বিষয়বস্তুতে চলুন

নলিনাক্ষ রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নলিনাক্ষ রায়
রাজা
চাকমা সার্কেলের প্রধান
রাজত্ব৭ মার্চ ১৯৩৫ - ৭ অক্টোবর ১৯৫১
পূর্বসূরিভুবন মোহন রায়
উত্তরসূরিত্রিদিব রায়
জন্ম৬ জুন ১৯০২
পার্বত্য চট্টগ্রাম, ব্রিটিশ ভারত
মৃত্যু৭ অক্টোবর ১৯৫১(1951-10-07) (বয়স ৪৯)
দাম্পত্য সঙ্গীবেনিতা রায়
বংশধর
  • অমিতি রায়
  • ত্রিদিব রায়
  • সামিত রায়
  • মৈত্রী রায়
  • রাজশ্রী রায়
  • নন্দিত রায়

রাজা নলিনাক্ষ রায় ছিলেন চাকমা সার্কেলের ৪৯তম রাজা।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি সরল চন্দ্র সেনের কন্যা এবং হিন্দু সংস্কারক কেশবচন্দ্র সেনের নাতনি বেনিতা রায়কে বিয়ে করেন।উক্ত দম্পতির তিনজন ছেলে সন্তান; ত্রিদিব রায়, সামিত রায়, নন্দিত রায় এবং অমিতি রায়, মৈত্রী রায় ও রাজশ্রী রায় নামে তিনজন কন্যা সন্তান আছে।[]

তার সময়কালেই পাকিস্তান এবং ভারত স্বাধীনতা পায় এবং চাকমা সার্কেল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Soszynski, Henry। "CHAKMA"members.iinet.net.au। ২০১৮-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৯