুপালি গুহা |
শ্রেষ্ঠাংশে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিষ্টি চক্রবর্তী জো ডেব্রে হেইডি মুমফোর্ড ফেরদৌস আহমেদ |
সুরকার | অনুপম রায় |
প্রযোজনা কোম্পানি | জোহর'স প্রডাকসনস কোম্পানি |
মুক্তি | ২১ জুলাই ২০১৩ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
পরিচয় ২১ জুলাই ২০১৩-এ মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিষ্টি চক্রবর্তী ও ফেরদৌস আহমেদ
এই ছবিটি পিতা ও কন্যার গল্প, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ইন্দ্রানী চক্রবর্তী দ্বারা পরিচালিত, যুক্তরাজ্যে বসবাসকারী বাঙ্গালী ভাষাভাষী এশিয়ানদের উজ্জ্বল করে,বিশেষত সমস্যায় যারা তাদের স্বদেশের সাথে সংযুক্ত থাকার বিভিন্ন উপায় খুঁজে বের করে।
চলচ্চিত্র পরিচালক বসু চট্টোপাধ্যায়ের কন্যা রূপালী, এই চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।[১]
কাহিনী
[সম্পাদনা]অনুপম এবং রিমির গল্প নিয়ে পরিচয় চলচ্চিত্র আবর্তিত হয়। বারো বছর পর অনুপম এবং রিমির একে অপরের সাথে পুনরায় দেখা হয়। এর আগে অনুপম, রিমি আর তার মাকে ছেড়ে যুক্তরাজ্যে চলে গিয়েছিল। রিমি তার বিচ্ছিন্ন বাবার সাথে পুনরায় মিলিত হতে যুক্তরাজ্যে যায়। যুক্তরাজ্যে রিমি তার বাবার জীবনধারার সাথে পরিচিত হয়। এখানে ব্রিটিশ-বাংলাদেশী ছেলে ফাহিমের সাথে রিমির বন্ধুত্ব তৈরি হয়। চলচ্চিত্রটি রিমি, অনুপম, ফাহিম এবং লরির জগৎকে কেন্দ্র করে আবর্তিত হয়।
অভিনয়ে
[সম্পাদনা]- অনুপম চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- রিমি চরিত্রে মিষ্টি চক্রবর্তী
- ফাহিম চরিত্রে জোয়ি দেবরায়
- লরি চরিত্রে হেইদি মামফোর্ড
- সেলিমের চরিত্রে ফেরদৌস আহমেদ
- প্রশন্ত চৌধুরী চরিত্রে ইফতেখার
- ইন্দ্রাণী চক্রবর্তী
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "porichoi"। timesofindia.indiatimes.com। ২০১৪-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২১।
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০১৩-এর চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র
- কলকাতায় ধারণকৃত চলচ্চিত্র
- ২০১০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- কলকাতার পটভূমিতে চলচ্চিত্র
- ব্রিটিশ ভারতীয় চলচ্চিত্র
- ইংল্যান্ডের পটভূমিতে চলচ্চিত্র
- বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র
- ইংল্যান্ডে ধারণকৃত চলচ্চিত্র
- যুক্তরাজ্যে ভারতীয় বিক্ষিপ্ত উদ্বাসন
- ব্রিটিশ বাংলাদেশী চলচ্চিত্র