নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ
ধরন | ডিগ্রি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৪২ |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
অধিভুক্তি | কল্যাণী বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | https://nvc.ac.in/ |
নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ হল নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ শহরের একটি কলেজ বা মহাবিদ্যালয়। এই কলেজটি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজে বিজ্ঞান ও কলা বিষয়ে ডিগ্রি কোর্স করানো হয়। কলেজটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনুমদিত।[১]
বিভাগ
[সম্পাদনা]নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ১৮ টি বিভাগ রয়েছে। বিভাগসমূহ বিজ্ঞান, কলা ও বাণিজ্য শিক্ষা শাখার অন্তর্গত।[২]
বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ তালিকা আকারে প্রকাশ করা হল:
বিজ্ঞান | কলা | বাণিজ্য |
---|---|---|
|
|
|
পঠন-পাঠন
[সম্পাদনা]স্নাতক কোর্সের জন্য—কলা (বিএ) ও বিজ্ঞান (বিএসসি) শাখায় ভর্তির হতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংশয় পত্র পরীক্ষার ভিত্তিতে বা কোনও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাধিক কোর্সে সরাসরি আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফল ও উপলব্ধ আসনের সংখ্যা অনুযায়ী সংক্ষিপ্ত তালিকাভুক্ত হন। যে কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাঁচ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
অনুমোদিত
[সম্পাদনা]কলেজটি ১৯৯৯ সাল থেকে কল্যানী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং ইউজিসি অনুমোদিত।[৪] এটি যথাক্রমে ২০০৭ সালের ১৭ই এপ্রিল ও ২০১৭ সালের ৩০শে অক্টোবর ন্যাক সমীক্ষায় বি-গ্রেড কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে।[৫]
প্রাক্তনী
[সম্পাদনা]- 'চন্ডী লাহিড়ী (১৯৩১-২০১৮) কার্টুনিস্ট।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Affiliated College of University of Kalyani"। ১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭।
- ↑ "Faculties"। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১।
- ↑ "Department of Chemistry"। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১।
- ↑ "Colleges in West Bengal, University Grants Commission"। ১৬ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭।
- ↑ "Institutions Accredited / Re-accredited by NAAC with validity" (পিডিএফ)। National Assessment and Accreditation Council। মে ১২, ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২।