দ্য কুইক অ্যান্ড দ্য ডেড
অবয়ব
দ্য কুইক অ্যান্ড দ্য ডেড দিয়ে বুঝায়:
বাইবেলের বাগধারা
[সম্পাদনা]- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (বাগধারা), ক্রিস্টানদের বাইবেলের একটি বাগধারা।
চলচ্চিত্র
[সম্পাদনা](কালক্রম অনুযায়ী)
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (১৯৬৩-এর চলচ্চিত্র), রবার্ট টটেন পরিচালিত যুদ্ধের চলচ্চিত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের নাৎসি অধ্যুষিত ইউরোপ নিয়ে নির্মিত।
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (১৯৭৮-এর চলচ্চিত্র), গ্র্যান্ড পিক্স বিজয়ের দৌড় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র, বর্ণনাকারী স্টেসি কিচ।
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (১৯৮৭-এর চলচ্চিত্র), লুইস এল'অ্যামোর ১৯৭৩ সালের উপন্যাস অবলম্বনে রবার্ট ডে পরিচালিত টেলিছবি।
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (১৯৯৫-এর চলচ্চিত্র), স্যাম রেইমি পরিচালিত পশ্চিমা ধাঁচের চলচ্চিত্র, প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যারন স্টোন।
গেইম
[সম্পাদনা]- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (১৯৯৫), এলিজাবেথ ফিশির রেইথ: দ্য অবলিভিয়ন (১৯৯৪)-এর সম্পূরক।
সাহিত্য
[সম্পাদনা](লেখকের শেষ নাম অনুযায়ী বর্ণানুক্রমিকভাবে)
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (১৯৯১), জর্জ গ্রান্ট রচিত বই।
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড: বায়োমেডিকেল থিওরি ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট (২০০৪), অ্যান্ড্রু হান্ট গর্ডন ও ক্যালভিন ডব্লিউ. স্কয়াবের আঙ্কের উৎপত্তি নিয়ে গবেষণামূলক প্রবন্ধ।
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (১৯৭৩), লুইস এল'অ্যামোর রচিত উপন্যাস।
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (২০০৮), ম্যাথু জন লি রচিত জনপ্রিয় সংস্কৃতি নিয়ে লেখা থ্রিলার উপন্যাস।
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (১৯৪৩), এলারি কুইন রচিত উপন্যাস।
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (সংকলন), ভিনসেন্ট স্টারেটের গল্প সংকলন।
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (১৯৫৬), বিল ওয়াটারটন রচিত বই।
- দ্য কুইক অ্যান্ড দ্য ডেড (২০০২), জয় উইলিয়ামস উপন্যাস।