বিষয়বস্তুতে চলুন

ধরঞ্জি ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৫°১১′৭″ উত্তর ৮৯°১′৩″ পূর্ব / ২৫.১৮৫২৮° উত্তর ৮৯.০১৭৫০° পূর্ব / 25.18528; 89.01750
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধরঞ্জি
ইউনিয়ন
২নং ধরনজী ইউনিয়ন পরিষদ
ধরঞ্জি রাজশাহী বিভাগ-এ অবস্থিত
ধরঞ্জি
ধরঞ্জি
ধরঞ্জি বাংলাদেশ-এ অবস্থিত
ধরঞ্জি
ধরঞ্জি
বাংলাদেশে ধরঞ্জি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°১১′৭″ উত্তর ৮৯°১′৩″ পূর্ব / ২৫.১৮৫২৮° উত্তর ৮৯.০১৭৫০° পূর্ব / 25.18528; 89.01750 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাজয়পুরহাট জেলা
উপজেলাপাঁচবিবি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৭.৭৭ বর্গকিমি (১০.৭২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
 • মোট২৮,৯৯০
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি ৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ধরঞ্জি ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[][]

আয়তন

[সম্পাদনা]

ধরঞ্জি ইউনিয়নের আয়তন ৬,৮৬৩ একর (২৭.৭৭ বর্গকিলোমিটার)।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

ইতিহাস

[সম্পাদনা]

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে গড়ে উঠা একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ধরঞ্জি ইউনিয়ন। কাল পরিক্রমায় আজও ধরঞ্জি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ২৮,৯৯০ জন।

গ্রাম সমূহ

[সম্পাদনা]

এ ইউনিয়েনের গ্রামসংখ্যা ২৪টি।

  • উচনা
  • শ্রীমন্তপুর
  • হাটখোলা
  • সালুয়া
  • নন্দইল
  • তাজপুর
  • হাজিপুর
  • মির্জাপুর
  • ধরনজী
  • রতনপুর
  • দোঘড়া
  • চকশিমুলিয়া
  • রায়পুর
  • রুপাপুর
  • পলাশগড়
  • কোতোয়ালীবাগ
  • যোগাইপুর
  • নিতারুন
  • বাগুয়ান
  • দৈবকনন্দনপুর
  • পাড়ইল
  • কাঁচনা
  • সমসাবাদ
  • পারবতীপুর

শিক্ষা

[সম্পাদনা]

ধরঞ্জি ইউনিয়নের শিক্ষার হার ৪৬.৪৮% (২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী)।

শিক্ষা প্রতিষ্ঠান

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
  • বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১টি,
  • উচ্চ বিদ্যালয়- ৪টি,
    • কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়
    • ধরঞ্জী উচ্চ বিদ্যালয়
    • রতনপুর উচ্চ বিদ্যালয়
    • শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ১টি।
  • এবতেদায়ী মাদ্রাসা- ২টি।
  • দাখিল মাদ্রাসা- ২টি।
    • ধরঞ্জী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা
    • উচনা দাখিল মাদ্রাসা
  • কলেজ- ১টি।
    • রতনপুর কলেজ
  • হাফেজিয়া এতিমখানা- ০৪টি।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

ধরঞ্জি ইউনিয়নে ৭৪টি মসজিদ, ১০টি ঈদগাহ ও ০৯টি মন্দির রয়েছে।

স্বাস্থ্যকেন্দ্র

[সম্পাদনা]

ধরঞ্জি ইউনিয়নে ১টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যানকেন্দ্র রয়েছে।

খাল ও নদী

[সম্পাদনা]

ধরঞ্জি ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ছোট যমুনা নদী(দোঘড়া-রতনপুর-চক শিমুলিয়া-রুপাপুর-দৈবকনন্দনপুর-বাগুয়ান-পার্বতীপুর),চিরি নদী (উচনা-নন্দইল-তাজপুর),দোঘরা ক্যানেল ও খাল (রতনপুর-দোঘরা)।

হাট-বাজার

[সম্পাদনা]

ধরঞ্জি ইউনিয়নের ৪টি হাট/বাজার হল কোতোয়ালীবাগ, খাংগইর, ধরঞ্জি, রতনপুর।[]

ঐতিহাসিক/পর্যটন স্থান

[সম্পাদনা]
  • নন্দইল আদিবাসী মুক্তিযোদ্ধা ভাষ্কর্য।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান– গোলাম মোস্তফা

চেয়ারম্যানগণের তালিকা

ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদ
০১ মোঃ মোজাম্মেল হক ১৯৭২-১৯৭৬
০২ মোজাফ্ফর রহমান ১৯৭৬-১৯৮৪
০৩ গোলাম মোস্তফা ১৯৮৪-১৯৮৯
০৪ আনোয়ার হোসেন চৌধুরী ১৯৮৯-১৯৯২
০৫ গোলাম মোস্তফা ১৯৯২-১৯৯৮
০৬ আনোয়ার হোসেন চৌধুরী ১৯৯৮-২০০৩
০৭ গোলাম মোস্তফা ২০০৩-২০১১
০৮ আনোয়ারুল ইসলাম চৌধুরী ২০১১-২০১৬
০৯ গোলাম মোস্তফা ২০১৬ -২০২১

১০ আনোয়ারুল ইসলাম চৌধুরী ২০২১-বর্তমানে

পরিষদের লোকবল
  1. নির্বাচিত পরিষদ সদস্য– ১৩ জন
  2. ইউনিয়ন পরিষদ সচিব– ১ জন
  3. ইউনিয়ন গ্রাম পুলিশ– ১০ জন

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ধরঞ্জি ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০ 
  2. "পাঁচবিবি উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০ 
  3. "হাটবাজারের তালিকা - ধরনজী ইউনিয়ন"dharanjiup.joypurhat.gov.bd। ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২১