নীলমাধব মন্দির, ওড়িশা
নীলমাধব মন্দির | |
---|---|
ନୀଳମାଧବଜିଉ ମନ୍ଦିର | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | নয়াগড় |
অবস্থান | |
অবস্থান | কান্তিলো |
রাজ্য | ওড়িশা |
দেশ | ভারত |
নীলমাধব মন্দির(ওড়িয়া: ନୀଳମାଧବଜିଉ ମନ୍ଦିର) ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত ওড়িশা রাজ্যের নয়াগড় জেলায় মহানদীর তীরে কান্তিলো জনপদে অবস্থিত একটি প্রাচীন মন্দির৷ এই মন্দিরটি শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত, যা দুটি পাহাড়ের মধ্যবর্তীস্থানে জঙ্গলাবৃৃতভাবে বিরাজিত৷ নীলমাধবের পদপদ্ম হতে নির্গত অবিরত বিন্দুধারা ও সিদ্ধেশ্বর মন্দির এখানকার অন্যতম উল্লেখযোগ্য চিত্তাকর্ষণ।
জগন্নাথদেবের কেন্দ্রপ্রাণ হিসাবে আখ্যা পান এই নীলমাধব৷ শুধু তাই নয় এখনও নীলমাধব মূর্তি পুরীর জগন্নাথ মন্দিরে লক্ষ্মীমূর্তির ডানপাশে বিরাজিত৷
অবস্থান
[সম্পাদনা]ওড়িশার নয়াগড় জেলার খণ্ডপড়া ব্লকে অবস্থিত মহানদীর তীরে অবস্থিত একটি ছোটো জনপদ কান্তিলো৷ নিকটবর্তী শহর নয়া গড় ও নিকটবর্তী নগর ও বিমানবন্দর ভুবনেশ্বর৷ রাজধানী ও নগর ভুবনেশ্বর থেকে কান্তিলো পর্যন্ত নিয়মিত বাস পরিষেবা রয়েছে৷ এটি রাজধানী থেকে৭৩ কিলোমিটার ও জেলাসদর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত৷
ইতিহাস
[সম্পাদনা]নীলমাধব মন্দিরটি পুরাকালে ব্রহ্মাদ্রি পর্বতে অবস্থিত একটি পর্বতগুহা ছিলো যা বর্তমানে কান্তিলো নাম পায়৷ এখানেই শবর জনজাতির লোক ও শবরপ্রধান বিশ্ববসু এক স্থানীয় দেবতার আরাধনা করতেন যা স্থানীয় ভাষায় কিতুং নামে প্রসিদ্ধ ছিলো৷ পুরাণ মতে, দেবমূর্তিটি নীলকান্ত মণি রূপে পূজিত হতেন, যা নীলমাধব নামে পরিচিতি পায়৷ মন্দিরটির নিকটবর্তী অন্যদুটি নদী হল কুয়ানরিয়া ও কুসুমি নদী৷ প্রয়াগে যেমন ত্রিবেণীসঙ্গমে রয়েছেন বেণীমাধব তেমনই ওড়িশার ত্রিবেণীসঙ্গমে রয়েছেন নীলমাধব৷