পদ্মনাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদ
পণ্ডিত পদ্মনাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদ | |
---|---|
জন্ম | পদ্মনাথ ভট্টচার্য সিলেট |
মৃত্যু | ১৯৩৮ | (বয়স ৬৯–৭০)
ছদ্মনাম | বিদ্যাবিনোদ |
পেশা | ইতিহাসবিদ |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
বিষয় | প্রাচীন ইতিহাস |
উল্লেখযোগ্য রচনাবলি | কামরূপশাসনাবলী, মি. গাইটস হিস্টোরি অব আসাম: আ ক্রিটিকাল স্টাডি |
পদ্মনাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদ (১৮৬৮-১৯৩৮)[১] একজন ব্রিটিশ ভারতীয় বাঙালি ইতিহাসবিদ ছিলেন। তিনি মূলত প্রাচীন কামরূপ অঞ্চলের ইতিহাস নিয়ে কাজ করার জন্য বিখ্যাত।
জীবনী
[সম্পাদনা]পদ্মানাথ ভট্টাচার্য ১৮৬৮ খ্রিষ্টাব্দে তৎকালীন ব্রিটিশ ভারতের সিলেটে (বর্তমান বাংলাদেশে) একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
উল্লেখযোগ্য কর্ম
[সম্পাদনা]পদ্মনাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদের উল্লেখযোগ্য কর্মের মধ্যে রয়েছে:
- কামরূপশাসনাবলী,[২]
- রামকৃষ্ণ-বিবেকানন্দ প্রসঙ্গ,
- মি. গাইটস হিস্টোরি অব আসাম: আ ক্রিটিকাল স্টাডি,
- এপিগ্রাফিয়া ইন্ডিকা বালাম ১২ (অংশবিশেষ)।[৩]
এছাড়াও তিনি নিয়মিত বিভিন্ন কামরূপ লিপির আবিষ্কার ও পাঠোদ্ধারে নিয়োজিত ছিলেন।
পদ্মনাথ ভট্টাচার্য আসামের অগ্রসরমান সংস্কৃত পণ্ডিত ছিলেন। তিনি কটন কলেজের অধ্যাপক এবং কামরূপ অনুসন্ধান সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বিদ্যাবিনোদ ভারতের ইতিহাস ও আসামের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে গাইটের ধারণা, ব্যাখ্যা, স্বগঠিত ভাবার্থ ও তাঁর কর্মের প্রচ্ছন্ন রাজনৈতিক বৈশিষ্ট্য পছন্দ করতেন না এবং এসবের কঠোর সমালোচনা করেন।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |