বিষয়বস্তুতে চলুন

নিউয়ে জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিউয়ে
দলের লোগো
অ্যাসোসিয়েশননিউয়ে ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনওএফসি (ওশেনিয়া)
মাঠনিউয়ে হাই স্কুল
ফিফা কোডNIU
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (২১ ডিসেম্বর ২০২৩)[]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২৩৮ অপরিবর্তিত (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৯৩ (১৯৮৩)
সর্বনিম্ন২৩৬ (২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
ফরাসি পলিনেশিয়া তাহিতি ১৪–০ নিউয়ে 
(আপিয়া, পশ্চিম সামোয়া; ২০ আগস্ট ১৯৮৩)[]
বৃহত্তম পরাজয়
 নিউয়ে ০–১৯ পাপুয়া নিউগিনি 
(আপিয়া, পশ্চিম সামোয়া; ২২ আগস্ট ১৯৮৩)

নিউয়ে জাতীয় ফুটবল দল (ইংরেজি: Niue national soccer team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নিউয়ের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম নিউয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিউয়ে ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি এবং ২০০৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সহযোগী সদস্য হিসেবে রয়েছে।[] ১৯৮৩ সালের ২০শে আগস্ট তারিখে, নিউয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; পশ্চিম সামোয়ার আপিয়ায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে নিউয়ে তাহিতির কাছে ১৪–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

১,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট নিউয়ে হাই স্কুলে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় নিউয়ে অবস্থিত।

নিউয়ে এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি।[] অন্যদিকে, ওএফসি নেশন্স কাপেও নিউয়ে এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নিউয়ের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে নিউয়ের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৯৩তম (যা তারা ১৯৮৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৩৬। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২৩৬ অপরিবর্তিত  কিরিবাস ৫৪৫
২৩৭ অপরিবর্তিত  টোঙ্গা ৫২৫
২৩৮ অপরিবর্তিত  নিউয়ে ৪৯৬
২৩৯ বৃদ্ধি  উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ৪৩৪
২৪০ বৃদ্ধি  পালাউ ৪০৩

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  3. "Elo Ratings: Niue"। Elo Ratings। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  4. "OFC - OFC CELEBRATES 40th ANNIVERSARY AT CONGRESS"। oceaniafootball.com। ২০০৭-০৪-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩ 
  5. "OFC Statutes, Article 10, Section 2b" (পিডিএফ)। OFC। ২১ জুলাই ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০০৯