বিষয়বস্তুতে চলুন

নিকেলোডিয়ন (সুইডেন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকেলোডিয়ন সুইডেন
উদ্বোধন১৯৯৬; ২৯ বছর আগে (1996) (নিকেলোডিয়ন স্ক্যান্ডিনেভিয়ার অংশে)
১৮ জুন ২০০৮; ১৬ বছর আগে (2008-06-18) (নিকেলোডিয়ন সুইডেনের উদ্বোধন)
মালিকানাপ্যারামাউন্ট নেটওয়ার্কস ইএমইএএ
চিত্রের বিন্যাস১৬:৯ (ওয়াইডস্ক্রিন)
দেশনেদারল্যান্ডস
ভাষাসুইডীয়
প্রচারের স্থানসুইডেন
বক্সারচ্যানেল ৩০

নিকেলোডিয়ন হচ্ছে সুইডেন সম্প্রচারিত একটি শিশুতোষ টেলিভিশন চ্যানেল। চ্যানেলটি নেদারল্যান্ডসে অবস্থিত, এবং এটি ২০০৮ সালের ১৮ জুনে সম্প্রচার শুরু করে। নিকেলোডিয়ন হচ্ছে সুইডেনের সবচেয়ে জনপ্রিয় বেসরকারি শিশুতোষ টেলিভিশন চ্যানেল, এবং ডিজনি চ্যানেল দ্বিতীয় অবস্থানে। এসভিটি বার্ন হচ্ছে সুইডেনের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রীয় শিশুতোষ টেলিভিশন চ্যানেল।

ইতিহাস

[সম্পাদনা]

নিকেলোডিয়ন সুইডেনে উপলব্ধ ছিল ১৯৯৬ সাল থেকে, যখন অ্যানালগ ভিয়াস্যাট প্ল্যাটফর্মে নিকেলোডিয়নের প্যান-স্ক্যান্ডিনেভীয় সংস্করণ সম্প্রচার শুরু করে। ২০০১ সাল থেকে এটি সুইডেনে ডিজিটাল টেরেস্ট্রিয়াল টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচার করছে। প্যান-স্ক্যান্ডিনেভীয় চ্যানেলটি সকাল ৬টার থেকে সন্ধ্যা ৬টার পর্যন্ত সম্প্রচার করতো, যেহেতু এটি ১৯৯০ দশকের শেষ দিকে টিভি৬ নেচার/অ্যাকশন ওয়ার্ল্ডের সাথে একটি ট্রান্সপন্ডার ভাগ করেছে। ২০০৮ সালের মার্চে টেরেস্ট্রিয়ালের মাধ্যমে নিকেলোডিয়ন ভোর ৫টার থেকে সন্ধ্যা ৭টার পর্যন্ত সম্প্রচার করার লাইসেন্স পায়।[]

২০০৮ সালের ১৮ জুনে একটি আলাদা অনুষ্ঠানসূচী সহ নিকেলোডিয়নের নিবেদিত সুইডীয় সংস্করণ সম্প্রচার শুরু করে।[] বেশিরভাগ ডিজিটাল পে টেলিভিশন প্ল্যাটফর্মে নতুন চ্যানেলটি সকাল ৫টার থেকে সন্ধ্যা ৭টার পর্যন্ত সম্প্রচার করে।[] প্যান-স্ক্যান্ডিনেভীয় ফিডের অসদৃশ, যা যুক্তরাজ্যের থেকে সম্প্রচার করে, সুইডীয় ফিডটি নেদারল্যান্ডস থেকে সম্প্রচারিত।.[]

২০০৯ সালের জানুয়ারিতে পরবর্তীর উদ্বোধনের থেকেই চ্যানেলটি কমেডি সেন্ট্রাল সুইডেনের সাথে ফ্রিকোয়েন্সি স্পেস ভাগ করতো। ২০১৩ সালের নভেম্বরে উভয় চ্যানেলসমূহ আলাদা ফ্রিকোয়েন্সি পায়। এটি নিকেলোডিয়ন সুইডেনকে ১৫ নভেম্বর থেকে বেশিরভাগ প্রোভাইডারে সকাল ৫টার থেকে রাত ৯টার পর্যন্ত সম্প্রচার করার অনুমতি দেয়।[]

২০১৩ সালের সেপ্টেম্বরে নিকেলোডিয়ন সুইডেন এটির যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রতিপক্ষের থেকে নতুন আইডেন্ট ব্যবহার করা শুরু করে।

২০১৫ সালের ১ অক্টোবরে এটির সম্প্রচার সময় আর এক ঘণ্টায় বাড়ানো হয়। সেটির পরে চ্যানেলটি সকাল ৫টার থেকে রাত ১০টার পর্যন্ত সম্প্রচার করতে পারবে।[][]

অনুষ্ঠানসমূহ

[সম্পাদনা]

অনুষ্ঠানসূচীটি কনিষ্ঠ শিশুদের জন্য নিক জুনিয়র ব্লক দিয়ে শুরু হয়, এবং ডোরা দ্য এক্সপ্লোরার, ব্যাকইয়ারডিগান্‌স এবং প প্যাট্রোল এর মতো অনুষ্ঠান প্রচারিত করে। চ্যানেলটি "নিক হিটস" স্ট্র্যান্ডের মাধ্যমে গানও প্রচারিত করে। কার্টুন অনুষ্ঠান সুইডীয় ভাষায় ডাব করা। জ্যেষ্ঠ দর্শকদের লক্ষ্য করা লাইভ-অ্যাকশন অনুষ্ঠান পূর্বে সুইডীয় ভাষায় সাবটাইটেল সহ ইংরেজি ভাষায় সম্প্রচার হতো, এখন সেগুলো সুইডীয়তে ডাব করা হয়।

২০০৯ সালের বসন্তকাল হিসেবে দ্য ফেয়ার্লি অডপ্যারেন্টস নিকটুনটি নিকেলোডিয়ন এবং ডিজনি চ্যানেলে প্রচারিত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tillstånd att sända marksänd TV för Nickelodeon International Ltd (Nickelodeon), appendix 19" (পিডিএফ)। সুইডীয় রেডিও ও টিভি কর্তৃপক্ষ। ২৭ মার্চ ২০০৮। ২৪ জুলাই ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. Changes to the Nickelodeon and VH1 Classic services on the Canal Digital 1º West platform ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখে, টেলিনর এসবিসি, ২৯ মে ২০০৮
  3. Nick adds Swedish version, ব্রডব্যান্ড টিভি নিউজ, ১৩ জুলাই ২০০৮
  4. "Ontheffing Betreft: ontheffingsverzoek oorspronkelijk Nederlands- of Friestalige programmaonderdelen"। সিভিডিএম। ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "Mer Nickelodeon och Comedy Central hos Viasat"। ভিয়াস্যাট। ২৫ অক্টোবর ২০১৩। 
  6. "Nickelodeon förlänger sändningstiden – nu 05.00 till 22.00"। নিকেলোডিয়ন। ১ অক্টোবর ২০১৫। 
  7. "VH1 och VH1 Classic blir 24/7-kanaler!"। কানাল ডিজিটাল। ২ সেপ্টেম্বর ২০১৫। ৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]