ধর্মপুর ইউনিয়ন, ফটিকছড়ি
ধর্মপুর | |
---|---|
ইউনিয়ন | |
১৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ধর্মপুর ইউনিয়ন, ফটিকছড়ির অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৪′ উত্তর ৯১°৫১′ পূর্ব / ২২.৫৬৭° উত্তর ৯১.৮৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | ফটিকছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | কাজী মাহমুদুল হক |
আয়তন | |
• মোট | ১৫.০৫ বর্গকিমি (৫.৮১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৭,৩২৬ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৪.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি ৬) |
পোস্ট কোড | ৪৩৫১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ধর্মপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ধর্মপুর ইউনিয়নের আয়তন ৩,৭১৯ একর (১৫.০৫ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধর্মপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭,৩২৬ জন। এর মধ্যে পুরুষ ১৪,১৩৬ জন এবং মহিলা ১৩,১৯০ জন। মোট পরিবার ৫,০০৮টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ফটিকছড়ি উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ধর্মপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে আব্দুল্লাহপুর ইউনিয়ন, পশ্চিমে বখতপুর ইউনিয়ন ও জাফতনগর ইউনিয়ন, উত্তরে নানুপুর ইউনিয়ন এবং পূর্বে খিরাম ইউনিয়ন ও রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ধর্মপুর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত:
- ধর্মপুর
- আঁধারমানিক
ধর্মপুর ইউনিয়নে ৯ টি ওয়ার্ড
- ১নাম্বার ওয়ার্ড
- ২নাম্বার ওয়ার্ড
- ৩নাম্বার ওয়ার্ড
- ৪নাম্বার ওয়ার্ড
- ৫নাম্বার ওয়ার্ড
- ৬নাম্বার ওয়ার্ড
- ৭নাম্বার ওয়ার্ড
- ৮নাম্বার ওয়ার্ড
- ৯নাম্বার ওয়ার্ড
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধর্মপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৪.৭%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ২টি বড় কওমি মাদ্রাসা ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- মাদ্রাসা[৪]
- দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসা
- আল-জামিয়াতুল আরবিয়া এমদাদুল উলুম ধর্মপুর বড় মাদ্রাসা।
- আল-জামিয়াতুল ইসলামিয়া আজাদী বাজার মাদ্রাসা।
- প্রাথমিক বিদ্যালয়
- এ সামাদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ধর্মপুর ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর আবেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর আলিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর ক্যায়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর চুন্নু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর মানদামরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর মোশারফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর সৈয়দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন[৫]
- এফ আর আইডিয়াল কিন্ডারগার্টেন
- হযরত জাবের (রাঃ) ইসলামি শিশু মহিলা একাডেমি।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ধর্মপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-গহিরা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]ধর্মপুর ইউনিয়নে ৩২টি মসজিদ[৬], ৩টি মন্দির ও ২টি প্যাগোডা/বৌদ্ধ বিহার[৭] রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]ধর্মপুর ইউনিয়নের পূর্ব পার্শ্বস্থ কমিটির হাট বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে সর্ত্তার খাল।[৮]
হাট-বাজার
[সম্পাদনা]ধর্মপুর ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল আজাদী বাজার,রমজু মুন্সি হাট এবং আমতলী বাজার।[৯]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]ধর্মপুর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১০]
- ঐতিহ্যবাহী আজাদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
- শাহসুফি আবদুল জব্বার জামে মসজিদ; আজাদী বাজারের পশ্চিম পাশে অবস্থিত।
- মুরালী মসজিদ
- ধর্মপুর বড় ঈদগাহ, ২০০ বছরের বটগাছ।
- আধাঁরমানিক,সর্তারখালের পাড়( অত্তারখালের পাড়)
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]ধর্মপুর ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[১১]
- আবুল কাসেম নূরী –– ইসলামী ব্যক্তিত্ব ও যৌতুক বিরোধী আন্দোলনের প্রবক্তা।
- ড. মুহাম্মদ শামসুল আলম –– লেখক ও অধ্যাপক।
- ডাঃ মোহাম্মদ জাহেদ –– কিডনী ট্রান্সপারেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ।
- মনসুর মুসা –– বাংলা একাডেমীর সাবেক মহা পরিচালক, লেখক গবেষক ও অধ্যাপক।
- লায়ন শামসুদ্দীন –– গভর্নর, লায়ন ক্লাব, চট্টগ্রাম।
- মরহুম মাওলানা এয়ার মোহাম্মদ (রহঃ) সাহেব। ( সাবেক প্রধান মুহাদ্দিস বাবুনগর মাদ্রাসা)
- আল্লমা আবু বকর সাহেব( সম্মানিত সদরপরিচালক আল জামিয়াতুল আরবিয়া এমদাদুল উলুম ধর্মপুর বড় মাদ্রাসা)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: কাজী মাহমুদুল হক
- চেয়ারম্যানগণের তালিকা[১২]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আব্দুর রশিদ | |
০২ | শামসুল আলম চৌধুরী | |
০৩ | মাহমুদুল হক চৌধুরী | |
০৪ | মোহাম্মদ নুরুল ইসলাম (বি,এস,সি) | |
০৫ | গোলাম রহমান | |
০৬ | কাজী মাহমুদুল হক | ২০১১-২০১৬ |
০৭ | মোহাম্মদ আবদুল কাইয়ুম | ২০১৬-২০২১ |
০৮ | কাজী মাহমুদুল হক | ২০২১-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "এক নজরে ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"। dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"। dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "মাদ্রাসা - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"। dharmapurup.chittagong.gov.bd।
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"। dharmapurup.chittagong.gov.bd।
- ↑ "মসজিদ - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"। dharmapurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "মন্দির - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"। dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "খাল ও নদী - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"। dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"। dharmapurup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"। dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"। dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"। dharmapurup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।