বিষয়বস্তুতে চলুন

নোহসিংথিয়াং জলপ্রপাত

স্থানাঙ্ক: ২৫°১৪′৩৫″ উত্তর ৯১°৪৪′৩৫″ পূর্ব / ২৫.২৪৩° উত্তর ৯১.৭৪৩° পূর্ব / 25.243; 91.743
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নোহসিংথিয়াং জলপ্রপাত
নোহসিংথিয়াং বা সেভেন সিস্টার্স ওয়াটার ফলস
মানচিত্র
অবস্থানপূর্ব খাসি পাহাড় জেলা, মেঘালয়, ভারত
স্থানাঙ্ক২৫°১৪′৩৫″ উত্তর ৯১°৪৪′৩৫″ পূর্ব / ২৫.২৪৩° উত্তর ৯১.৭৪৩° পূর্ব / 25.243; 91.743
ধরনখণ্ডিত
মোট উচ্চতা৩১৫ মিটার (১,০৩৩ ফু)
ঝরার সংখ্যা
গড় প্রস্থ৭০ মিটার (২৩০ ফু)

নোহসিংথিয়াং জলপ্রপাত (সেভেন সিস্টার্স জলপ্রপাত বা মাওসমাই জলপ্রপাত নামেও পরিচিত) হল ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার মাওসমাই গ্রামের ১ কিলোমিটার (০.৬২ মাইল) দক্ষিণে অবস্থিত একটি সাত-খণ্ডিত জলপ্রপাত। জলপ্রপাতটির জল ৩১৫ মিটার (১,০৩৩ ফুট) উচ্চতা থেকে পড়ে এবং এর গড় প্রস্থ ৭০ মিটার (২৩০ ফুট)।[] এটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে একটি।

জলপ্রপাতটি কেবল বর্ষাকালে খাসি পাহাড়ের চুনাপাথরের চূড়ায় নেমে যায়। পুরো স্ফীতিতে, বিভাগগুলো খাড়া বরাবর বেশিরভাগ পথ প্রসারিত করে। জলপ্রপাতগুলো সূর্যের আলোয় আলোকিত হয় এবং জলপ্রপাতের উপর অস্তগামী সূর্যের প্রাণবন্ত রঙগুলো এটিকে সুন্দর করে তোলে।[]

সোহরা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নোহকালিকাই জলপ্রপাত এবং ডেইন থ্লেন জলপ্রপাত সহ বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে। জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড়েও অনেক জলপ্রপাত রয়েছে, উল্লেখযোগ্যভাবে জোয়াই যাওয়ার পথে তিরচি জলপ্রপাত এবং তুরার কাছে পেলগা জলপ্রপাত।[]

চিত্রশালা

[সম্পাদনা]
মাওসমাই গুহায় চুনাপাথর জমা হওয়ার ফলে বাকলের মতো গঠন তৈরি হয়

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nohsngithiang Falls"। World Waterfall Database। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২০ 
  2. "Nohsngithiang Falls"। Meghalaya Tourism। ২০২০-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২০