নলিনাক্ষ রায়
অবয়ব
নলিনাক্ষ রায় | |
---|---|
রাজা | |
চাকমা সার্কেলের প্রধান | |
রাজত্ব | ৭ মার্চ ১৯৩৫ - ৭ অক্টোবর ১৯৫১ |
পূর্বসূরি | ভুবন মোহন রায় |
উত্তরসূরি | ত্রিদিব রায় |
জন্ম | ৬ জুন ১৯০২ পার্বত্য চট্টগ্রাম, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ৭ অক্টোবর ১৯৫১ | (বয়স ৪৯)
দাম্পত্য সঙ্গী | বেনিতা রায় |
বংশধর |
|
রাজা নলিনাক্ষ রায় ছিলেন চাকমা সার্কেলের ৪৯তম রাজা।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি সরল চন্দ্র সেনের কন্যা এবং হিন্দু সংস্কারক কেশবচন্দ্র সেনের নাতনি বেনিতা রায়কে বিয়ে করেন।উক্ত দম্পতির তিনজন ছেলে সন্তান; ত্রিদিব রায়, সামিত রায়, নন্দিত রায় এবং অমিতি রায়, মৈত্রী রায় ও রাজশ্রী রায় নামে তিনজন কন্যা সন্তান আছে।[১]
তার সময়কালেই পাকিস্তান এবং ভারত স্বাধীনতা পায় এবং চাকমা সার্কেল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়।