নো-উইন সিচুয়েশন
নো-উইন সিচুয়েশন (no-win situation) কে “lose-lose situation” নামেও অভিহিত করা হয়। এটা হচ্ছে এমন একটা পরিস্থিতি; যেখানে একজন পছন্দকারীর কাছে এমন কোনো পছন্দ থাকে না; যার ফলে সে লাভবান হতে পারে। উদাহরণস্বরুপ: বিচারে সাজাপ্রাপ্ত আসামীকে; জল্লাদের বাছাই করার সুযোগ দেওয়াকে বিবেচনা করা যেতে পারে। জল্লাদ যখন আসামীকে প্রশ্ন করে, সে কীভাবে মরতে চায়? ফাসিকাষ্ঠে ঝুলে, গুলি খেয়ে না বিষক্রিয়ায়। এক্ষেত্রে যে অপশনই আসামী বাছাই করুক না কেন তা তাকে নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যাবে। এই মৃত্যু থেকে বাচার কোনো সুযোগ তার নেই। অথচ তাকে যে কোন একটা অপশন বাছাইয়ের সুযোগ দেওয়া হচ্ছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীটি এক্ষেত্রে যে পরিস্থিতির সম্মুখীন হলো; এটাই no-win situation পরিস্থিতি। এর চেয়ে কম কঠোর পরিস্থিতিকেও নো-উইন সিচুয়েশনের সাথে তুলনা করা যায়। যেমন: কাওকে দুপুরে কোন খাবার গ্রহণ করবে, এরকম একটা প্রশ্ন করা হল, এবং তার সামনে অপশন রাখা হলো, শুকর দ্বারা প্রস্তুতকৃত স্যান্ডউইচ বা রোস্ট বিফ বা গরুর মাংস দ্বারা প্রস্তুতকৃত স্যান্ডউইচ এর মধ্য থেকে খাবার বেছে নিতে। কিন্তু সে যদি নিরামিষাষী হয় বা তার এধরনের খাদ্যে ফুড এলার্জী থাকে; তাহলে তার সামনে যে পরিস্থিতির উদয় ঘটল; এটাও এক প্রকার নো-উইন সিচুয়েশন।
আরও দেখুন
[সম্পাদনা]- Catch-22 (logic)
- Cornelian dilemma
- Double bind
- Kobayashi Maru
- Morton's fork
- Pyrrhic victory
- Setting up to fail
- Two-body problem (career)
- Winner's curse
- Win-win game
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- Leon F Seltzer Ph.D (2013) Two Ways to "Win" in a No-Win Situation